ETV Bharat / state

Abhishek Banerjee: আমেরিকা থেকে পুলিশ আনুন, তৃণমূলই জিতবে: অভিষেক

রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বাহিনী মোতায়েনের বিষয়ে বিরোধীদের মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ অবশেষে রাজ্যের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বলবৎ করার কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছিল দেশের শীর্ষ আদালত ৷

author img

By

Published : Jul 6, 2023, 4:57 PM IST

Updated : Jul 6, 2023, 6:18 PM IST

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

কলকাতা, 6 জুলাই: পঞ্চায়েত ভোটের 48 ঘণ্টা আগে ফের কেন্দ্রকেই নিশানার লক্ষ্যবস্তু করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একইসঙ্গে সাংবাদিক বৈঠক থেকেই বৃহস্পতিবার অভিষেকের গলায় মৃদু রসিকতার সুরও শোনা গেল ৷ তিনি স্পষ্টতই জানান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোট করানোর জন্য হাইকোর্টকে ধন্যবাদ ৷ সেই সঙ্গে, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, প্রয়োজনে আমেরিকার পুলিশ এনে ভোটের কাজে ব্যবহার করা হলেও তৃণমূলই যে জিতবে তা একরকম নিশ্চিত ৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "পঞ্চায়েত ভোটে এই প্রথমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে ৷ এতে তৃণমূলের ভালো হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য ৷"

উল্লেখ্য, এর আগে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বাহিনী নিয়ে বিরোধীদের মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ অবশেষে রেজ্যের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বলবৎ করার কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছিল দেশের শীর্ষ আদালত ৷ এদিন সে প্রসঙ্গে বিরোধীদের বিঁধে অভিষেক বলেন, "আমেরিকা থেকে বাহিনী বা পুলিশ আনুন ৷ প্রতি বুথে 10 জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখুন, কিন্তু ভোট তো দেবে মানুষ ৷ এরা নির্বাচনে লড়বে কী করে, হাইকোর্ট একটা করে রায় দিচ্ছে, আর তা নিয়ে উল্লাস করছে ৷"

মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা ৷ হিংসা, রক্তপাতের ছবি দেখা গিয়েছে একাধিক জেলায় ৷ দেদার চলেছে গুলি, বোমা ৷ এমনকী গুলিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ এই অবস্থায় কার্যত পুলিশকে ঠুঁটো জগন্নাথ হিসাবেই দেখা গিয়েছে সব ক্ষেত্রে, এমনই অভিযোগ বিরোধীদের ৷ তবে রাজ্য নির্বাচন কমিশন সেক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি এমন অভিযোগও করেছে বিরোধীরা ৷ তবে তৃণমূল অবশ্য বরাবরই দাবি করে এসেছে, মনোনয়ন পর্ব শান্তিতে মিটেছে ৷ এদিন অভিষোক বন্দ্যোপাধ্য়ায়ও জোরের সঙ্গে বলেন, "2 লক্ষ 36 হাজার মনোনয়ন জমা হয়েছে ৷ এর মধ্যে বিরোধীরা 1 লক্ষ 56 হাজার নমিনেশন দিয়েছে ৷ রাজ্যে যা এর আগে কোনওদিন হয়নি ৷ 2003-এ তো ভোটের নামে প্রহশন হত ৷"

আরও পড়ুন: ভোটের ফল ঘোষণার পরও 10 দিন বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

এদিন বাম-কংগ্রেস-বিজেপিকে একযোগেও আক্রমণ করেছেন অভিষেক ৷ কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, "তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি ৷ তিন বছর আগের আমফানের টাকা এখনও দেয়নি কেন্দ্র ৷ ইয়াস, বুলবুলের টাকাও দেয়নি ৷ কন্যাশ্রী, রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ৷" একই সঙ্গে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, "আপনাদের টাকা এই বিজেপির জনবিরোধী সরকার আটকে রেখেছে ৷ যারা আপনার টাকা আটকে রেখেছে তাদের উপড়ে ফেলতে হবে ৷ 10 কোটি মানুষের কথা এরা ভাবে না ৷ বাংলার টাকা নিয়ে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে খরচ করা হচ্ছে ৷"

কলকাতা, 6 জুলাই: পঞ্চায়েত ভোটের 48 ঘণ্টা আগে ফের কেন্দ্রকেই নিশানার লক্ষ্যবস্তু করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একইসঙ্গে সাংবাদিক বৈঠক থেকেই বৃহস্পতিবার অভিষেকের গলায় মৃদু রসিকতার সুরও শোনা গেল ৷ তিনি স্পষ্টতই জানান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোট করানোর জন্য হাইকোর্টকে ধন্যবাদ ৷ সেই সঙ্গে, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, প্রয়োজনে আমেরিকার পুলিশ এনে ভোটের কাজে ব্যবহার করা হলেও তৃণমূলই যে জিতবে তা একরকম নিশ্চিত ৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "পঞ্চায়েত ভোটে এই প্রথমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে ৷ এতে তৃণমূলের ভালো হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য ৷"

উল্লেখ্য, এর আগে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বাহিনী নিয়ে বিরোধীদের মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ অবশেষে রেজ্যের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বলবৎ করার কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছিল দেশের শীর্ষ আদালত ৷ এদিন সে প্রসঙ্গে বিরোধীদের বিঁধে অভিষেক বলেন, "আমেরিকা থেকে বাহিনী বা পুলিশ আনুন ৷ প্রতি বুথে 10 জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখুন, কিন্তু ভোট তো দেবে মানুষ ৷ এরা নির্বাচনে লড়বে কী করে, হাইকোর্ট একটা করে রায় দিচ্ছে, আর তা নিয়ে উল্লাস করছে ৷"

মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা ৷ হিংসা, রক্তপাতের ছবি দেখা গিয়েছে একাধিক জেলায় ৷ দেদার চলেছে গুলি, বোমা ৷ এমনকী গুলিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ এই অবস্থায় কার্যত পুলিশকে ঠুঁটো জগন্নাথ হিসাবেই দেখা গিয়েছে সব ক্ষেত্রে, এমনই অভিযোগ বিরোধীদের ৷ তবে রাজ্য নির্বাচন কমিশন সেক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি এমন অভিযোগও করেছে বিরোধীরা ৷ তবে তৃণমূল অবশ্য বরাবরই দাবি করে এসেছে, মনোনয়ন পর্ব শান্তিতে মিটেছে ৷ এদিন অভিষোক বন্দ্যোপাধ্য়ায়ও জোরের সঙ্গে বলেন, "2 লক্ষ 36 হাজার মনোনয়ন জমা হয়েছে ৷ এর মধ্যে বিরোধীরা 1 লক্ষ 56 হাজার নমিনেশন দিয়েছে ৷ রাজ্যে যা এর আগে কোনওদিন হয়নি ৷ 2003-এ তো ভোটের নামে প্রহশন হত ৷"

আরও পড়ুন: ভোটের ফল ঘোষণার পরও 10 দিন বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

এদিন বাম-কংগ্রেস-বিজেপিকে একযোগেও আক্রমণ করেছেন অভিষেক ৷ কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, "তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি ৷ তিন বছর আগের আমফানের টাকা এখনও দেয়নি কেন্দ্র ৷ ইয়াস, বুলবুলের টাকাও দেয়নি ৷ কন্যাশ্রী, রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ৷" একই সঙ্গে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, "আপনাদের টাকা এই বিজেপির জনবিরোধী সরকার আটকে রেখেছে ৷ যারা আপনার টাকা আটকে রেখেছে তাদের উপড়ে ফেলতে হবে ৷ 10 কোটি মানুষের কথা এরা ভাবে না ৷ বাংলার টাকা নিয়ে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে খরচ করা হচ্ছে ৷"

Last Updated : Jul 6, 2023, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.