ETV Bharat / state

Abhishek Banerjee: 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে অভিষেক - রাজভবনে অভিষেক

Abhishek Banerjee at Raj Bhavan: রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া সময়ের 15 মিনিট আগেই 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee at Raj Bhavan
রাজভবনে অভিষেক
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 4:09 PM IST

Updated : Oct 9, 2023, 5:14 PM IST

প্রতিনিধি দল নিয়ে রাজভবনে অভিষেক

কলকাতা, 9 অক্টোবর: রাজভবনে প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ বিকেল চারটেতে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে সাক্ষাতের জন্য সময় দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে গেলেন অভিষেক ।

এই প্রতিনিধি দলে যেমন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রয়েছে, একইভাবে রয়েছেন 100 দিনের মজুরি না-পাওয়া সাধারণ মানুষ । অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে প্রবেশের আগে মঞ্চ থেকে বলেন,"গতকাল রাত দশটায় ফোন করে রাতে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু তার আগেই সে দিনের মতো অবস্থান কর্মসূচি শেষ হয়ে গিয়েছিল । আর সে কারণেই আমরা বলেছিলাম কাল রাতে নয়, সকাল সাড়ে সাতটায় হলেও দেখা করতে অসুবিধা নেই আমাদের । সেইমতো আজ বিকেল চারটেয় সাক্ষাতের জন্য সময় দেন তিনি । সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম । কিন্তু রাজ্যপাল সংবাদ মাধ্যম তো দূর, মোবাইল সঙ্গে নিয়েও যাওয়ার বিষয়ে অনুমতি দেননি । তাই মোবাইল রেখেই আমরা রাজভবনে যাচ্ছি । তবে সঙ্গে নিয়ে যাচ্ছি মানুষের দাবিপত্র ।"

আরও পড়ুন: রাজ্যপাল-অভিষেক সাক্ষাতের পরই কি ধরনা কর্মসূচির সমাপ্তি! তুঙ্গে জল্পনা

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যপালের কাছে গিয়ে আমি দুটি প্রশ্ন করতে চাই । এই 21 লক্ষ শ্রমিক কাজ করেছেন কি না । যদি তাঁরা কাজ করে থাকেন কোন আইনে তাঁদের টাকা বন্ধ করে রাখা হল‌ ।" একইসঙ্গে তিনি এও প্রশ্ন তুলেছেন যে, যাঁরা এই দু'বছর ধরে টাকা পেলেন না তাঁরা সুদ সমেত টাকা ফেরত পাবেন তো !

সোমবার অভিষেক মঞ্চ থেকে ঘোষণা করেছেন, রাজভবন থেকে বেরিয়ে ধরনা মঞ্চে এসেই পরবর্তী পদক্ষেপ তাঁদের কী হতে চলেছে, সে সম্পর্কে ঘোষণা করবেন তিনি । তবে দাবি পূরণ না হলে অবস্থান বদল হবে না । মানুষের দাবি পূরণের জন্য আন্দোলনের শেষ না দেখে ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি ।

প্রতিনিধি দল নিয়ে রাজভবনে অভিষেক

কলকাতা, 9 অক্টোবর: রাজভবনে প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ বিকেল চারটেতে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে সাক্ষাতের জন্য সময় দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই 30 জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে গেলেন অভিষেক ।

এই প্রতিনিধি দলে যেমন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রয়েছে, একইভাবে রয়েছেন 100 দিনের মজুরি না-পাওয়া সাধারণ মানুষ । অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে প্রবেশের আগে মঞ্চ থেকে বলেন,"গতকাল রাত দশটায় ফোন করে রাতে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু তার আগেই সে দিনের মতো অবস্থান কর্মসূচি শেষ হয়ে গিয়েছিল । আর সে কারণেই আমরা বলেছিলাম কাল রাতে নয়, সকাল সাড়ে সাতটায় হলেও দেখা করতে অসুবিধা নেই আমাদের । সেইমতো আজ বিকেল চারটেয় সাক্ষাতের জন্য সময় দেন তিনি । সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম । কিন্তু রাজ্যপাল সংবাদ মাধ্যম তো দূর, মোবাইল সঙ্গে নিয়েও যাওয়ার বিষয়ে অনুমতি দেননি । তাই মোবাইল রেখেই আমরা রাজভবনে যাচ্ছি । তবে সঙ্গে নিয়ে যাচ্ছি মানুষের দাবিপত্র ।"

আরও পড়ুন: রাজ্যপাল-অভিষেক সাক্ষাতের পরই কি ধরনা কর্মসূচির সমাপ্তি! তুঙ্গে জল্পনা

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যপালের কাছে গিয়ে আমি দুটি প্রশ্ন করতে চাই । এই 21 লক্ষ শ্রমিক কাজ করেছেন কি না । যদি তাঁরা কাজ করে থাকেন কোন আইনে তাঁদের টাকা বন্ধ করে রাখা হল‌ ।" একইসঙ্গে তিনি এও প্রশ্ন তুলেছেন যে, যাঁরা এই দু'বছর ধরে টাকা পেলেন না তাঁরা সুদ সমেত টাকা ফেরত পাবেন তো !

সোমবার অভিষেক মঞ্চ থেকে ঘোষণা করেছেন, রাজভবন থেকে বেরিয়ে ধরনা মঞ্চে এসেই পরবর্তী পদক্ষেপ তাঁদের কী হতে চলেছে, সে সম্পর্কে ঘোষণা করবেন তিনি । তবে দাবি পূরণ না হলে অবস্থান বদল হবে না । মানুষের দাবি পূরণের জন্য আন্দোলনের শেষ না দেখে ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি ।

Last Updated : Oct 9, 2023, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.