ETV Bharat / state

Abhishek Banerjee: দাদা একবার এদিকে...! জন্মদিনে কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় ভাসলেন তৃণমূলের 'যুবরাজ' - জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কখনও সেলফিতে, কখনও কেক কাটার আবদার, কখনও আবার পিছন থেকে চিৎকার 'দাদা একটু এদিকে'৷ শান্তভাবে হাসিমুখে জন্মদিনে দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে অনুগামীদের আবদার মেটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Birthday)৷ আপাদমস্তক কালো পোশাকে তিনিই যেন 'হিরো' ৷ গাড়ির মাথায় উঠে জোড় হাত করে সবার ভালোবাসা নিলেন ৷

Etv Bharat
জন্মদিনে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 7, 2022, 9:59 PM IST

কলকাতা, 7 নভেম্বর: 36-এ পা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Celebrates his 36th Birthday)৷ ব্যক্তিগত আয়োজন বাড়িতে থাকলেও সোমবার তৃণমূলের 'যুবরাজ'কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা কালীঘাটে এসেছেন অভিষেককে (Abhishek Banerjee) শুভেচ্ছা জানাতে । তাঁদের কারও হাতে ছিল ফুল তো, কারও হাতে ছিল মিষ্টি সঙ্গে শুভেচ্ছা লেখা ব্যানার ।

abhishek banerjee
যুবরাজ তখন দূরে, উন্মাদনা তুঙ্গে

ছেলের জন্মদিনে মা লতা বন্দ্যোপাধ্যায় তাঁর পছন্দের পদ রান্না করে খাইয়েছেন ৷ তবে দলীয় কর্মী-সমর্থকদের কাছে এই দিনটা একটা উৎসব আকারেই ধরা পড়ল কালীঘাটে । বিকেলে ক্যামাক স্ট্রিটে যাওয়ার পথে বাড়ি থেকে নামতেই উচ্ছ্বাস ভেঙে পড়ল রাস্তায় । সমর্থকদের উল্লাস ও সেলফির আবদার সবই মেটালেন শান্তভাবে । কালীঘাটে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস যেন জনারণ্য । আধঘণ্টা কর্মী-সমর্থকদের সঙ্গে কাটিয়ে ক্যামাক স্ট্রিট পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হন তিনি ।

Abhishek Banerjee
জন্মদিনে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন অভিষেক

আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে ভাটপাড়ায় বস্ত্রদান অর্জুন-চন্দ্রিমার

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল পরিবারের নবীন থেকে প্রবীণ সকলেই ভালোবাসেন । আজ এমন একজনের জন্মদিন, যিনি ওইরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হলেও লড়াই ছেড়ে দেননি । আজ এমন একজনের জন্মদিন, যার বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিতে লাগাতে হয় বিজেপিকে । আজ এমন একজনের জন্মদিন, যা তৃণমূলের ছাত্র-যুবরা দিনটিকে হৈ হৈ করে পালন করছে । একইসঙ্গে দলের বিভিন্ন শাখা সংগঠন এই দিনটিতে তাঁদের দায়বদ্ধতার প্রমাণ দিচ্ছে । কোথাও রক্তদানের আয়োজন, কোথাও কম্বলদান, পড়ুয়াদের বই দান-সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছে । এর থেকেই বোঝা যায় ছাত্র যুব থেকে শুরু করে তৃণমূল পরিবারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণ যোগ্যতা কতখানি ।"

জন্মদিনে দলীয় কর্মী-সমর্থকদের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক

কলকাতা, 7 নভেম্বর: 36-এ পা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Celebrates his 36th Birthday)৷ ব্যক্তিগত আয়োজন বাড়িতে থাকলেও সোমবার তৃণমূলের 'যুবরাজ'কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা কালীঘাটে এসেছেন অভিষেককে (Abhishek Banerjee) শুভেচ্ছা জানাতে । তাঁদের কারও হাতে ছিল ফুল তো, কারও হাতে ছিল মিষ্টি সঙ্গে শুভেচ্ছা লেখা ব্যানার ।

abhishek banerjee
যুবরাজ তখন দূরে, উন্মাদনা তুঙ্গে

ছেলের জন্মদিনে মা লতা বন্দ্যোপাধ্যায় তাঁর পছন্দের পদ রান্না করে খাইয়েছেন ৷ তবে দলীয় কর্মী-সমর্থকদের কাছে এই দিনটা একটা উৎসব আকারেই ধরা পড়ল কালীঘাটে । বিকেলে ক্যামাক স্ট্রিটে যাওয়ার পথে বাড়ি থেকে নামতেই উচ্ছ্বাস ভেঙে পড়ল রাস্তায় । সমর্থকদের উল্লাস ও সেলফির আবদার সবই মেটালেন শান্তভাবে । কালীঘাটে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস যেন জনারণ্য । আধঘণ্টা কর্মী-সমর্থকদের সঙ্গে কাটিয়ে ক্যামাক স্ট্রিট পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হন তিনি ।

Abhishek Banerjee
জন্মদিনে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন অভিষেক

আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে ভাটপাড়ায় বস্ত্রদান অর্জুন-চন্দ্রিমার

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল পরিবারের নবীন থেকে প্রবীণ সকলেই ভালোবাসেন । আজ এমন একজনের জন্মদিন, যিনি ওইরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হলেও লড়াই ছেড়ে দেননি । আজ এমন একজনের জন্মদিন, যার বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিতে লাগাতে হয় বিজেপিকে । আজ এমন একজনের জন্মদিন, যা তৃণমূলের ছাত্র-যুবরা দিনটিকে হৈ হৈ করে পালন করছে । একইসঙ্গে দলের বিভিন্ন শাখা সংগঠন এই দিনটিতে তাঁদের দায়বদ্ধতার প্রমাণ দিচ্ছে । কোথাও রক্তদানের আয়োজন, কোথাও কম্বলদান, পড়ুয়াদের বই দান-সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছে । এর থেকেই বোঝা যায় ছাত্র যুব থেকে শুরু করে তৃণমূল পরিবারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণ যোগ্যতা কতখানি ।"

জন্মদিনে দলীয় কর্মী-সমর্থকদের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.