ETV Bharat / state

Abhishek Banerjee : ইডি-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা অভিষেক-রুজিরার - Abhishek Banerjee files petition on summons of ed

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস পেয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে কলকাতায় ফেরার মাত্র 24 ঘণ্টার মধ্যেই ফের দ্বিতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তারপরেই গত 10 সেপ্টেম্বর আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নোটিস পাঠিয়ে চলতি মাসের 21 তারিখ আবার দিল্লিতে তদন্তের মুখোমুখি হতে নির্দেশ দেয় । এরপরেই ইডির সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷

দিল্লি হাইকোর্টে মামলা অভিষেক-রুজিরার
দিল্লি হাইকোর্টে মামলা অভিষেক-রুজিরার
author img

By

Published : Sep 17, 2021, 9:10 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : ইডির সমনের উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছেন ৷ সেখানে বলা হয়েছে, বাংলার একটি ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে বারবার শুধুমাত্র হেনস্থা করার জন্য দিল্লিতে তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অভিষেক এবং রুজিরা তদন্তের প্রয়োজনে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দিলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে । কলকাতা হাইকোর্ট অথবা দিল্লি হাইকোর্টের কোনও নির্দেশ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে দিল্লিতে তদন্তপ্রক্রিয়া সরিয়ে আনার চেষ্টা করছে ইডি ।

প্রসঙ্গত, কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসেই পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় ইডি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইডি-র নোটিস পেয়ে দিল্লির জামনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে গিয়ে তদন্তে সহযোগিতা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তার কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিস পাঠিয়ে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল তাঁর স্ত্রী রুজিরাকে । কিন্তু নিজের ছোট ছোট দুই শিশু সন্তানকে বাড়িতে রেখে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে দিল্লি যাওয়ার ঝুঁকিপূর্ণ বলে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠিয়ে আবেদন করেছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা । সেইসঙ্গে চিঠিতে উল্লেখ করেছিলেন, যে বিষয়ে তদন্তে সহযোগিতার জন্য তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, তা বাংলার তদন্ত । দিল্লিতে এই মামলার বিষয় জিজ্ঞাসাবাদের এক্তিয়ার নেই ।

আরও পড়ুন, Abhishek Banerjee : কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেককে তলব ইডি-র

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস পেয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে কলকাতায় ফেরার মাত্র 24 ঘণ্টার মধ্যেই ফের দ্বিতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিন্তু মাত্র এক রাতের নোটিসে তাঁর পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয় জানিয়ে দিয়ে চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে তারপরেই গত 10 সেপ্টেম্বর আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নোটিস পাঠিয়ে চলতি মাসের 21 তারিখ আবার দিল্লিতে তদন্তের মুখোমুখি হতে নির্দেশ দেয় ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : ইডির সমনের উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছেন ৷ সেখানে বলা হয়েছে, বাংলার একটি ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে বারবার শুধুমাত্র হেনস্থা করার জন্য দিল্লিতে তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অভিষেক এবং রুজিরা তদন্তের প্রয়োজনে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দিলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে । কলকাতা হাইকোর্ট অথবা দিল্লি হাইকোর্টের কোনও নির্দেশ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে দিল্লিতে তদন্তপ্রক্রিয়া সরিয়ে আনার চেষ্টা করছে ইডি ।

প্রসঙ্গত, কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসেই পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় ইডি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইডি-র নোটিস পেয়ে দিল্লির জামনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে গিয়ে তদন্তে সহযোগিতা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তার কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিস পাঠিয়ে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল তাঁর স্ত্রী রুজিরাকে । কিন্তু নিজের ছোট ছোট দুই শিশু সন্তানকে বাড়িতে রেখে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে দিল্লি যাওয়ার ঝুঁকিপূর্ণ বলে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠিয়ে আবেদন করেছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা । সেইসঙ্গে চিঠিতে উল্লেখ করেছিলেন, যে বিষয়ে তদন্তে সহযোগিতার জন্য তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, তা বাংলার তদন্ত । দিল্লিতে এই মামলার বিষয় জিজ্ঞাসাবাদের এক্তিয়ার নেই ।

আরও পড়ুন, Abhishek Banerjee : কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেককে তলব ইডি-র

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস পেয়ে দিল্লিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে কলকাতায় ফেরার মাত্র 24 ঘণ্টার মধ্যেই ফের দ্বিতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিন্তু মাত্র এক রাতের নোটিসে তাঁর পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয় জানিয়ে দিয়ে চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে তারপরেই গত 10 সেপ্টেম্বর আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নোটিস পাঠিয়ে চলতি মাসের 21 তারিখ আবার দিল্লিতে তদন্তের মুখোমুখি হতে নির্দেশ দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.