ETV Bharat / state

নরেন্দ্র মোদিকে মানহানির নোটিশ অভিষেকের - notice

প্রধানমন্ত্রীকে মানহানির নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । 15 মে ডায়মন্ড হারবারের সভা থেকে মোদির মন্তব্যের পরিপ্রক্ষিতেই পাঠানো হয়েছে এই নোটিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 18, 2019, 7:00 PM IST

Updated : May 18, 2019, 11:13 PM IST

কলকাতা, 18 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, বুধবার (15 মে) ডায়মন্ড হারবারের সভা থেকে মোদি মনগড়া অভিযোগ তুলেছেন । আর তাই 36 ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে তাঁকে নোটিশ পাঠালেন অভিষেক ব্যানার্জির আইনজীবী । নোটিশে বলা হয়, ক্ষমা না চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

notice
মানহানি নোটিশ

ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি । ওই কেন্দ্রে BJP-র হয়ে প্রার্থী হয়েছেন নীলাঞ্জন রায় । বুধবার তাঁর সমর্থনে ডায়মন্ড হারবারে প্রচার সভা করেন নরেন্দ্র মোদি । সভা থেকে অভিষেক ব্যানার্জিকে একের পর এক আক্রমণ করেন তিনি। বলেন, "বুয়া-ভাতিজার রাজত্বে অত্যাচার চলছে । গণতন্ত্র গুন্ডাতন্ত্রে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এখানকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে । কিন্তু গুন্ডাতন্ত্রের দিন শেষ হয়ে গেছে ।"

notice
মানহানি নোটিশ

মোদির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই অভিষেক ব্যানার্জির আইনজীবী আজ এই আইনি নোটিশ পাঠান । সেই নোটিশে বলা হয়, মোদির এই বক্তব্য সমস্ত মিডিয়ায় প্রচার করা হয়েছে । যার ফলে নষ্ট হয়েছে অভিষেক ব্যানার্জির ভাবমূর্তি। নোটিশে বলা হয় "আপনার মন্তব্যে মিথ্যা, বিদ্বেষমূলক ও মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে ।"

কলকাতা, 18 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, বুধবার (15 মে) ডায়মন্ড হারবারের সভা থেকে মোদি মনগড়া অভিযোগ তুলেছেন । আর তাই 36 ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে তাঁকে নোটিশ পাঠালেন অভিষেক ব্যানার্জির আইনজীবী । নোটিশে বলা হয়, ক্ষমা না চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

notice
মানহানি নোটিশ

ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি । ওই কেন্দ্রে BJP-র হয়ে প্রার্থী হয়েছেন নীলাঞ্জন রায় । বুধবার তাঁর সমর্থনে ডায়মন্ড হারবারে প্রচার সভা করেন নরেন্দ্র মোদি । সভা থেকে অভিষেক ব্যানার্জিকে একের পর এক আক্রমণ করেন তিনি। বলেন, "বুয়া-ভাতিজার রাজত্বে অত্যাচার চলছে । গণতন্ত্র গুন্ডাতন্ত্রে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এখানকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে । কিন্তু গুন্ডাতন্ত্রের দিন শেষ হয়ে গেছে ।"

notice
মানহানি নোটিশ

মোদির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই অভিষেক ব্যানার্জির আইনজীবী আজ এই আইনি নোটিশ পাঠান । সেই নোটিশে বলা হয়, মোদির এই বক্তব্য সমস্ত মিডিয়ায় প্রচার করা হয়েছে । যার ফলে নষ্ট হয়েছে অভিষেক ব্যানার্জির ভাবমূর্তি। নোটিশে বলা হয় "আপনার মন্তব্যে মিথ্যা, বিদ্বেষমূলক ও মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে ।"

Intro:হাওড়া আদালতের ঘটনায় দোষী পুলিশ অফিসারদের কে কি গ্রেপ্তার করা সম্ভ? Body:মানস নস্কর---

হাওড়া আদালতের ঘটনায় দোষী পুলিশ অফিসারদের আদৌ গ্রেপ্তার করা সম্ভব কিনা সেই প্রশ্নই উঠলো আজ হাইকোর্টে

কলকাতা ৮ মেঃ
হাওড়া আদালত চত্তরে পৌরনিগমের কর্মী ও আইনজীবীদের মারামারিকে সামাল দিতে সেদিন যে পুলিশ অফিসারদের নেতৃত্ব এ আইনজীবীরা মার খেয়েছিলেন তাদের আদৌও গ্রেপ্তার করা যাবে কিনা সেই প্রশ্নই উঠলো আজ হাইকোর্টে।

হাওড়া আদালতের ঘটনায় হাইকোর্ট যে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছিল সেই মামলার শুনানি হল আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আজ আইনজীবীদের তরফে এস কে কাপুর বলেন," ভি এস আর অনন্ত নাগ, ভাবনা গুপ্তা দুই আইপিএস অফিসার এবং গুলাম সারওয়ার, দিপাং তামাং ও অভিজিৎ ব্যানার্জি হাওড়া থানার অফিসার এরা প্রত্যেকেই ঐ দিন ঘটনার সময় উপস্থিত ছিলেন। এদেরকে মামলায় যুক্ত করে এদের বক্তব্য শোনা হোক।ঐ দিন এরা কি করছিলেন? এদেরকে আদৌ গ্রেপ্তার করা যাবে কিনা সেটা দেখা হোক।"পাশাপাশি তনুশ্রী দাস নামের এক মহিলা আইনজীবী পুলিশের দ্বারা চুড়ান্ত নিগৃহীত হন ঐদিন বলে দাবি করে তিনি এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান।এই সমস্ত বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি জানান,তিনি এই ঘটনার একটা বিচারবিভাগীয় তদন্ত তিনি করতে চাইছেন। যেটা করবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি। সেই ব্যাপারে সব পক্ষের সাজেশন চান তিনি।তখনই বার কাউন্সিলকে এই মামলায় যুক্ত করার কথা বলেন তিনি।পাশাপাশি তিনি বলেন, "সিনিয়র আইনজীবীদের দায়িত্ব রয়েছে জুনিয়রদের বোঝানো যে আদালতের মধ্যে যে ঝামেলা করা হয়েছে সেটা ভবিষ্যতে আমরা আর করতে দেবো না।আদালতের মধ্যে কাউকে অনধিকার প্রবেশ করতে দেওয়া হবে না।মুল মামলাটির আবার আগামী সোমবার শুনানি করা হবে। "

প্রসঙ্গত দোষী পুলিশ অফিসারদের গ্রেপ্তারের দাবিতে গত ২৫ এপ্রিল থেকে সারা রাজ্যের সমস্ত আইনজীবীরা কর্মবিরতিতে সামিল হয়েছেন।এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি বলে দফায় দফায় বৈঠক করে আইনজীবীরা তাদের কর্মবিরতির সময় সীমা বাড়িয়েছে। আপাতত আগামী ১০ মে পর্যন্ত কর্মবিরতি চলবে বলে বার কাউন্সিলের তরফে গত ২ মে তে বৈঠক করে জানানো হয়েছে। তবে মামলার গতিবিধি এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বহু আইনজীবীই বলছেন এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কেউই বলতে পারছে না।

Conclusion:
Last Updated : May 18, 2019, 11:13 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.