কলকাতা, 18 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, বুধবার (15 মে) ডায়মন্ড হারবারের সভা থেকে মোদি মনগড়া অভিযোগ তুলেছেন । আর তাই 36 ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে তাঁকে নোটিশ পাঠালেন অভিষেক ব্যানার্জির আইনজীবী । নোটিশে বলা হয়, ক্ষমা না চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি । ওই কেন্দ্রে BJP-র হয়ে প্রার্থী হয়েছেন নীলাঞ্জন রায় । বুধবার তাঁর সমর্থনে ডায়মন্ড হারবারে প্রচার সভা করেন নরেন্দ্র মোদি । সভা থেকে অভিষেক ব্যানার্জিকে একের পর এক আক্রমণ করেন তিনি। বলেন, "বুয়া-ভাতিজার রাজত্বে অত্যাচার চলছে । গণতন্ত্র গুন্ডাতন্ত্রে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এখানকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে । কিন্তু গুন্ডাতন্ত্রের দিন শেষ হয়ে গেছে ।"
মোদির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই অভিষেক ব্যানার্জির আইনজীবী আজ এই আইনি নোটিশ পাঠান । সেই নোটিশে বলা হয়, মোদির এই বক্তব্য সমস্ত মিডিয়ায় প্রচার করা হয়েছে । যার ফলে নষ্ট হয়েছে অভিষেক ব্যানার্জির ভাবমূর্তি। নোটিশে বলা হয় "আপনার মন্তব্যে মিথ্যা, বিদ্বেষমূলক ও মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে ।"