ETV Bharat / state

স্ত্রীর জন্য ম্যাচিং কুর্তা-পাজামা কিনলেন অভিজিৎ - গড়িয়াহাট-ট্রায়াঙ্গুলার পার্ক

নবনীতা দেবসেনের শারীরিক অসুস্থতার খবর নিয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যান গড়িয়াহাট চত্বরের একটি বিপণিতে ‌। এই বিপণি না কি তাঁর বরাবরের প্রিয় । এখানকার পাঞ্জাবি পরতে তিনি ভালোবাসেন ৷ কলকাতায় এলেই তিনি একবার ঢুঁ মারেন এখানে ।

বিপণীর কর্মীদের সঙ্গে অভিজিৎ
author img

By

Published : Oct 23, 2019, 2:03 PM IST

Updated : Oct 24, 2019, 7:39 AM IST

কলকাতা, 23 অক্টোবর : এ শহরে রয়েছে তাঁর প্রাণে । গড়িয়াহাট-ট্রায়াঙ্গুলার পার্ক চত্বরের প্রতিটি অলিগলি তাঁর বড় চেনা । প্রাণের শহর থেকে বিদেশে থাকা স্ত্রী'র জন্য কিছু নিয়ে ফিরবেন না তা কি হয় ? সকলের জন্য উপহার নিয়েই ফিরবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।

নবনীতা দেবসেনের শারীরিক অসুস্থতার খবর নিয়ে অভিজিৎবাবু সোজা চলে যান গড়িয়াহাট চত্বরের একটি বিপণিতে ‌। এই বিপণি তাঁর বরাবরের প্রিয় । এখানকার পাঞ্জাবি তাঁর প্রিয় পোশাক । কলকাতায় এলেই একবার ঢুঁ মারেন এখানে । এই বিপণি থেকে তিনি স্ত্রীর জন্য ম্যাচিং কুর্তা ও পাজামা কিনলেন বলে খবর । পোশাক কেনার সময় সাহায্য নিলেন দোকানের মহিলা কর্মীদের ।

দেখুন ভিডিয়ো

নোবেলজয়ীকে সামনে পেয়ে দোকানের কর্মীরা সেলফির আবদার করবেন না তাও কি হয়? দোকানের কর্মীদের সঙ্গে সেলফি তুললেন অভিজিৎবাবু । তারপর বিপণি থেকে বেরিয়ে যান তিনি।

কলকাতা, 23 অক্টোবর : এ শহরে রয়েছে তাঁর প্রাণে । গড়িয়াহাট-ট্রায়াঙ্গুলার পার্ক চত্বরের প্রতিটি অলিগলি তাঁর বড় চেনা । প্রাণের শহর থেকে বিদেশে থাকা স্ত্রী'র জন্য কিছু নিয়ে ফিরবেন না তা কি হয় ? সকলের জন্য উপহার নিয়েই ফিরবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।

নবনীতা দেবসেনের শারীরিক অসুস্থতার খবর নিয়ে অভিজিৎবাবু সোজা চলে যান গড়িয়াহাট চত্বরের একটি বিপণিতে ‌। এই বিপণি তাঁর বরাবরের প্রিয় । এখানকার পাঞ্জাবি তাঁর প্রিয় পোশাক । কলকাতায় এলেই একবার ঢুঁ মারেন এখানে । এই বিপণি থেকে তিনি স্ত্রীর জন্য ম্যাচিং কুর্তা ও পাজামা কিনলেন বলে খবর । পোশাক কেনার সময় সাহায্য নিলেন দোকানের মহিলা কর্মীদের ।

দেখুন ভিডিয়ো

নোবেলজয়ীকে সামনে পেয়ে দোকানের কর্মীরা সেলফির আবদার করবেন না তাও কি হয়? দোকানের কর্মীদের সঙ্গে সেলফি তুললেন অভিজিৎবাবু । তারপর বিপণি থেকে বেরিয়ে যান তিনি।

Intro:কলকাতা, ২৩ অক্টোবর: এ শহর রয়েছে তার প্রানে। গড়িয়াহাট-ট্রায়াঙ্গুলার পার্ক চত্বরের প্রতিটি অলিগলি তার বড় চেনা। প্রানের শহর থেকে বিদেশে থাকা স্ত্রী সন্তানদের জন্য কিছু নিয় ফিরবেন না তাও কি হয়? উপহার নিয়েই ফিরবেন তিনি।Body:নবনীতা দেবসেনের শারীরিক অসুস্থতার খবরা-খবর নিয়ে তিনি সোজা চলে গেলেন গরিহাট চত্বরের একটি বিপনীতে‌। এই বিপণি তার বরাবরের প্রিয়। এখানকার পাঞ্জাবি তার অবসর সময়ের প্রিয় পোশাক। কলকাতায় এলেই তিনি একবার ঢু মারেন এখানে। জন্মের শহর থেকে তিনি স্ত্রীর জন্য ম্যাচিং কুর্তা এবং পাজামা কিনলেন বলে খবর। সাহায্য নিলেন দোকানের মহিলা কর্মীদের। সঙ্গে সন্তানদের জন্য পোশাকও ছিল।Conclusion:নোবেল জয়ী কে দোকানের কর্মীরা হাতের সামনে পেলেন আর সেলফির আবদার হবে না তাও কি হয়? দোকানের কর্মীদের সঙ্গে তুললেন সেলফি। তারপর বেরিয়ে গেলেন কলকাতায় প্রায় ধনুক ভাঙা পন নেওয়া অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
Last Updated : Oct 24, 2019, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.