ETV Bharat / state

সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছিলেন বাবা, তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রণব-পুত্র - Abhijit Mukherjee joins TMC

অভিজিৎ মুখোপাধ্যায়
অভিজিৎ মুখোপাধ্যায়
author img

By

Published : Jul 5, 2021, 4:06 PM IST

Updated : Jul 5, 2021, 4:43 PM IST

16:04 July 05

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ।

অভিজিৎ মুখোপাধ্যায়
তৃণমূল ভবনে মধ্যমণি অভিজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 5 জুলাই : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় । কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর থেকে দু'বার সাংসদ হয়েছিলেন তিনি । তবে 2019 সালের লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন । এবার বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূলে যোগ দিলেন তিনি ।

কংগ্রেসের বিভিন্ন কাজে যে তিনি অসন্তুষ্ট, তা তৃণমূলে যোগ দিয়েই বুঝিয়ে দিলেন প্রণব-পুত্র । এককালে বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, কিন্তু তারপরও একে একে সব গিয়েছে । তারপর থেকে কংগ্রেসের কোনও সাংগঠনিক পদেও রাখা হয়নি । আর এই নিয়েই বেশ ক্ষোভ জমেছিল অভিজিতের মনে । বলে রাখলেন, "কংগ্রেসের কোনও পদেই আমাকে রাখা হয়নি । শুধুমাত্র সাধারণ কর্মী ছাড়া আর কিছুই রাখা হয়নি ।"

একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো এবং দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দেখা গেল প্রণব-পুত্রকে । তৃণমূলে জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন মমতা-অভিষেককে । আগামী দিনে দল যে দায়িত্ব দেবে, তা অনুগত সৈনিকের মতো মেনে চলবেন বলেও জানিয়ে দিলেন । বললেন, "দলের নির্দেশ মতোই কাজ করব ।"

কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে এত দেরি হল কেন ? দলের প্রতি এই ক্ষোভ তো একদিনের নয় ? ভোটের আগেও নিশ্চয়ই ছিল । তারপরেও এত দেরি কেন হয়ে গেল সিদ্ধান্ত নিতে ? এই বিষয়ে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের বক্তব্য, "আগে যদি যোগ দিতাম, তাহলে হয়ত অনেকে বলতেন পদের লোভে যোগ দিয়েছি । এখন তো আর তা বলার নেই । এখন তো আমি শুধুমাত্র প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়েছি ।"

একইসঙ্গে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে 10-11 জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস । রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পেরিয়েছে জ্বালানির দাম । দিন দিন মহার্ঘ্য হচ্ছে পেট্রোপণ্য । আগুন দামে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা । এই পরিস্থিতিতে দলের প্রত্যেক বিধায়ক ধর্নায় অংশ নেবেন । করোনা বিধি মেনেই চলবে ধর্না । আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এদিকে গতবারের পরে এবারও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 21 শে জুলাই ভার্চুয়ালি আয়োজিত হবে  ।

16:04 July 05

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ।

অভিজিৎ মুখোপাধ্যায়
তৃণমূল ভবনে মধ্যমণি অভিজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 5 জুলাই : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় । কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর থেকে দু'বার সাংসদ হয়েছিলেন তিনি । তবে 2019 সালের লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন । এবার বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূলে যোগ দিলেন তিনি ।

কংগ্রেসের বিভিন্ন কাজে যে তিনি অসন্তুষ্ট, তা তৃণমূলে যোগ দিয়েই বুঝিয়ে দিলেন প্রণব-পুত্র । এককালে বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, কিন্তু তারপরও একে একে সব গিয়েছে । তারপর থেকে কংগ্রেসের কোনও সাংগঠনিক পদেও রাখা হয়নি । আর এই নিয়েই বেশ ক্ষোভ জমেছিল অভিজিতের মনে । বলে রাখলেন, "কংগ্রেসের কোনও পদেই আমাকে রাখা হয়নি । শুধুমাত্র সাধারণ কর্মী ছাড়া আর কিছুই রাখা হয়নি ।"

একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো এবং দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দেখা গেল প্রণব-পুত্রকে । তৃণমূলে জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন মমতা-অভিষেককে । আগামী দিনে দল যে দায়িত্ব দেবে, তা অনুগত সৈনিকের মতো মেনে চলবেন বলেও জানিয়ে দিলেন । বললেন, "দলের নির্দেশ মতোই কাজ করব ।"

কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে এত দেরি হল কেন ? দলের প্রতি এই ক্ষোভ তো একদিনের নয় ? ভোটের আগেও নিশ্চয়ই ছিল । তারপরেও এত দেরি কেন হয়ে গেল সিদ্ধান্ত নিতে ? এই বিষয়ে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের বক্তব্য, "আগে যদি যোগ দিতাম, তাহলে হয়ত অনেকে বলতেন পদের লোভে যোগ দিয়েছি । এখন তো আর তা বলার নেই । এখন তো আমি শুধুমাত্র প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়েছি ।"

একইসঙ্গে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে 10-11 জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস । রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পেরিয়েছে জ্বালানির দাম । দিন দিন মহার্ঘ্য হচ্ছে পেট্রোপণ্য । আগুন দামে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা । এই পরিস্থিতিতে দলের প্রত্যেক বিধায়ক ধর্নায় অংশ নেবেন । করোনা বিধি মেনেই চলবে ধর্না । আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এদিকে গতবারের পরে এবারও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 21 শে জুলাই ভার্চুয়ালি আয়োজিত হবে  ।

Last Updated : Jul 5, 2021, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.