কলকাতা, 29 অক্টোবর : রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করতে চাইছেন আবদুল মান্নান? ইতিমধ্যে দিল্লিতে সনিয়া গান্ধির কাছে নাকি চিঠিও পাঠিয়েছেন তিনি ৷ সূত্রের খবর, চিঠিতে আগামী উপনির্বাচনে তৃণমূলকে সাহায্য করার কথা তিনি উল্লেখ করেছিলেন ৷ এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ৷ যা নিয়ে বিড়ম্বনায় প্রদেশ কংগ্রেস ৷
করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট একে অপরকে কীভাবে সহায়তা করবে তা নিয়ে একটি খসড়া তৈরি হয়েছিল আলিমুদ্দিনে । কিন্তু এরপর দলের সঙ্গে আলোচনা না করেই নানারকম সিদ্ধান্ত ও মতামত প্রকাশ করছেন আবদুল মান্নান ৷ বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, এ রকম চললে কোনও জোটে যাবে না তারা ৷ রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে বিষয়টি নিয়ে তারা আলোচনা করা হবে ৷
রাজ্যে তিনটি বিধানসভা উপনির্বাচনে আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বাম ও কংগ্রেস । 26 অক্টোবর সকালে বৈঠক করেছিল CPI(M), RSP, ফরওয়ার্ড ব্লক ও CPI । সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয়েছিল, আসন সমঝোতায় কংগ্রেসের পক্ষ থেকে সোমেন মিত্র, বামেদের তরফে বিমান বসু ও CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন । খড়্গপুরের কালিয়াগঞ্জ আসন কংগ্রেসকে ছাড়া হবে করিমপুরে প্রার্থী দেবে CPI(M) । আগামী কাল বা পরশু বামফ্রন্টের সঙ্গে বৈঠকে বসে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে ।
কিন্তু তার আগেই একাধিকবার বিভিন্ন মতামত জানাচ্ছেন আবদুল মান্নান ৷ এই বিষয়ে আবদুল মান্নানকে কোনও রকম গুরুত্ব দিতে চান না প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । তিনি বলেন, "রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান তাঁর নিজের মত জানিয়েছেন । প্রদেশ কংগ্রেসের মতামত পুরো আলাদা । দল এবং প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস ।"
আবদুল মান্নান এর বিরুদ্ধে পাল্টা যুক্তি দেন ৷ তিনি বলেন , যদি আমরা তৃণমূলের সঙ্গে জোট করি তবে বোঝা যাবে রাজ্যে BJP-কে রুখতে তৃণমূল চেষ্টা করছে কী না ৷