ETV Bharat / state

CAA-NRC-র প্রতিবাদে জোটের জন্য মমতাকে চিঠি মান্নানের

আবদুল মান্নান বলেন, "মেরুকরণ করে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত করছে BJP সরকার । সমস্ত শক্তি একজোট হয়ে এক ছাতার তলায় এসে এর বিরুদ্ধে লড়া উচিত ।"

abdul
abdul
author img

By

Published : Dec 31, 2019, 8:23 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর : সম্মিলিতভাবে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতার জন্য তৃণমূল সুপ্রিমোকে চিঠি পাঠালেন আবদুল মান্নান । রাজ্যের বাম নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই গতকাল এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি । বাম-কংগ্রেস জোট একসঙ্গে NRC-র বিরুদ্ধে লড়ছে । এবার এই লড়াইয়ে তারা পাশে চায় তৃণমূলকেও । বিরোধিতা জোরদার করার জন্যই এই উদ্যোগ । চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের আবেদন করা হয়েছে ।

ধর্মীয় মেরুকরণ করে দেশটাকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে । কিন্তু পশ্চিমবঙ্গে NRC কার্যকরী হবে না । কিন্তু কে বলতে পারে পরবর্তী সরকার এসে তা চালু করবে না । আশঙ্কা প্রকাশ করে একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান । NRC বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও জানিয়েছেন । নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ভিন্ন ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন । ক্ষোভ প্রকাশ করে আবদুল মান্নান বলেন, "মেরুকরণ করে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত করছে BJP সরকার । সমস্ত শক্তি একজোট হয়ে এক ছাতার তলায় এসে এর বিরুদ্ধে লড়া উচিত ।"

উল্লেখ্য, 8 জানুয়ারি শ্রমিক সংগঠন গুলির ডাকা সাধারন ধর্মঘটে যোগ দেবে কংগ্রেসও, একথাও জানালেন আবদুল মান্নান । বাম-পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকারের সর্বদলীয় সভা করা উচিত । ভোটার তালিকার কাজ এই মুহূর্তে রাজ্যে চলছে । মুখ্যমন্ত্রীর অবিলম্বে সর্বদলীয় সভা করে স্বচ্ছ ভোটার তালিকার বার্তা দেওয়া উচিত । ভোটার তালিকায় নাম থাকা রাজ্যের মানুষের অধিকার । ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দেওয়া যায়না , তেমন শাসকদলের ইচ্ছেমতো নাম ভোটার তালিকায় সংযোজন করাও বেআইনি ।"

কলকাতা, 31 ডিসেম্বর : সম্মিলিতভাবে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতার জন্য তৃণমূল সুপ্রিমোকে চিঠি পাঠালেন আবদুল মান্নান । রাজ্যের বাম নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই গতকাল এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি । বাম-কংগ্রেস জোট একসঙ্গে NRC-র বিরুদ্ধে লড়ছে । এবার এই লড়াইয়ে তারা পাশে চায় তৃণমূলকেও । বিরোধিতা জোরদার করার জন্যই এই উদ্যোগ । চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের আবেদন করা হয়েছে ।

ধর্মীয় মেরুকরণ করে দেশটাকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে । কিন্তু পশ্চিমবঙ্গে NRC কার্যকরী হবে না । কিন্তু কে বলতে পারে পরবর্তী সরকার এসে তা চালু করবে না । আশঙ্কা প্রকাশ করে একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান । NRC বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও জানিয়েছেন । নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ভিন্ন ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন । ক্ষোভ প্রকাশ করে আবদুল মান্নান বলেন, "মেরুকরণ করে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত করছে BJP সরকার । সমস্ত শক্তি একজোট হয়ে এক ছাতার তলায় এসে এর বিরুদ্ধে লড়া উচিত ।"

উল্লেখ্য, 8 জানুয়ারি শ্রমিক সংগঠন গুলির ডাকা সাধারন ধর্মঘটে যোগ দেবে কংগ্রেসও, একথাও জানালেন আবদুল মান্নান । বাম-পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকারের সর্বদলীয় সভা করা উচিত । ভোটার তালিকার কাজ এই মুহূর্তে রাজ্যে চলছে । মুখ্যমন্ত্রীর অবিলম্বে সর্বদলীয় সভা করে স্বচ্ছ ভোটার তালিকার বার্তা দেওয়া উচিত । ভোটার তালিকায় নাম থাকা রাজ্যের মানুষের অধিকার । ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দেওয়া যায়না , তেমন শাসকদলের ইচ্ছেমতো নাম ভোটার তালিকায় সংযোজন করাও বেআইনি ।"

Intro:এন আর সির বিরুদ্ধে বিজেপিকে বাদ দিয়ে সকলে মিলে আন্দোলনের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বাম নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা করেই আব্দুল মান্নান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকালই চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে সর্বদলীয় সভা করে ভোটার তালিকা স্বচ্ছতা আনার জন্য মুখ্যমন্ত্রী সর্বস্তরের নির্দেশ দিন।


Body:এ রাজ্যে বাম এবং কংগ্রেস এনআরসির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করছে। ঐক্যবদ্ধভাবে এই লড়াইকে আরো বেশি মজবুত করার জন্য মুখ্যমন্ত্রীর অবিলম্বে সর্বদলীয় বৈঠক করা উচিত বলে চিঠিতে আবেদন জানানো হয়েছে আব্দুল মান্নানের পক্ষ থেকে। সর্বদলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় বসে সমগ্র জানুয়ারি মাস জুড়ে তীব্র আন্দোলনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।
ধর্মীয় মেরুকরণ করে দেশটাকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। এনআরসি পশ্চিমবঙ্গে চালু হবে না। কিন্তু কে বলতে পারে পরবর্তী সরকার এসে তা চালু করবে না। আশঙ্কা প্রকাশ করে একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এনআরসি বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও জানিয়েছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভিন্ন ভিন্ন কথা বলছেন। দেশের বিভিন্ন মন্ত্রী ভিন্ন ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন তিনি। মেরুকরণ করে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত করছে বিজেপির সরকার। ক্ষোভ প্রকাশ করে বলেন আবদুল মান্নান। সমস্ত শক্তি একজোট হয়ে এক ছাতার তলায় এসে লড়াই করা উচিত বলে মনে করেন তিনি।
জানুয়ারি মাসের ৮ তারিখে শ্রমিক সংগঠন গুলির ডাকা সাধারন ধর্মঘটে সর্বতোভাবে থাকবে কংগ্রেস জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, সর্বদলীয় সভা সরকারের করা উচিত। ভোটার লিস্টের কাজ যেহেতু এই মুহূর্তে রাজ্যে চলছে। সেই কারণে অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত সর্বদলীয় সভা করে বার্তা দেওয়া স্বচ্ছ ভোটার লিস্টের। রাজ্যের মানুষের ভোটার তালিকায় নাম থাকা ন্যায্য অধিকার। ইচ্ছেমতো কারো নাম বাদ দেওয়া যেমন যায়না ভোটার তালিকা থেকে, তেমন শাসকদলের ইচ্ছেমতো নাম ভোটার তালিকায় সংযোজন করাও বেআইনি বলে মনে করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.