ETV Bharat / state

অনলাইনে ফ্লাইটের টাকা ফেরত নিতে গিয়ে প্রতারিত হরিদেবপুরের তরুণী

author img

By

Published : Jun 4, 2021, 8:23 PM IST

টাকা ফেরত নিতে গো এয়ারের সঙ্গে কথা বলেন অনিন্দিতা ৷ গো এয়ারের পক্ষ থেকে তাঁকে 'এনি ডেস্ক' নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয় ৷

অনলাইনে প্রতারণার শিকার হরিদেবপুরের তরুণী
অনলাইনে প্রতারণার শিকার হরিদেবপুরের তরুণী

কলকাতা, 4 জুন : অনলাইন ফ্লাইটের টাকা ফেরত নিতে গিয়ে প্রতারণার শিকার হলেন হরিদেবপুরের এক তরুণী ৷ তরুণীর নাম অনিন্দিতা বিষ্ণু ৷ কর্মসূত্রে তিনি থাকেন দিল্লিতে ৷

জানা গিয়েছে, গত 31 তারিখ গো এয়ার বিমান সংস্থার বিমানে দিল্লি যাওয়ার ফ্লাইট বুক করেছিলেন অনিন্দিতা ৷ 2 তারিখ তাঁর ফ্লাইট ছিল ৷ কিন্তু দু‘ তারিখে এয়ারপোর্ট থেকে ফোন করে তাঁকে জানানো হয় যে তাঁর ফ্লাইট ক্যানসেল হয়ে গিয়েছে । এরপর অনিন্দিতা টিকিটের টাকা ফেরত চাইলে তাঁকে গো এয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ৷ টাকা ফেরত নিতে গো এয়ারের সঙ্গে কথা বলেন অনিন্দিতা ৷ গো এয়ারের পক্ষ থেকে তাঁকে 'এনি ডেস্ক' নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয় ৷

এখান থেকেই শুরু হয় প্রতারণার খেলা ৷ অনিন্দিতা তাঁর ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার একঘণ্টার মধ্যেই তাংর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 66 হাজার 180 টাকা ডেবিট হয়ে যায় ৷ এরপর আবার অনিন্দিতাকেদেবীকে তাঁর ডেবিট কার্ডের ছবি তুলে পাঠাতে বলা হলে তিনি বুঝতে পারেন তাঁকে প্রতারণা কারার চেষ্টা করা হচ্ছে ৷ অনিন্দিতা তৎক্ষণাৎ ফোন এনি ডেস্ক অ্যাপটি আন-ইনস্টল করে দেন ৷

অনিন্দিতা টিকিটের টাকা ফেরত চাইলে তাঁকে গো এয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়

আরও পড়ুন : করোনার ইঞ্জেকশন চুরির তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ জানিয়েছেন অনিন্দিতা ৷ তিনি যে ব্যাঙ্কের গ্রাহক সেই ব্যাঙ্কেও গোটা বিষয়টি জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে একটি অভিযোগ জানিয়েছেন । এই অবস্থায় আতঙ্কে ভুগছে পরিবার ৷ অনিন্দিতার বক্তব্য কোনও ওটিপি, কোনও ডেবিট কার্ড নাম্বার তিনি শেয়ার করেননি তা সত্ত্বেও তিনি প্রতারিত হলেন ৷ তিনি তাঁর টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন ব্যাঙ্ক এবং পুলিশের কাছে ।

কলকাতা, 4 জুন : অনলাইন ফ্লাইটের টাকা ফেরত নিতে গিয়ে প্রতারণার শিকার হলেন হরিদেবপুরের এক তরুণী ৷ তরুণীর নাম অনিন্দিতা বিষ্ণু ৷ কর্মসূত্রে তিনি থাকেন দিল্লিতে ৷

জানা গিয়েছে, গত 31 তারিখ গো এয়ার বিমান সংস্থার বিমানে দিল্লি যাওয়ার ফ্লাইট বুক করেছিলেন অনিন্দিতা ৷ 2 তারিখ তাঁর ফ্লাইট ছিল ৷ কিন্তু দু‘ তারিখে এয়ারপোর্ট থেকে ফোন করে তাঁকে জানানো হয় যে তাঁর ফ্লাইট ক্যানসেল হয়ে গিয়েছে । এরপর অনিন্দিতা টিকিটের টাকা ফেরত চাইলে তাঁকে গো এয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ৷ টাকা ফেরত নিতে গো এয়ারের সঙ্গে কথা বলেন অনিন্দিতা ৷ গো এয়ারের পক্ষ থেকে তাঁকে 'এনি ডেস্ক' নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয় ৷

এখান থেকেই শুরু হয় প্রতারণার খেলা ৷ অনিন্দিতা তাঁর ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার একঘণ্টার মধ্যেই তাংর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 66 হাজার 180 টাকা ডেবিট হয়ে যায় ৷ এরপর আবার অনিন্দিতাকেদেবীকে তাঁর ডেবিট কার্ডের ছবি তুলে পাঠাতে বলা হলে তিনি বুঝতে পারেন তাঁকে প্রতারণা কারার চেষ্টা করা হচ্ছে ৷ অনিন্দিতা তৎক্ষণাৎ ফোন এনি ডেস্ক অ্যাপটি আন-ইনস্টল করে দেন ৷

অনিন্দিতা টিকিটের টাকা ফেরত চাইলে তাঁকে গো এয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়

আরও পড়ুন : করোনার ইঞ্জেকশন চুরির তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ জানিয়েছেন অনিন্দিতা ৷ তিনি যে ব্যাঙ্কের গ্রাহক সেই ব্যাঙ্কেও গোটা বিষয়টি জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে একটি অভিযোগ জানিয়েছেন । এই অবস্থায় আতঙ্কে ভুগছে পরিবার ৷ অনিন্দিতার বক্তব্য কোনও ওটিপি, কোনও ডেবিট কার্ড নাম্বার তিনি শেয়ার করেননি তা সত্ত্বেও তিনি প্রতারিত হলেন ৷ তিনি তাঁর টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন ব্যাঙ্ক এবং পুলিশের কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.