কলকাতা, 28 মে : স্কুল জীবনের শেষ পরীক্ষায় উত্তীর্ণ তারা। এরপর প্রত্যেকেই নিজের পছন্দ বা আগ্রহ অনুযায়ী উচ্চশিক্ষার শাখা বেছে নেবে। কিন্তু, বর্তমান সময়ে বহু অপশন স্কুলের গণ্ডি পেরোনো এই পড়ুয়াদের কাছে। ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং? কমার্স না আর্টস? নাকি প্রথাগত শিক্ষা ছেড়ে ফ্যাশন ডিজ়াইনিং? অনেকের কাছে আবার এই অপশনগুলো স্পষ্ট নয় । তারা জানেই না উচ্চশিক্ষায় কোন কোন বিষয় বা ক্যারিয়ার অরিয়েন্টেড কোর্স নিয়ে পড়াশোনা করতে পারে তারা। তাই এবার তাদের ক্যারিয়ারের পথ দেখাতে নতুন ওয়েবপেজ চালু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গতকাল উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের সাংবাদিক বৈঠকে এ কথা জানান সভাপতি মহুয়া দাস।
তিনি বলেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারের পথ দেখাতে একটি নতুন ওয়েবপেজ চালু করা হয়েছে । ওয়েবপেজটির নাম ক্যারিয়ার অ্যাভিনিউস আফটার HS । ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকের পর কোন বিষয়ে পড়াশোনা করতে পারে বা কী ধরনের কোর্স করতে পারে তার স্ট্রাকচার এই ওয়েবপেজে রয়েছে । এই ওয়েবপেজে যাবতীয় বিষয়ের উচ্চশিক্ষা ও এন্ট্রান্স পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য ও বিবরণ দেওয়া হয়েছে । যা রাজ্যের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে । অর্থাৎ, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আর্টস, ITI, পলিটেকনিক, ভোকেশনাল, ইনটেরিওর ডেকোরেশন, হেলথ কেয়ার সববিষয়ে যাবতীয় তথ্য রয়েছে ।"
প্রাথমিকভাবে এই ওয়েবপেজে ছয়টি ভাগ করা হয়েছে । সেগুলি হল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ডিগ্রি, NDA, শিক্ষকতা ও অন্যান্য । এরপর প্রতিটি ভাগে পড়ুয়ারা কী কী বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে তা দেওয়া হয়েছে । যেমন, ডিগ্রির ক্ষেত্রে B.A, B.Sc, B.Com, LLB-র মতো কোর্সের কথা বলা হয়েছে । শুধু উচ্চমাধ্যমিক নয় । স্নাতকের পরেও উচ্চশিক্ষার একাধিক অপশনের কথা রয়েছে এই ওয়েবপেজে । পাশাপাশি, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে ।