ETV Bharat / state

Kolkata Medical College: অসুস্থ হয়ে পড়লেন মেডিক্যালের আরও এক অনশনরত পড়ুয়া

রীতম মুখোপাধ্যায়ের পর ফের অসুস্থ হয়ে পড়লেন কৌশিক বড়ুয়া নামে এক অনশনকারী ছাত্র। দীর্ঘ ন'দিন ধরে নির্বাচনের দাবিতে অনশন করছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Kolkata Medical College) ৷ তাঁরা গত বৃহস্পতিবার থেকে অনশন আন্দোলেনে (Hunger Strike) সামিল হয়েছেন ৷

Kolkata Medical College
অসুস্থ হয়ে পড়লেন মেডিক্যাল কলেজে অনশনকারী পড়ুয়া
author img

By

Published : Dec 16, 2022, 6:31 PM IST

Updated : Dec 16, 2022, 8:25 PM IST

কলকাতা, 16 অক্টোবর: শুক্রবার অসুস্থ হয়ে পড়লেন মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) এক অনশনরত পড়ুয়া ৷ ওই পড়ুয়ার নাম কৌশিক বড়ুয়া ৷ এদিন হঠাৎই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইমারর্জেন্সি বিভাগে। জানা গিয়েছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গিয়েছে তাঁর ৷ অসুস্থ কৌশিকের রক্তে গ্লুকোজের মাত্রা বর্তমানে 45 ৷ ইসিজি করা হয়েছে, হয়েছে ট্রপ টি টেস্টও ৷

গত বৃহস্পতিবার থেকে অনশন আন্দোলেনে সামিল হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ ওইদিন থেকে আন্দোলনে ছিলেন পাঁচ পড়ুয়া। তাঁদের মধ্যে রীতম মুখোপাধ্যায়ের অসুস্থ হয়ে পড়েন ৷ ছিলেন চারজন ৷ এরপর আরও দু'জন যোগ দিয়েছিলেন অনশন আন্দোলনে ৷ 6 জন মিলেই তাঁরা আন্দোলন চালাচ্ছিলেন ৷ এদেরই একজন কৌশিক বড়ুয়া নামে আন্দোলনকারী (A student who joined hunger strike falls sick at Kolkata Medical College) । পড়ুয়াদের তরফ থেকে জানা গিয়েছে, অনশনরত অবস্থায় এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন কৌশিক বড়ুয়া ।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকেও মিলল না সমাধান, মেডিক্যালে আন্দোলন অব্যাহত

আপাতত সিসিইউতে ভরতি করা হয়েছে কৌশিককে ৷ যদিও বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে বলেই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল এই অনশনরত পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়েছিলেন তাঁদের অভিভাবকরাও (Parents of Medical Students)। ওইদিনই ছিল স্বাস্থ্যভবনে একটি জরুরি বৈঠক ৷ বৈঠক শেষে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছিলেন, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্বাচনের যে দাবি ছাত্ররা জানিয়েছেন, সে বিষয়ে আলোচনা চলছে। নির্বাচন হবে না, এমনটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়নি। তাই এখনও কোনওপ্রকার সূত্র না-মেলায় পড়ুয়ারা অনশন আন্দোলনেই রয়েছেন।

কলকাতা, 16 অক্টোবর: শুক্রবার অসুস্থ হয়ে পড়লেন মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) এক অনশনরত পড়ুয়া ৷ ওই পড়ুয়ার নাম কৌশিক বড়ুয়া ৷ এদিন হঠাৎই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইমারর্জেন্সি বিভাগে। জানা গিয়েছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গিয়েছে তাঁর ৷ অসুস্থ কৌশিকের রক্তে গ্লুকোজের মাত্রা বর্তমানে 45 ৷ ইসিজি করা হয়েছে, হয়েছে ট্রপ টি টেস্টও ৷

গত বৃহস্পতিবার থেকে অনশন আন্দোলেনে সামিল হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ ওইদিন থেকে আন্দোলনে ছিলেন পাঁচ পড়ুয়া। তাঁদের মধ্যে রীতম মুখোপাধ্যায়ের অসুস্থ হয়ে পড়েন ৷ ছিলেন চারজন ৷ এরপর আরও দু'জন যোগ দিয়েছিলেন অনশন আন্দোলনে ৷ 6 জন মিলেই তাঁরা আন্দোলন চালাচ্ছিলেন ৷ এদেরই একজন কৌশিক বড়ুয়া নামে আন্দোলনকারী (A student who joined hunger strike falls sick at Kolkata Medical College) । পড়ুয়াদের তরফ থেকে জানা গিয়েছে, অনশনরত অবস্থায় এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন কৌশিক বড়ুয়া ।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকেও মিলল না সমাধান, মেডিক্যালে আন্দোলন অব্যাহত

আপাতত সিসিইউতে ভরতি করা হয়েছে কৌশিককে ৷ যদিও বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে বলেই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল এই অনশনরত পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়েছিলেন তাঁদের অভিভাবকরাও (Parents of Medical Students)। ওইদিনই ছিল স্বাস্থ্যভবনে একটি জরুরি বৈঠক ৷ বৈঠক শেষে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছিলেন, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্বাচনের যে দাবি ছাত্ররা জানিয়েছেন, সে বিষয়ে আলোচনা চলছে। নির্বাচন হবে না, এমনটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়নি। তাই এখনও কোনওপ্রকার সূত্র না-মেলায় পড়ুয়ারা অনশন আন্দোলনেই রয়েছেন।

Last Updated : Dec 16, 2022, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.