ETV Bharat / state

এক ফোনে ব্যাঙ্ক হাজির হবে গ্রাহকের ঘরে ! - কলকাতার খবর

অনলাইনের মাধ্যমে করা যেত সীমিত ব্যাঙ্কের কাজ । এবার ঘরে বসে ব্যাঙ্ক কর্মচারীর হাতে সংশ্লিষ্ট ব্যাংকের চেক দিলে মুহূর্তে মিলবে নগদ টাকা । আয়করের টাকা জমা দিতে দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহককে ।

kolkata news
kolkata news
author img

By

Published : Sep 13, 2020, 9:08 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এবার ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করছে 12 টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক । গ্রাহককে শুধু একটি ফোন করতে হবে । ব্যাঙ্ক কর্মচারীরা গ্রাহকের বাড়িতে এসে যাবতীয় সাহায্য করবেন । আর্থিক লেনদেন, আয়করের টাকা জমা নেওয়া সহ ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় পরিষেবা ঘরে বসেই করতে পারবেন গ্রাহক ।

এই পরিষেবা আগেও ছিল । তবে তা ছিল সীমিত । অনলাইনের মাধ্যমে করা যেত সেসব । এবার ঘরে বসে ব্যাঙ্ক কর্মচারীর হাতে সংশ্লিষ্ট ব্যাংকের চেক দিলে মুহূর্তে মিলবে নগদ টাকা । আয়করের টাকা জমা দিতে দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহককে ।

দেশের সব মানুষের জন্য ব্যাঙ্ক পরিষেবাকে উন্মুক্ত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত । জানালেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস । আগামী দিনে দেশবাসীকে আরও উন্নত ব্যাঙ্ক পরিষেবা দেওয়া হবে বলে জানান তিনি ।

কলকাতা, 13 সেপ্টেম্বর : গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এবার ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করছে 12 টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক । গ্রাহককে শুধু একটি ফোন করতে হবে । ব্যাঙ্ক কর্মচারীরা গ্রাহকের বাড়িতে এসে যাবতীয় সাহায্য করবেন । আর্থিক লেনদেন, আয়করের টাকা জমা নেওয়া সহ ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় পরিষেবা ঘরে বসেই করতে পারবেন গ্রাহক ।

এই পরিষেবা আগেও ছিল । তবে তা ছিল সীমিত । অনলাইনের মাধ্যমে করা যেত সেসব । এবার ঘরে বসে ব্যাঙ্ক কর্মচারীর হাতে সংশ্লিষ্ট ব্যাংকের চেক দিলে মুহূর্তে মিলবে নগদ টাকা । আয়করের টাকা জমা দিতে দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহককে ।

দেশের সব মানুষের জন্য ব্যাঙ্ক পরিষেবাকে উন্মুক্ত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত । জানালেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস । আগামী দিনে দেশবাসীকে আরও উন্নত ব্যাঙ্ক পরিষেবা দেওয়া হবে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.