ETV Bharat / state

RG কর হাসপাতাল থেকে উধাও রোগী - R. G. Kar Medical College and Hospital

শিলিগুড়ির বাসিন্দা বিমল দত্ত মাথায় আঘাত নিয়ে R G কর হাসপাতালে ভরতি হন ৷ এরপরই শনিবার ভোর রাত থেকে তাঁকে খুঁঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের কর্মীরা ৷

নিঁখোজ রোগী
author img

By

Published : Jul 22, 2019, 7:37 PM IST

Updated : Jul 22, 2019, 7:53 PM IST

লকাতা, 22 জুলাই : হাসপাতালের ওয়ার্ড থেকে উধাও রোগী ৷ 24 ঘণ্টা পরেও মেলেনি রোগীর খোঁজ ৷ R G কর হাসপাতালের রোগী উধাওয়ের ঘটনার তদন্তে নেমেছে টালা থানার পুলিশ ৷

হাসপাতাল সূত্রে খবর, রোগীর নাম বিমল দত্ত (68) ৷ তাঁর বাড়ি শিলিগুড়ি ৷ গত শনিবার ভোর রাত 3টে থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ বিষয়টি নজরে আসার পরই হাসপাতাল কর্মীরা তাঁকে খুঁজতে শুরু করেন ৷ খুঁজে না পেয়ে হাসপাতালের পক্ষ্য থেকে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ৷ পরে বিমলবাবুর পরিবারের সদস্যরা টালা থানায় নিখোঁজ ডায়েরি করেন ৷ শৌচাগারে পড়ে মাথায় আঘাত নিয়ে 10 জুলাই R G কর হাসপাতালে ভরতি হন বিমলবাবু ৷

আরও পড়ুন : SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ

চিকিৎসকরা জানান, ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন বিমলবাবু । তবে তাঁর চিকিৎসার প্রয়োজন ছিল । পুলিশের তরফ থেকে CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ, বিক্ষোভ কাঁথি হাসপাতালে

প্রসঙ্গত, একইভাবে বাঙুর হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন হরিহর নস্কর নামে এক রোগী । পরে তাঁর খোঁজ পাওয়া যায় SSKM হাসপাতালে ।

লকাতা, 22 জুলাই : হাসপাতালের ওয়ার্ড থেকে উধাও রোগী ৷ 24 ঘণ্টা পরেও মেলেনি রোগীর খোঁজ ৷ R G কর হাসপাতালের রোগী উধাওয়ের ঘটনার তদন্তে নেমেছে টালা থানার পুলিশ ৷

হাসপাতাল সূত্রে খবর, রোগীর নাম বিমল দত্ত (68) ৷ তাঁর বাড়ি শিলিগুড়ি ৷ গত শনিবার ভোর রাত 3টে থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ বিষয়টি নজরে আসার পরই হাসপাতাল কর্মীরা তাঁকে খুঁজতে শুরু করেন ৷ খুঁজে না পেয়ে হাসপাতালের পক্ষ্য থেকে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ৷ পরে বিমলবাবুর পরিবারের সদস্যরা টালা থানায় নিখোঁজ ডায়েরি করেন ৷ শৌচাগারে পড়ে মাথায় আঘাত নিয়ে 10 জুলাই R G কর হাসপাতালে ভরতি হন বিমলবাবু ৷

আরও পড়ুন : SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ

চিকিৎসকরা জানান, ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন বিমলবাবু । তবে তাঁর চিকিৎসার প্রয়োজন ছিল । পুলিশের তরফ থেকে CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন : অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ, বিক্ষোভ কাঁথি হাসপাতালে

প্রসঙ্গত, একইভাবে বাঙুর হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন হরিহর নস্কর নামে এক রোগী । পরে তাঁর খোঁজ পাওয়া যায় SSKM হাসপাতালে ।

Intro:কলকাতা, ২২ জুলাই: দক্ষিণের বাঙুর হাসপাতালের পর এবার উত্তরের আরজি কর হাসপাতাল। ফের হাসপাতালের ওয়ার্ড থেকে উধাও রোগী। ঘটনার ২৪ ঘন্টা পরেও তার খোঁজ মেলেনি। তদন্ত শুরু করেছে টালা থানা। চলছে নিখোঁজ রোগীর খোঁজ।Body:হাসপাতাল সূত্রে খবর, ১০ জুলাই মাথায় আঘাত নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হন বিমল দত্ত। বয়স ৬৮। বাড়ি শিলিগুড়ি। শৌচালয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন তিনি। সেই সূত্রে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। গত শনিবার ভোর রাতে হঠাৎ উধাও হয়ে যান তিনি। বিষয়টি টের পাওয়ার পর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। বিমল বাবুর পরিবারের সদস্যের টালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
Conclusion:প্রসঙ্গত একই ভাবে বাঙুর হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিলেন হরিহর নস্কর নামে এক ব্যক্তি। পরে রহস্যজনকভাবে তার খোঁজ পাওয়া যায় এসএসকেএম হাসপাতালে। কিন্তু এক্ষেত্রে বিমল বাবু গেলেন কোথায়? চিকিৎসকরা জানাচ্ছেন, তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। তবে তার চিকিৎসা প্রয়োজন ছিল। পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


Last Updated : Jul 22, 2019, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.