ETV Bharat / state

মেডিকেলের সদ্যোজাত কোরোনামুক্ত, বাড়ি ফিরবে হাসপাতাল থেকে

কলকাতা মেডিকেলে সন্তান প্রসবের পর এক যুবতির শরীরে কোরোনার খোঁজ পাওয়া গেছিল । এরপরই তাঁর সন্তানেরও নমুনা পরীক্ষা করা হয় । তবে সেই রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে সদ্য়জাতকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 18, 2020, 8:47 AM IST

কলকাতা, 18 এপ্রিল : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্তান প্রসবের পরে এক যুবতির শরীরে COVID-19-এর খোঁজ মিলেছিল । তবে, তাঁর সন্তানের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ পাওয়া গেছে । তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নারকেলডাঙা এলাকার বাসিন্দা বছর 22-এর এক যুবতিকে 7 এপ্রিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি করা হয়েছিল । তাঁর অন্য কোনও রোগ তখনও ধরা পড়েনি । পরের দিন জরুরি ভিত্তিতে এই প্রসূতির সিজারিয়ান সেকশন করানো হয় । একটি সন্তানের জন্ম দেন তিনি । প্রসূতির কিছু উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়েছিল । তিনি COVID-19-এ আক্রান্ত কি না, তা নির্ণয় করার জন্য তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । 12 এপ্রিল রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । রিপোর্টে জানা যায়, ওই প্রসূতি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । তাঁকে M R বাঙুর হাসপাতালে পাঠানো হয় । সেখানে তাঁর চিকিৎসা চলছে ।


এদিকে তাঁর সন্তানকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের SNCU-তে আইসোলেশনে রাখা হয়েছে । এই সদ্যোজাত COVID-19-এ আক্রান্ত হয়েছে কি না, তা নির্ণয়ের জন্য তার সোয়াব নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সদ্যোজাতর নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই শিশুকে SNCU-তেই রাখা হয়েছে । তবে, সদ্যোজাতকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিজনরা তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবেন বলে জানা গেছে । এই প্রসূতির সংস্পর্শে এখানকার প্রসূতি বিভাগের অন্য যে 4-5 জন ছিলেন, তাঁদের সকলের নমুনা পরীক্ষার রিপোর্টেও COVID-19 নেগেটিভ এসেছে বলে জানা গেছে । এই প্রসূতির চিকিৎসার সঙ্গে এই হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে 30 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত এর কোনও রিপোর্ট আসেনি।

কলকাতা, 18 এপ্রিল : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্তান প্রসবের পরে এক যুবতির শরীরে COVID-19-এর খোঁজ মিলেছিল । তবে, তাঁর সন্তানের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ পাওয়া গেছে । তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নারকেলডাঙা এলাকার বাসিন্দা বছর 22-এর এক যুবতিকে 7 এপ্রিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি করা হয়েছিল । তাঁর অন্য কোনও রোগ তখনও ধরা পড়েনি । পরের দিন জরুরি ভিত্তিতে এই প্রসূতির সিজারিয়ান সেকশন করানো হয় । একটি সন্তানের জন্ম দেন তিনি । প্রসূতির কিছু উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়েছিল । তিনি COVID-19-এ আক্রান্ত কি না, তা নির্ণয় করার জন্য তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । 12 এপ্রিল রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । রিপোর্টে জানা যায়, ওই প্রসূতি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । তাঁকে M R বাঙুর হাসপাতালে পাঠানো হয় । সেখানে তাঁর চিকিৎসা চলছে ।


এদিকে তাঁর সন্তানকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের SNCU-তে আইসোলেশনে রাখা হয়েছে । এই সদ্যোজাত COVID-19-এ আক্রান্ত হয়েছে কি না, তা নির্ণয়ের জন্য তার সোয়াব নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সদ্যোজাতর নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই শিশুকে SNCU-তেই রাখা হয়েছে । তবে, সদ্যোজাতকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিজনরা তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবেন বলে জানা গেছে । এই প্রসূতির সংস্পর্শে এখানকার প্রসূতি বিভাগের অন্য যে 4-5 জন ছিলেন, তাঁদের সকলের নমুনা পরীক্ষার রিপোর্টেও COVID-19 নেগেটিভ এসেছে বলে জানা গেছে । এই প্রসূতির চিকিৎসার সঙ্গে এই হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে 30 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত এর কোনও রিপোর্ট আসেনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.