ETV Bharat / state

অযোধ্যা রায়ের আগে ভারত-বাংলাদেশ বৈঠক নিউটাউনে - in the run up to Ayodhya verdict

ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে । সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন । উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয় । এদিনের বৈঠক তেমনই একটি রুটিন বৈঠক । সেখানে সীমান্ত সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

photo
author img

By

Published : Nov 7, 2019, 10:10 PM IST

নিউটাউন, 7 নভেম্বর : আগামী 16 বা 17 নভেম্বর অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হতে পারে । সেই রায়ের প্রভাব পড়তে পারে ভারতের প্রতিবেশী দেশগুলিতেও । তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিউটাউনে বাংলাদেশের তিন জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে গোপন বৈঠক হল । বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী । তবে বৈঠকের বিষয়বস্তু তিনি খোলসা করেননি ।

NRC নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় উত্তেজনা রয়েছে । এরই মধ্যে আগামী 16 বা 17 নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণার সম্ভাবনা । আদালতের রায় যে পক্ষেই যাক, তার প্রভাব পড়তে পারে পড়শি দেশেও । অতীতে অযোধ্যা ইশুতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছিল । তাই এবার বিশেষ সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । পড়শি বাংলাদেশকে সঙ্গে নিয়েই অযোধ্যা রায়ের পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চায় দিল্লি । তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বৃহস্পতিবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক হয়ে গেল । ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা ও BSF-র পদস্থ আধিকারিকরা । ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ ও বসিরহাটের মহকুমাশাসক-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা ।


উত্তর ২৪ পরগনার সীমানা লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও ঝিনইদহ--র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন । উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, 'ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে । সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন ।' যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে চাননি । উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয় । এদিনের বৈঠক তেমনই একটি রুটিন বৈঠক । সেখানে সীমান্ত সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিউটাউন, 7 নভেম্বর : আগামী 16 বা 17 নভেম্বর অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হতে পারে । সেই রায়ের প্রভাব পড়তে পারে ভারতের প্রতিবেশী দেশগুলিতেও । তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিউটাউনে বাংলাদেশের তিন জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে গোপন বৈঠক হল । বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী । তবে বৈঠকের বিষয়বস্তু তিনি খোলসা করেননি ।

NRC নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় উত্তেজনা রয়েছে । এরই মধ্যে আগামী 16 বা 17 নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণার সম্ভাবনা । আদালতের রায় যে পক্ষেই যাক, তার প্রভাব পড়তে পারে পড়শি দেশেও । অতীতে অযোধ্যা ইশুতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছিল । তাই এবার বিশেষ সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । পড়শি বাংলাদেশকে সঙ্গে নিয়েই অযোধ্যা রায়ের পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চায় দিল্লি । তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বৃহস্পতিবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক হয়ে গেল । ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা ও BSF-র পদস্থ আধিকারিকরা । ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ ও বসিরহাটের মহকুমাশাসক-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা ।


উত্তর ২৪ পরগনার সীমানা লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও ঝিনইদহ--র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন । উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, 'ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে । সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন ।' যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে চাননি । উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয় । এদিনের বৈঠক তেমনই একটি রুটিন বৈঠক । সেখানে সীমান্ত সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Intro:১৬ বা ১৭ নভেম্বর হতে পারে অযোধ্যের রায়, ভারত-বাংলাদেশ গোপন বৈঠক

নিউটাউনঃ আগামী ১৬ বা ১৭ নভেম্বর অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হতে পারে। সেই রায়ের প্রভাব পড়তে পারে দেশের সীমান্তবর্তী আন্তর্জাতিক রাজনীতিতে। তার আগে সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিউটাউনে বাংলাদেশের তিন জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে গোপন বৈঠক হয়ে গেল। বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। তবে বৈঠকের বিষয়বস্তু তিনি খোলসা করেননি।

এনআরসি নিয়ে দেশের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় গুমোট পরিবেশ তৈরি হয়েছে। যে কোনও মুহূর্তে আইন-শৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে আগামী ১৬ বা ১৭ নভেম্বর অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদের রায় ঘোষণার সম্ভাবনা। বাবরি মসজিদ বা রামমন্দির-আদালতের রায় যে পক্ষেই যাক, তার জেরে আলোড়ন পড়তে পারে পড়শি দেশেও। অতীতে বাবরি মসজিদ বা রামমন্দির ঘিরে বাংলাদেশেও অস্থিরতা তৈরি হয়েছিল। তাই আগাম সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পড়শি বাংলাদেশকে সঙ্গে নিয়েই অযোধ্যা রায় উত্তর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সেরে নিতে চায় দিল্লি। তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বৃহস্পতিবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে গোপন বৈঠক হয়ে গেল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা ও বিএসএফের পদস্থ আধিকারিকরা। ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ ও বসিরহাটের মহকুমাশাসক-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার সীমানা লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও ঝিনইদহ--এই তিল জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, 'ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন।' যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে চাননি। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয়। এদিনের বৈঠক তেমনই একটি বৈঠক। সেখানে বর্ডার সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।Body:১৬ বা ১৭ নভেম্বর হতে পারে অযোধ্যের রায়, ভারত-বাংলাদেশ গোপন বৈঠক

নিউটাউনঃ আগামী ১৬ বা ১৭ নভেম্বর অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হতে পারে। সেই রায়ের প্রভাব পড়তে পারে দেশের সীমান্তবর্তী আন্তর্জাতিক রাজনীতিতে। তার আগে সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিউটাউনে বাংলাদেশের তিন জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে গোপন বৈঠক হয়ে গেল। বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। তবে বৈঠকের বিষয়বস্তু তিনি খোলসা করেননি।

এনআরসি নিয়ে দেশের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় গুমোট পরিবেশ তৈরি হয়েছে। যে কোনও মুহূর্তে আইন-শৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে আগামী ১৬ বা ১৭ নভেম্বর অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদের রায় ঘোষণার সম্ভাবনা। বাবরি মসজিদ বা রামমন্দির-আদালতের রায় যে পক্ষেই যাক, তার জেরে আলোড়ন পড়তে পারে পড়শি দেশেও। অতীতে বাবরি মসজিদ বা রামমন্দির ঘিরে বাংলাদেশেও অস্থিরতা তৈরি হয়েছিল। তাই আগাম সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পড়শি বাংলাদেশকে সঙ্গে নিয়েই অযোধ্যা রায় উত্তর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সেরে নিতে চায় দিল্লি। তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বৃহস্পতিবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে গোপন বৈঠক হয়ে গেল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা ও বিএসএফের পদস্থ আধিকারিকরা। ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ ও বসিরহাটের মহকুমাশাসক-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার সীমানা লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও ঝিনইদহ--এই তিল জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, 'ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন।' যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে চাননি। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয়। এদিনের বৈঠক তেমনই একটি বৈঠক। সেখানে বর্ডার সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।Conclusion:১৬ বা ১৭ নভেম্বর হতে পারে অযোধ্যের রায়, ভারত-বাংলাদেশ গোপন বৈঠক

নিউটাউনঃ আগামী ১৬ বা ১৭ নভেম্বর অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হতে পারে। সেই রায়ের প্রভাব পড়তে পারে দেশের সীমান্তবর্তী আন্তর্জাতিক রাজনীতিতে। তার আগে সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে নিউটাউনে বাংলাদেশের তিন জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে গোপন বৈঠক হয়ে গেল। বাংলাদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। তবে বৈঠকের বিষয়বস্তু তিনি খোলসা করেননি।

এনআরসি নিয়ে দেশের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় গুমোট পরিবেশ তৈরি হয়েছে। যে কোনও মুহূর্তে আইন-শৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে আগামী ১৬ বা ১৭ নভেম্বর অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদের রায় ঘোষণার সম্ভাবনা। বাবরি মসজিদ বা রামমন্দির-আদালতের রায় যে পক্ষেই যাক, তার জেরে আলোড়ন পড়তে পারে পড়শি দেশেও। অতীতে বাবরি মসজিদ বা রামমন্দির ঘিরে বাংলাদেশেও অস্থিরতা তৈরি হয়েছিল। তাই আগাম সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পড়শি বাংলাদেশকে সঙ্গে নিয়েই অযোধ্যা রায় উত্তর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সেরে নিতে চায় দিল্লি। তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বৃহস্পতিবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে গোপন বৈঠক হয়ে গেল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা ও বিএসএফের পদস্থ আধিকারিকরা। ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ ও বসিরহাটের মহকুমাশাসক-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার সীমানা লাগোয়া বাংলাদেশের যশোর, খুলনা ও ঝিনইদহ--এই তিল জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, 'ভারত-বাংলাদেশ-দু'দেশের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে নিউটাউনে একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ছিলেন।' যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে চাননি। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যাখ্যা, প্রতিবছর বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রশাসনিক বৈঠক হয়। এদিনের বৈঠক তেমনই একটি বৈঠক। সেখানে বর্ডার সমস্যা, বন্দি প্রত্যর্পণ, নদীর জলবণ্টন, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.