কলকাতা, 27 ডিসেম্বর : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে বলে মনে করছেন বুদ্ধিজীবীরা । এই অপমানের প্রতিবাদে পথে নামছেন তাঁরা । আজ দুপুরে বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করবেন তাঁরা । প্রতিবাদে শামিল হবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, যোগেন চৌধুরি, জয় গোস্বামী-সহ অন্য তৃণমূল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা ।
অমর্ত্য সেনের পৈত্রিক বাড়ি প্রতীচীর একাংশ জমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করা হয়েছে । এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । শুক্রবার এই বিষয়টি নিয়ে সরাসরি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী । অমর্ত্য সেনকে চিঠি লিখে তাঁর পাশে থাকার বার্তা দেন তিনি । নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি নিয়ে অভিযোগ তোলা একপ্রকার অপমান বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন : বাড়ি বিতর্কে অমর্ত্য সেনের পাশে মমতা
এই "অপমান"-এর প্রতিবাদে আজ পথে নামছেন তৃণমূল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। গোটা প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে থাকছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু । প্রসঙ্গত, সিঙ্গুর, নন্দীগ্রাম-সহ রাজ্যের বিভিন্ন গণ আন্দোলনে শামিল হয়েছিলেন তৃণমূল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা ।