কলকাতা, 16 মার্চ: গরু পাচার মামলায় সিবিআইয়ের পাঠানো সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন অনুব্রত মণ্ডল । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল । সিঙ্গল বেঞ্চ সিবিআই-এর পাঠানো সমনে হস্তক্ষেপ করবে না বলে গত সপ্তাহে নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata's Cattle Smuggling Case) ।
অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী বিবেক তঙখা বলেন, "একটা নোটিশ পাঠানোর দশ মাস পরে আবার একটি নোটিশ পাঠানো হচ্ছে । সিঙ্গল বেঞ্চ আগেই অন্য একটি মামলায় সুরক্ষা দিয়েছিল সেইসঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল । অনুব্রত মণ্ডল এই মামলায় দোষী নয় । তাকে একজন সাক্ষী হিসাবে নোটিশ পাঠানো হয়েছে । তিনি সহযোগিতা করবেন না একথা তো বলেননি । তদন্তের নামে আমার মক্কেলকে রীতিমতো থ্রেট করা হচ্ছে একের পর এক নোটিশ পাঠিয়ে। আদালত কিছু সুরক্ষা প্রদান করুক (Chief Justice Adjourned The Verdict) ।"
আরও পড়ুন: Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী
এই প্রসঙ্গেই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাজু বলেন, "160 তে নোটিশ দেওয়া তদন্তের একটা অংশ । তাতে কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয় । তিনি অসুস্থ বলে দেখা করতে পারছেন না । এদিকে আমাদের কাছে ছবি আছে তিনি বিরাট বিরাট জনসভা করছেন । কোনও মাস্ক পরার বালাই নেই বলেলই চলে । তারপর হাজিরা এড়ানোর জন্য তিনি কলকাতায় আসেন ডাক্তার দেখাতে ।" ওয়াই যে দস্তুর বলেন, "160 তে নোটিশ দেওয়া মানে কাছের পুলিশ স্টেশনে দেখা করার কথা । সেদিক দিয়ে কলকাতাই কাছে ।" আদালত দুই পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে (Kolkata High Court)।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে সমন পাঠিয়েছিল সিবিআই । তার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা । গত শুক্রবার বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন সিঙ্গল বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করবেন না, তারপরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত ৷