কলকাতা, 31 অগস্ট: সাধারণ মানুষের পাশে থাকতে একটি সর্বক্ষণের ফোন নম্বর চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । 7887778877 এই নম্বরটিকে সাধারণ মানুষকে সাহায্যের জন্য দেওয়া হয়েছিল । রাজ্যের যে কোনও প্রান্তে যে কোনও অসুবিধায় সাহায্যের জন্য ফোন করা যায় এই নম্বরে । শাসকদলের তরফ থেকে এই নম্বরে ফোন করলে দেওয়া হয় সহায়তা । এবার এই নম্বরে ফোন করে বিনামূল্যে চিকিৎসা পেয়ে জীবন বাঁচলো একরত্তির ।
খেলতে খেলতে লকেট গিলে ফেলেছিল উলুবেড়িয়ার কালীনগর এলাকার এক শিশু । উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিশুটির অবস্থা দেখে তাকে পিজিতে রেফার করা হয় । সেখান থেকে এক যুবনেতার সঙ্গে যোগাযোগ করে 'এক ডাকে অভিষেকে ফোন' করে সাহায্য চায় ওই শিশুটির পরিবার । এরপর থেকে ওই শিশুটির যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই ।
-
Yet again, National GS Shri @abhishekaitc extends a helping hand like a true leader!
— Ek Daake Abhishek (@EkDaakeAbhishek) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
From surgery to an ICU bed, her daughter was provided with proper treatment and medical assistance when she raised her concern 👇 pic.twitter.com/qmxSL1NqJi
">Yet again, National GS Shri @abhishekaitc extends a helping hand like a true leader!
— Ek Daake Abhishek (@EkDaakeAbhishek) August 31, 2023
From surgery to an ICU bed, her daughter was provided with proper treatment and medical assistance when she raised her concern 👇 pic.twitter.com/qmxSL1NqJiYet again, National GS Shri @abhishekaitc extends a helping hand like a true leader!
— Ek Daake Abhishek (@EkDaakeAbhishek) August 31, 2023
From surgery to an ICU bed, her daughter was provided with proper treatment and medical assistance when she raised her concern 👇 pic.twitter.com/qmxSL1NqJi
প্রথমেই শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউ বেডের ব্যবস্থা করা হয় । তারপর শুরু হয় অপারেশন ৷ শিশুটিকে সুস্থ করা পর্যন্ত চিকিৎসার সমস্ত খরচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ৷ সুস্থ হওয়ার পর শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় ।
এই ঘটনার পর শিশুটির মা এক ফোনে অভিষেক টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন । তিনি জানিয়েছেন, এক ফোনে অভিষেকের এই ব্যবস্থার জন্যই সঠিক সময়ে তার কোলের শিশুর চিকিৎসা করা সম্ভব হয়েছে ।
2022 সালের জুন মাসে পৈলানের এক সভা থেকে এক ফোনে অভিষেক এই কর্মসূচি ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভের কথা শুনতে তিনি একটি হেল্পলাইন নম্বর চালু করেছিলেন । প্রথম দিকে এই নম্বর শুধু তার লোকসভা কেন্দ্রের জন্য চালু হলেও পরবর্তীতে গোটা রাজ্যেই তৃণমূল কর্মী-সমর্থকদের কাছে এই হেল্পলাইন নম্বর পৌঁছে দেওয়া হয় । এবার এই নম্বরে ফোন করে জীবন বাঁচলো উলুবেরিয়ার এই শিশুটির ।
আরও পড়ুন : বিদ্যুৎ সংযোগ নেই, উত্তরবঙ্গ থেকে মাঝরাতে 'এক ডাকে অভিষেকে' ফোন