কলকাতা, 13 সেপ্টেম্বর : খাস কলকাতায় রাতের অন্ধকারে চলল গুলি ৷ রবিবার রাতে শেক্সপিয়ার সরণি থানা এলাকার মিন্টো পার্কের কাছে গোর্কি সদনের সামনে হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । ওই ব্যক্তি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ব্যবসায়িক শত্রুতার জন্যই এই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
রাত তখন 1টা ৷ কোনও এক বন্ধুর বাড়িতেই গিয়েছিলেন পঙ্কজ ৷ সেখান থেকেই রাতের দিকে বাড়ি ফিরছিলেন ৷ গোর্কি সদনের সামনে এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে গাড়িটি সিগন্যালে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ ৷ সেইসময় হঠাৎ সিনেমার কায়দায় চার-পাঁচটা বাইক গাড়িটিকে ঘিরে ফেলে ৷ পঙ্কজবাবু গাড়ি থেকে নেমে আসতেই শুরু হয় বচসা ৷ পরে হাতাহাতি, মারধর ৷ এরই মধ্যে সুযোগ বুঝে পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রত্যেকটা বাইকে তিনজন করে ছিল ৷ বর্তমানে ওই ব্যক্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন, Bansdroni Firing: বাঁশদ্রোণীতে প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ওই ঘটনাস্থল ভাল করে পরিদর্শন করে পুলিশ ৷ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন ৷ 38 বছরের পঙ্কজ সিং হাওড়ার একজন বড় ব্যবসায়ী বলে জানতে পেরেছে পুলিশ । সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা ৷
অন্যদিকে, আজ সকালে ওই ব্যবসায়ীর পরিবারকে খবর দেওয়া হয় ৷ তাঁর মা জানিয়েছেন, আজ সকালে ছেলের গুলিবিদ্ধ হওয়ার সংবাদ তাঁরা পান । তখন তিনি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন । খবর শোনা মাত্রই পরিবারের সদস্যরা হাসপাতালে উদ্দেশে রওনা দেন । ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ।