ETV Bharat / state

কলকাতায় মাদকচক্র, টার্গেট পড়ুয়ারা ; গ্রেপ্তার 8 - arrest

স্কুল কলেজ চত্বর ছিল ব্যবসার জায়গা । সেখান থেকেই গ্রেপ্তার করা হয় 8জনকে ।

হেরোইন
author img

By

Published : Jun 7, 2019, 5:45 PM IST

Updated : Jun 7, 2019, 10:04 PM IST

কলকাতা, 7 জুন : মাদক পাচার চক্রের হদিশ কলকাতায় । গ্রেপ্তার করা হল আটজনকে । আজ তাদের নগর দায়রা আদালতে তোলা হয় ।

মূলত কলেজ পড়ুয়ারাই ছিল টার্গেট । স্কুল ও কলেজ চত্বর ছিল ব্যবসার জায়গা । সেই খবর ছিল কলকাতা পুলিশের নারকোটিক কন্ট্রোল বিওরোর কাছে । আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল আমন গুপ্তা (23), অসীম হাইত (24) এবং প্রীতম পাত্র (24) নামে তিন যুবক হেরোইন বিক্রেতা ।

গতরাত 11টা নাগাদ আশুতোষ কলেজের সামনে তিনজন যুবককে ঘোরাফেরা করতে দেখেন পুলিশ অফিসাররা । তাদের উপর দীর্ঘক্ষণ নজরদারি চালাতে থাকে পুলিশ । রাত আড়াইটে নাগাদ ওই তিনজন যুবকের থেকে হেরোইন নিতে আসে আরও পাঁচজন । আশুতোষ কলেজের সামনে থেকে হাতে নাতে আটজনকে আটক করে পুলিশ । ওই পাঁচজন কলেজ পড়ুয়া । তাদের কাছ থেকে 40 গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । অন্যদিকে বিক্রেতা তিনজনের কাছ থেকে সাড়ে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয় ।

1
ধৃত

অভিজাত পরিবারের 5 ছাত্রের নাম যথাক্রমে রৌনক জৈন (23), রৌনক সিং (29), এল আগরওয়াল (24), সায়ন ব্যানার্জি (25) এবং অর্ঘ্যকমল বন্দ্যোপাধ্যায় (25)। এই পাঁচ ছাত্র দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । গতকাল গ্রেপ্তারের সময় তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল ।

1
ধৃত

পুলিশ সূত্রে খবর, তিন মাস ধরে হেরোইনের ব্যবসা করত আমন, অসীম ও প্রীতম । মূলত স্কুল ও কলেজ চত্বর ছিল তাদের ব্যবসার জায়গা । কলেজ পড়ুয়ারা ছিল তাদের কাস্টমার । আজ তাদের আদালতে তোলা হয় ।

1
ধৃত

কলকাতা, 7 জুন : মাদক পাচার চক্রের হদিশ কলকাতায় । গ্রেপ্তার করা হল আটজনকে । আজ তাদের নগর দায়রা আদালতে তোলা হয় ।

মূলত কলেজ পড়ুয়ারাই ছিল টার্গেট । স্কুল ও কলেজ চত্বর ছিল ব্যবসার জায়গা । সেই খবর ছিল কলকাতা পুলিশের নারকোটিক কন্ট্রোল বিওরোর কাছে । আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল আমন গুপ্তা (23), অসীম হাইত (24) এবং প্রীতম পাত্র (24) নামে তিন যুবক হেরোইন বিক্রেতা ।

গতরাত 11টা নাগাদ আশুতোষ কলেজের সামনে তিনজন যুবককে ঘোরাফেরা করতে দেখেন পুলিশ অফিসাররা । তাদের উপর দীর্ঘক্ষণ নজরদারি চালাতে থাকে পুলিশ । রাত আড়াইটে নাগাদ ওই তিনজন যুবকের থেকে হেরোইন নিতে আসে আরও পাঁচজন । আশুতোষ কলেজের সামনে থেকে হাতে নাতে আটজনকে আটক করে পুলিশ । ওই পাঁচজন কলেজ পড়ুয়া । তাদের কাছ থেকে 40 গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । অন্যদিকে বিক্রেতা তিনজনের কাছ থেকে সাড়ে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয় ।

1
ধৃত

অভিজাত পরিবারের 5 ছাত্রের নাম যথাক্রমে রৌনক জৈন (23), রৌনক সিং (29), এল আগরওয়াল (24), সায়ন ব্যানার্জি (25) এবং অর্ঘ্যকমল বন্দ্যোপাধ্যায় (25)। এই পাঁচ ছাত্র দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । গতকাল গ্রেপ্তারের সময় তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল ।

1
ধৃত

পুলিশ সূত্রে খবর, তিন মাস ধরে হেরোইনের ব্যবসা করত আমন, অসীম ও প্রীতম । মূলত স্কুল ও কলেজ চত্বর ছিল তাদের ব্যবসার জায়গা । কলেজ পড়ুয়ারা ছিল তাদের কাস্টমার । আজ তাদের আদালতে তোলা হয় ।

1
ধৃত
sample description
Last Updated : Jun 7, 2019, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.