ETV Bharat / state

ক্যানসারে আক্রান্ত স্ত্রী, বেহালার সুরে স্বপ্ন বোনেন স্বপন

author img

By

Published : Apr 13, 2021, 5:05 PM IST

Updated : Apr 13, 2021, 7:17 PM IST

কলকাতার গিরিশ পার্কের বাসিন্দা বেহালাবাদক স্বপন শেঠ ৷ স্ত্রীর ক্যানসারের চিকিৎসার খরচ জোগাতে 75 বছর বয়সেও দেশের বিভিন্ন প্রান্তে বেহালা বাজিয়ে উপার্জন করেছেন ৷ এত বয়সেও তিনি থেমে যাননি ৷

স্বপন শেঠ
স্বপন শেঠ

কলকাতা, 13 এপ্রিল : হাতের উপর হাত রাখা খুব সহজ নয়/সারা জীবন বইতে পাড়া সহজ নয় । লাইন দুটি বিখ্যাত কবি শঙ্খ ঘোষের সঙ্গিনী কবিতার ৷ বাস্তবে ভাবতে গেলে মনে হবে সত্যিই তো হাতের উপর হাত রাখা কি এতই সোজা ? বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিংয়ের যুগে এখন বেশিরভাগটাই ভার্চুয়াল ৷ প্রেমে ভাঙন কিংবা বিবাহ বিচ্ছেদ তো এখন আকছার হচ্ছে ৷ তবে এখনও অনেক মানুষ আছেন, যাঁরা ভালোবাসতে জানেন ৷ হাতে হাত রেখে সারাজীবন পাশে থাকার কথা রাখতে পারেন ৷ তার আদর্শ উদাহরণ হল বেহালাবাদক স্বপন শেঠ ৷

স্বপন শেঠ ৷ সুদর্শন, সুঠাম চেহারা ৷ বয়স 75 বা তার কিছুটা বেশি ৷ কিন্তু, ইচ্ছাশক্তি যেন পঁচিশের ৷ বর্তমানে তাঁকে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন শপিং মল কিংবা ক্যাফেতে বেহালা বাজাতে দেখা যায় ৷ তার বেহালার সুরে আচ্ছন্ন হননি এমন কলকাতাবাসী খুব কম । শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান ৷ সকলকে মুগ্ধ করেন বেহালার সুরে ৷ শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 40-50 বছর আগে ৷ আজ এত বছর বয়সেও তাঁর কোনও ক্লান্তি নেই ৷ সংসার বলতে শুধুমাত্র স্ত্রী পূর্ণিমাদেবী ৷ তিনি ক্যানসারে আক্রান্ত ৷ চিকিৎসার খরচও অনেক ৷ কিন্তু, হেরে যাননি ৷ মূলত, চিকিৎসার খরচ জোগাতেই বেহালা বাজিয়ে উপার্জন করছেন তিনি ৷ মেয়ে বিদেশে থাকে ৷ কিন্তু, মেয়ের থেকে সাহায্য নিতে নারাজ ৷ নিজের উপার্জনেই স্ত্রীকে সুস্থ করে তোলার পণ তাঁর ৷ তিনি যে হাতে হাত রেখে সারাজীবন পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন ৷ তাই স্ত্রীর পাশে থাকতে এই বয়সে হাতে তুলে নিয়েছেন বেহালা ৷ সোশাল মিডিয়ার দৌলতে মানুষের কাছে স্বপন শেঠ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন ।

কলকাতার একটি ক্যাফেতে বেহালা সুরে মুগ্ধ শহরবাসী
কলকাতার একটি ক্যাফেতে স্বপনবাবুর বেহালার সুরে মুগ্ধ শহরবাসী

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : দিলীপ

তাঁর পরিচয় শুধু বেহালাবাদক নয় ৷ তিনি একজন ভাস্কর্য শিল্পীও । তাঁর স্বপ্ন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের স্বপ্ন দেখানো ৷ অর্থই তাঁর কাছে সব নয় ৷ মানুষের জন্য, সমাজের জন্য কিছু কাজ করে যেতে চান তিনি ৷ বয়সটা তাঁর কাছে কোনও ব্যাপার নয় ৷ ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বেড়ে উঠেছেন ৷ কিন্তু তাতেও থেমে থাকেননি ৷ তাঁর ছাত্রছাত্রীদের ভালোবাসায় আজ তিনি এখনও এভাবে কাজ করে যেতে পারছেন ৷ নতুন প্রজন্মের কাছে তিনি যেমন অনুপ্রেরণা ৷ তেমনি নতুন প্রজন্মও তাঁর অনুপ্রেরণা বলে জানাচ্ছেন তিনি ৷ বিদেশ থেকে ডাক পেলেও দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছে তাঁর নেই ৷

বেহালার সুরে স্বপ্ন বোনেন গিরিশ পার্কের স্বপন শেঠ

সম্প্রতি, কলকাতার ক্যাফেতে টানা 2 ঘণ্টা বেহালা বাজালেন তিনি ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বহু চেনা মুখ ৷ ছিলেন সাহেব চট্টোপাধ্যায় ৷ সদ্য বিবাহিত গৌরব- দেবলীনা । স্বপনবাবুর বেহালায় রবীন্দ্রসঙ্গীতের মূর্চ্ছনায় সকলেই মুগ্ধ । স্বপনবাবুর মতো মানুষরা এখন আছেন বলে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে পারেন ৷ ভালোবাসতে শেখাতে পারেন ৷

কলকাতা, 13 এপ্রিল : হাতের উপর হাত রাখা খুব সহজ নয়/সারা জীবন বইতে পাড়া সহজ নয় । লাইন দুটি বিখ্যাত কবি শঙ্খ ঘোষের সঙ্গিনী কবিতার ৷ বাস্তবে ভাবতে গেলে মনে হবে সত্যিই তো হাতের উপর হাত রাখা কি এতই সোজা ? বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিংয়ের যুগে এখন বেশিরভাগটাই ভার্চুয়াল ৷ প্রেমে ভাঙন কিংবা বিবাহ বিচ্ছেদ তো এখন আকছার হচ্ছে ৷ তবে এখনও অনেক মানুষ আছেন, যাঁরা ভালোবাসতে জানেন ৷ হাতে হাত রেখে সারাজীবন পাশে থাকার কথা রাখতে পারেন ৷ তার আদর্শ উদাহরণ হল বেহালাবাদক স্বপন শেঠ ৷

স্বপন শেঠ ৷ সুদর্শন, সুঠাম চেহারা ৷ বয়স 75 বা তার কিছুটা বেশি ৷ কিন্তু, ইচ্ছাশক্তি যেন পঁচিশের ৷ বর্তমানে তাঁকে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন শপিং মল কিংবা ক্যাফেতে বেহালা বাজাতে দেখা যায় ৷ তার বেহালার সুরে আচ্ছন্ন হননি এমন কলকাতাবাসী খুব কম । শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান ৷ সকলকে মুগ্ধ করেন বেহালার সুরে ৷ শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 40-50 বছর আগে ৷ আজ এত বছর বয়সেও তাঁর কোনও ক্লান্তি নেই ৷ সংসার বলতে শুধুমাত্র স্ত্রী পূর্ণিমাদেবী ৷ তিনি ক্যানসারে আক্রান্ত ৷ চিকিৎসার খরচও অনেক ৷ কিন্তু, হেরে যাননি ৷ মূলত, চিকিৎসার খরচ জোগাতেই বেহালা বাজিয়ে উপার্জন করছেন তিনি ৷ মেয়ে বিদেশে থাকে ৷ কিন্তু, মেয়ের থেকে সাহায্য নিতে নারাজ ৷ নিজের উপার্জনেই স্ত্রীকে সুস্থ করে তোলার পণ তাঁর ৷ তিনি যে হাতে হাত রেখে সারাজীবন পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন ৷ তাই স্ত্রীর পাশে থাকতে এই বয়সে হাতে তুলে নিয়েছেন বেহালা ৷ সোশাল মিডিয়ার দৌলতে মানুষের কাছে স্বপন শেঠ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন ।

কলকাতার একটি ক্যাফেতে বেহালা সুরে মুগ্ধ শহরবাসী
কলকাতার একটি ক্যাফেতে স্বপনবাবুর বেহালার সুরে মুগ্ধ শহরবাসী

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : দিলীপ

তাঁর পরিচয় শুধু বেহালাবাদক নয় ৷ তিনি একজন ভাস্কর্য শিল্পীও । তাঁর স্বপ্ন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের স্বপ্ন দেখানো ৷ অর্থই তাঁর কাছে সব নয় ৷ মানুষের জন্য, সমাজের জন্য কিছু কাজ করে যেতে চান তিনি ৷ বয়সটা তাঁর কাছে কোনও ব্যাপার নয় ৷ ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বেড়ে উঠেছেন ৷ কিন্তু তাতেও থেমে থাকেননি ৷ তাঁর ছাত্রছাত্রীদের ভালোবাসায় আজ তিনি এখনও এভাবে কাজ করে যেতে পারছেন ৷ নতুন প্রজন্মের কাছে তিনি যেমন অনুপ্রেরণা ৷ তেমনি নতুন প্রজন্মও তাঁর অনুপ্রেরণা বলে জানাচ্ছেন তিনি ৷ বিদেশ থেকে ডাক পেলেও দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছে তাঁর নেই ৷

বেহালার সুরে স্বপ্ন বোনেন গিরিশ পার্কের স্বপন শেঠ

সম্প্রতি, কলকাতার ক্যাফেতে টানা 2 ঘণ্টা বেহালা বাজালেন তিনি ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বহু চেনা মুখ ৷ ছিলেন সাহেব চট্টোপাধ্যায় ৷ সদ্য বিবাহিত গৌরব- দেবলীনা । স্বপনবাবুর বেহালায় রবীন্দ্রসঙ্গীতের মূর্চ্ছনায় সকলেই মুগ্ধ । স্বপনবাবুর মতো মানুষরা এখন আছেন বলে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে পারেন ৷ ভালোবাসতে শেখাতে পারেন ৷

Last Updated : Apr 13, 2021, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.