ETV Bharat / state

ঝাড়গ্রামে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী - tamluk

কড়া নিরাপত্তায় ভোট হবে ৮ কেন্দ্রে। ষষ্ঠ দফা নির্বাচনে মোট ৭৪৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফাইল ফোটো
author img

By

Published : May 11, 2019, 10:20 PM IST

Updated : May 11, 2019, 10:57 PM IST

কলকাতা, 11 মে : রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার ভোট । কড়া নিরাপত্তায় ভোট হবে ৮ কেন্দ্রে। ষষ্ঠ দফা নির্বাচনে মোট ৭৪৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। অতীত বলছে, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো কিছু জায়গায় নির্বাচনের সময় নাশকতা চালিয়েছে তারা। তাই এবার এই রাজ্যের জঙ্গলমহলে বাড়তি সতর্কতা। কমিশন সূত্রে খবর, অন্য সাতটি কেন্দ্রে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও, ঝাড়গ্রামে সব বুথেই বাহিনী থাকবে ।

বিশেষ সূত্রে খবর, শুধু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে 114 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতীতে বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় একসময় মাওবাদীরা যথেষ্ট সক্রিয় ছিল। ঝাড়গ্রাম এখনও মাওবাদীদের রেড করিডর। সেই সূত্রেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা। মাওবাদী অধ্যুষিত কেন্দ্রে প্রতি বুথে ৮ জন অর্থাৎ এক সেকশন করে জওয়ান থাকবে।

ভিডিয়োয় শুনুন সঞ্জয় বসুর বক্তব্য

সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালভার্ট এবং যেসব জায়গায় IED প্ল্যান্ট করা যেতে পারে, সেই সব জায়গায় ভালো করে তল্লাশি চালানোর পর সেই পথে এগোবে। নির্বাচনের ডিউটি করার সময় অবশ্যই বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরতে হবে। সঙ্গে যে কোনও গেরিলা আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। অতীতে দেখা গেছে, ভোটকর্মীরা বুথে যাওয়ার সময় কিংবা ভোট শেষে ফেরার সময় আক্রমণের শিকার হয়েছেন। এই সময়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। যে কোনও ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হলে তা দ্রুত রিটার্নিং অফিসার, কন্ট্রোল রুম এবং সিনিয়র পুলিশ অফিসারদের জানাতে হবে। কোনও অভিযোগ উঠলে কুইক রেসপন্স টিম এবং কুইক অ্যাকশন টিমের সদস্যদের দ্রুত ঘটনাস্থানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাহিনী বিন্যাস -

  • বাঁকুড়া ১৪৫ কম্পানি
  • ঝাড়গ্রাম ১১৪ কম্পানি
  • পশ্চিম মেদিনীপুর ১৭৪ কম্পানি
  • পূর্ব বর্ধমান ১১ কম্পানি
  • পূর্ব মেদিনীপুর ১৯০ কম্পানি
  • পুরুলিয়া ১০৯ কম্পানি

ষষ্ঠ দফা নির্বাচনে নন CAPF ব্যবস্থা থাকবে ।

তমলুক

  • মাইক্রো অবজ়ারভার 560
  • ভিডিয়ো ক্যামেরা 175
  • CCTV 35
  • ওয়েব কাস্টিং 300
  • মোট 1070

কাঁথি

  • মাইক্রো অবজা়রভার ৫৬০
  • ভিডিয়ো ক্যামেরা ১৭৫
  • CCTV ৩৫
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১০৭০

ঘাটাল

  • মাইক্রো অবজ়ারভার ৭২২
  • ভিডিয়ো ক্যামেরা ২৫
  • CCTV ৭১২
  • ওয়েব কাস্টিং ২৯৯
  • মোট ১৭৫৮

ঝাড়গ্রাম

  • মাইক্রো অবজ়ারভার ৪৬০
  • ভিডিয়ো ক্যামেরা ৫৭
  • CCTV ২৫৮
  • ওয়েব কাস্টিং ২৬৯
  • মোট ১০৪৪

মেদিনীপুর

  • মাইক্রো অবজ়ারভার ৬৪৭
  • ভিডিয়ো ক্যামেরা ২৫
  • CCTV ৪৭২
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১৪৪৪

পুরুলিয়া

  • মাইক্রো অবজ়ারভার ৩৮০
  • ভিডিয়ো ক্যামেরা ১০৩
  • CCTV ৬৬
  • ওয়েব কাস্টিং ২৮০
  • মোট ৮২৯

বাঁকুড়া

  • মাইক্রো অবজ়ারভার ৪০০
  • ভিডিয়ো ক্যামেরা ২১০
  • CCTV ১০৫
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১০১৫

বিষ্ণুপুর

  • মাইক্রো অবজ়ারভার ৪১৭
  • ভিডিয়ো ক্যামেরা ২৪৬
  • CCTV ১৩৮
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১১০১

মোট মাইক্রো অবজ়ারভার ৩৬৮৬ । মোট ভিডিয়ো ক্যামেরা ৯৫৯ । মোট CCTV ১৫৬৩ । মোট ওয়েব কাস্টিং ২০৭৯ । মোট ৮২৮৭।

কলকাতা, 11 মে : রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার ভোট । কড়া নিরাপত্তায় ভোট হবে ৮ কেন্দ্রে। ষষ্ঠ দফা নির্বাচনে মোট ৭৪৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। অতীত বলছে, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো কিছু জায়গায় নির্বাচনের সময় নাশকতা চালিয়েছে তারা। তাই এবার এই রাজ্যের জঙ্গলমহলে বাড়তি সতর্কতা। কমিশন সূত্রে খবর, অন্য সাতটি কেন্দ্রে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও, ঝাড়গ্রামে সব বুথেই বাহিনী থাকবে ।

বিশেষ সূত্রে খবর, শুধু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে 114 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতীতে বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় একসময় মাওবাদীরা যথেষ্ট সক্রিয় ছিল। ঝাড়গ্রাম এখনও মাওবাদীদের রেড করিডর। সেই সূত্রেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা। মাওবাদী অধ্যুষিত কেন্দ্রে প্রতি বুথে ৮ জন অর্থাৎ এক সেকশন করে জওয়ান থাকবে।

ভিডিয়োয় শুনুন সঞ্জয় বসুর বক্তব্য

সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালভার্ট এবং যেসব জায়গায় IED প্ল্যান্ট করা যেতে পারে, সেই সব জায়গায় ভালো করে তল্লাশি চালানোর পর সেই পথে এগোবে। নির্বাচনের ডিউটি করার সময় অবশ্যই বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরতে হবে। সঙ্গে যে কোনও গেরিলা আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। অতীতে দেখা গেছে, ভোটকর্মীরা বুথে যাওয়ার সময় কিংবা ভোট শেষে ফেরার সময় আক্রমণের শিকার হয়েছেন। এই সময়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। যে কোনও ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হলে তা দ্রুত রিটার্নিং অফিসার, কন্ট্রোল রুম এবং সিনিয়র পুলিশ অফিসারদের জানাতে হবে। কোনও অভিযোগ উঠলে কুইক রেসপন্স টিম এবং কুইক অ্যাকশন টিমের সদস্যদের দ্রুত ঘটনাস্থানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাহিনী বিন্যাস -

  • বাঁকুড়া ১৪৫ কম্পানি
  • ঝাড়গ্রাম ১১৪ কম্পানি
  • পশ্চিম মেদিনীপুর ১৭৪ কম্পানি
  • পূর্ব বর্ধমান ১১ কম্পানি
  • পূর্ব মেদিনীপুর ১৯০ কম্পানি
  • পুরুলিয়া ১০৯ কম্পানি

ষষ্ঠ দফা নির্বাচনে নন CAPF ব্যবস্থা থাকবে ।

তমলুক

  • মাইক্রো অবজ়ারভার 560
  • ভিডিয়ো ক্যামেরা 175
  • CCTV 35
  • ওয়েব কাস্টিং 300
  • মোট 1070

কাঁথি

  • মাইক্রো অবজা়রভার ৫৬০
  • ভিডিয়ো ক্যামেরা ১৭৫
  • CCTV ৩৫
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১০৭০

ঘাটাল

  • মাইক্রো অবজ়ারভার ৭২২
  • ভিডিয়ো ক্যামেরা ২৫
  • CCTV ৭১২
  • ওয়েব কাস্টিং ২৯৯
  • মোট ১৭৫৮

ঝাড়গ্রাম

  • মাইক্রো অবজ়ারভার ৪৬০
  • ভিডিয়ো ক্যামেরা ৫৭
  • CCTV ২৫৮
  • ওয়েব কাস্টিং ২৬৯
  • মোট ১০৪৪

মেদিনীপুর

  • মাইক্রো অবজ়ারভার ৬৪৭
  • ভিডিয়ো ক্যামেরা ২৫
  • CCTV ৪৭২
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১৪৪৪

পুরুলিয়া

  • মাইক্রো অবজ়ারভার ৩৮০
  • ভিডিয়ো ক্যামেরা ১০৩
  • CCTV ৬৬
  • ওয়েব কাস্টিং ২৮০
  • মোট ৮২৯

বাঁকুড়া

  • মাইক্রো অবজ়ারভার ৪০০
  • ভিডিয়ো ক্যামেরা ২১০
  • CCTV ১০৫
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১০১৫

বিষ্ণুপুর

  • মাইক্রো অবজ়ারভার ৪১৭
  • ভিডিয়ো ক্যামেরা ২৪৬
  • CCTV ১৩৮
  • ওয়েব কাস্টিং ৩০০
  • মোট ১১০১

মোট মাইক্রো অবজ়ারভার ৩৬৮৬ । মোট ভিডিয়ো ক্যামেরা ৯৫৯ । মোট CCTV ১৫৬৩ । মোট ওয়েব কাস্টিং ২০৭৯ । মোট ৮২৮৭।

Intro:কলকাতা, ১১ মে: দাবি ছিল বিরোধী দলগুলির। সক্রিয় হয়েছিলেন বিবেক দুবে। তাঁর জেরে রেকর্ড ৭৭০ কম্পানি বাহিনী পাওয়া গেছে ষষ্ঠ দফার জন্য। তবে ১০০ শতাংশ বুথেই বাহিনী মোতায়েন হবে কি না তা নিয়ে সংশয় ছিল। সরকারি ভাবে কমিশনের তরফে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি। কিন্তু গতকাল অজয় নায়েক জানিয়ে দেন, পাওয়া গেছে পর্যাপ্ত ফোর্স। ১০০ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বিশেষ সূত্রে( আরিজ আফতাব, নাম লেখা যাবে না) খবর, সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। ৯৪ শতাংশ বুথে মোতায়েন হচ্ছে বাহিনী। বাকি বুথে রাজ্যের সশস্ত্র বাহিনী রেখে হবে ভোট।
Body:প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, বাঁকুড়া জেলায় ১৩১ কম্পানি, ঝাড়গ্রামে ১১৪ কম্পানি, পশ্চিম মেদিনীপুরে ১৫৮ কম্পানি, পূর্ব বর্ধমান (পার্ট) ৯ কম্পানি, পূর্ব মেদিনীপুরের ১৭২ কম্পানি, পুরুলিয়ায় ৯৯ কম্পানি রেখে হবে ভোট। তার সঙ্গে ১৫, ০৬৩ রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। পুরো বিষয়টি দেখভাল করবেন ৪১৭ জন ইন্সপেক্টর। কিন্তু পরে সেই প্ল্যান বদলে যায়। জানা গেছে, বাঁকুড়া ১৪৫ কোম্পানি,ঝাড়গ্রাম ১১৪ কোম্পানি,
পশ্চিম মেদিনীপুর ১৭৪ কোম্পানি,
পূর্ব বর্ধমান ১১ কোম্পানি, পূর্ব মেদিনীপুর ১৯০ কোম্পানি, পুরুলিয়ায় ১০৯ কোম্পানি বাহিনী রেখে হবে ভোট।Conclusion:100% বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মঙ্গলবার রাত থেকে মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরের সামনে ধরণায় বসে একটি বিজেপির প্রতিনিধি দল। ধরণায় রয়েছেন বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পান্ডা সহ আরো কয়েকজন। গতকাল দুপুরে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন তারা। দাবি জানান, বিষ্ণুপুর সহ সব কটি লোকসভা কেন্দ্রে 100% কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের। একই সঙ্গে শঙ্কুদেব পান্ডার দাবি, বলা হচ্ছে 100% বুথে থাকবে বাহিনী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 60-65 শতাংশে গিয়ে ঠেকছে। বলেন, “ আমরা 100% বুথে এফেক্টিভ কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি।"

আজ অজয় নায়েক বলেন, “ পর্যাপ্ত বাহিনী পাওয়া গেছে। ১০০ শতাংশ বুথেই থাকবে বাহিনী।" কিন্তু বিশেষ সূত্র জানাচ্ছে, তা করা যায়নি। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান(পার্ট) এ স্পর্শকাতর ছাড়া মাল্টিপল বুথ প্রেমিসেসে থাকবে রাজ্যের সশস্ত্রবাহিনী।
Last Updated : May 11, 2019, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.