কলকাতা, 11 মে : রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার ভোট । কড়া নিরাপত্তায় ভোট হবে ৮ কেন্দ্রে। ষষ্ঠ দফা নির্বাচনে মোট ৭৪৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। অতীত বলছে, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো কিছু জায়গায় নির্বাচনের সময় নাশকতা চালিয়েছে তারা। তাই এবার এই রাজ্যের জঙ্গলমহলে বাড়তি সতর্কতা। কমিশন সূত্রে খবর, অন্য সাতটি কেন্দ্রে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও, ঝাড়গ্রামে সব বুথেই বাহিনী থাকবে ।
বিশেষ সূত্রে খবর, শুধু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে 114 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতীতে বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় একসময় মাওবাদীরা যথেষ্ট সক্রিয় ছিল। ঝাড়গ্রাম এখনও মাওবাদীদের রেড করিডর। সেই সূত্রেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা। মাওবাদী অধ্যুষিত কেন্দ্রে প্রতি বুথে ৮ জন অর্থাৎ এক সেকশন করে জওয়ান থাকবে।
সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালভার্ট এবং যেসব জায়গায় IED প্ল্যান্ট করা যেতে পারে, সেই সব জায়গায় ভালো করে তল্লাশি চালানোর পর সেই পথে এগোবে। নির্বাচনের ডিউটি করার সময় অবশ্যই বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরতে হবে। সঙ্গে যে কোনও গেরিলা আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। অতীতে দেখা গেছে, ভোটকর্মীরা বুথে যাওয়ার সময় কিংবা ভোট শেষে ফেরার সময় আক্রমণের শিকার হয়েছেন। এই সময়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। যে কোনও ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হলে তা দ্রুত রিটার্নিং অফিসার, কন্ট্রোল রুম এবং সিনিয়র পুলিশ অফিসারদের জানাতে হবে। কোনও অভিযোগ উঠলে কুইক রেসপন্স টিম এবং কুইক অ্যাকশন টিমের সদস্যদের দ্রুত ঘটনাস্থানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাহিনী বিন্যাস -
- বাঁকুড়া ১৪৫ কম্পানি
- ঝাড়গ্রাম ১১৪ কম্পানি
- পশ্চিম মেদিনীপুর ১৭৪ কম্পানি
- পূর্ব বর্ধমান ১১ কম্পানি
- পূর্ব মেদিনীপুর ১৯০ কম্পানি
- পুরুলিয়া ১০৯ কম্পানি
ষষ্ঠ দফা নির্বাচনে নন CAPF ব্যবস্থা থাকবে ।
তমলুক
- মাইক্রো অবজ়ারভার 560
- ভিডিয়ো ক্যামেরা 175
- CCTV 35
- ওয়েব কাস্টিং 300
- মোট 1070
কাঁথি
- মাইক্রো অবজা়রভার ৫৬০
- ভিডিয়ো ক্যামেরা ১৭৫
- CCTV ৩৫
- ওয়েব কাস্টিং ৩০০
- মোট ১০৭০
ঘাটাল
- মাইক্রো অবজ়ারভার ৭২২
- ভিডিয়ো ক্যামেরা ২৫
- CCTV ৭১২
- ওয়েব কাস্টিং ২৯৯
- মোট ১৭৫৮
ঝাড়গ্রাম
- মাইক্রো অবজ়ারভার ৪৬০
- ভিডিয়ো ক্যামেরা ৫৭
- CCTV ২৫৮
- ওয়েব কাস্টিং ২৬৯
- মোট ১০৪৪
মেদিনীপুর
- মাইক্রো অবজ়ারভার ৬৪৭
- ভিডিয়ো ক্যামেরা ২৫
- CCTV ৪৭২
- ওয়েব কাস্টিং ৩০০
- মোট ১৪৪৪
পুরুলিয়া
- মাইক্রো অবজ়ারভার ৩৮০
- ভিডিয়ো ক্যামেরা ১০৩
- CCTV ৬৬
- ওয়েব কাস্টিং ২৮০
- মোট ৮২৯
বাঁকুড়া
- মাইক্রো অবজ়ারভার ৪০০
- ভিডিয়ো ক্যামেরা ২১০
- CCTV ১০৫
- ওয়েব কাস্টিং ৩০০
- মোট ১০১৫
বিষ্ণুপুর
- মাইক্রো অবজ়ারভার ৪১৭
- ভিডিয়ো ক্যামেরা ২৪৬
- CCTV ১৩৮
- ওয়েব কাস্টিং ৩০০
- মোট ১১০১
মোট মাইক্রো অবজ়ারভার ৩৬৮৬ । মোট ভিডিয়ো ক্যামেরা ৯৫৯ । মোট CCTV ১৫৬৩ । মোট ওয়েব কাস্টিং ২০৭৯ । মোট ৮২৮৭।