ETV Bharat / state

স্বাস্থ্যবিধি অমান্য, কলকাতায় সপ্তমীতে গ্রেপ্তার 699 - দুর্গাপুজো 2020

সপ্তমীতে মাস্ক না পরার জন্য 595 জনকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 72 জনকে । রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 32 জনকে ।

Kolkata
সপ্তমীতে গ্রেপ্তার 699
author img

By

Published : Oct 24, 2020, 6:49 AM IST

কলকাতা , 24 অক্টোবর : কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা 74 হাজার ছাড়িয়েছে । একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে 400-র বেশি । তার পরেও হুঁশ ফেরেনি একশ্রেণির মানুষের । তাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না । মাস্ক না পরেই বেপরোয়াভাবে বেরিয়ে পড়ছেন রাস্তায় । তবে সক্রিয় রয়েছে কলকাতা পুলিশ । সপ্তমীর দিন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাঁরা বেরিয়েছিলেন তাঁদের গ্রেপ্তার করল পুলিশ । এরকম 699 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

পুজোয় কেনাকাটার ভিড় দেখে চিন্তায় পড়েছিলেন চিকিৎসকরা । অক্টোবরের শুরু থেকেই নিউ মার্কেট-এসপ্লানেড চত্বরে ফিরে এসেছে পুরানো দৃশ্য । সেখানে অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি । সেই সূত্র ধরে OC-দের নগরপাল নির্দেশ দিয়েছিলেন , ভিড়ের মাঝে স্বাস্থ্যবিধি যাতে মানা হয় তা দেখতে হবে । প্রয়োজনে মাইকে প্রচার চালাতে হবে । যাতে মানুষজন মাস্ক পরে ঢোকেন সেদিকে নজর রাখতে হবে । এক জায়গায় কোনওভাবেই যাতে অতিরিক্ত ভিড় না জমে যায় তা পুলিশকে দেখতে হবে । সেই নির্দেশিকা বেশ কয়েকদিন আগেই প্রতিটি থানায় চলে গেছে । সেইমতো পদক্ষেপ করছে পুলিশ । বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে প্রচার । চলছে পুলিশের কড়া নজরদারি । কিন্তু তাতেও সচেতন করা যাচ্ছে না মানুষকে ।

এদিকে হাইকোর্টের তরফে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় এবার পুজো মণ্ডপগুলিকে করা হয়েছে নো এন্ট্রি জ়োন । ছোটো মণ্ডপগুলির ক্ষেত্রে 5 মিটার , বড় মণ্ডপগুলির ক্ষেত্রে 10 মিটারের বেশি দূর পর্যন্ত যেতে পারবেন না দর্শনার্থীরা । দর্শনার্থীদের মণ্ডপে ঢোকার প্রবেশাধিকার নেই । কিন্তু তাতে কী ? একশ্রেণির মানুষ পথে নেমে পড়েছেন । তারা স্বাস্থ্যবিধি মানছে না । সপ্তমীতে মাস্ক না পরার জন্য 595 জনকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 72 জনকে । রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 32 জনকে ।

কলকাতা , 24 অক্টোবর : কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা 74 হাজার ছাড়িয়েছে । একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে 400-র বেশি । তার পরেও হুঁশ ফেরেনি একশ্রেণির মানুষের । তাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না । মাস্ক না পরেই বেপরোয়াভাবে বেরিয়ে পড়ছেন রাস্তায় । তবে সক্রিয় রয়েছে কলকাতা পুলিশ । সপ্তমীর দিন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাঁরা বেরিয়েছিলেন তাঁদের গ্রেপ্তার করল পুলিশ । এরকম 699 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

পুজোয় কেনাকাটার ভিড় দেখে চিন্তায় পড়েছিলেন চিকিৎসকরা । অক্টোবরের শুরু থেকেই নিউ মার্কেট-এসপ্লানেড চত্বরে ফিরে এসেছে পুরানো দৃশ্য । সেখানে অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি । সেই সূত্র ধরে OC-দের নগরপাল নির্দেশ দিয়েছিলেন , ভিড়ের মাঝে স্বাস্থ্যবিধি যাতে মানা হয় তা দেখতে হবে । প্রয়োজনে মাইকে প্রচার চালাতে হবে । যাতে মানুষজন মাস্ক পরে ঢোকেন সেদিকে নজর রাখতে হবে । এক জায়গায় কোনওভাবেই যাতে অতিরিক্ত ভিড় না জমে যায় তা পুলিশকে দেখতে হবে । সেই নির্দেশিকা বেশ কয়েকদিন আগেই প্রতিটি থানায় চলে গেছে । সেইমতো পদক্ষেপ করছে পুলিশ । বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে প্রচার । চলছে পুলিশের কড়া নজরদারি । কিন্তু তাতেও সচেতন করা যাচ্ছে না মানুষকে ।

এদিকে হাইকোর্টের তরফে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় এবার পুজো মণ্ডপগুলিকে করা হয়েছে নো এন্ট্রি জ়োন । ছোটো মণ্ডপগুলির ক্ষেত্রে 5 মিটার , বড় মণ্ডপগুলির ক্ষেত্রে 10 মিটারের বেশি দূর পর্যন্ত যেতে পারবেন না দর্শনার্থীরা । দর্শনার্থীদের মণ্ডপে ঢোকার প্রবেশাধিকার নেই । কিন্তু তাতে কী ? একশ্রেণির মানুষ পথে নেমে পড়েছেন । তারা স্বাস্থ্যবিধি মানছে না । সপ্তমীতে মাস্ক না পরার জন্য 595 জনকে গ্রেপ্তার করা হয়েছে । অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 72 জনকে । রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 32 জনকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.