ETV Bharat / state

রাজ্যে কোরোনা আক্রান্ত 659 , মৃত মোট 48

author img

By

Published : May 2, 2020, 10:39 PM IST

Updated : May 2, 2020, 11:48 PM IST

রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । গত 48 ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে 15 জনের ৷ গত 48 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 127 জন । প্রথম 24 ঘণ্টায় 57 জন ও দ্বিতীয় 24 ঘণ্টায় 70 জন সংক্রামিত হয় ৷

659 are infected in kolkata and total 48 people are died by corona virus
রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 659 , মৃত্যু হয়েছে মোট 48

কলকাতা, 2 মে : রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । নতুন করে মৃত্যু হয়েছে 15 জনের ৷ গত 48 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 127 জন । গত 48 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 15 জনের । সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 48 ‌।

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়ল । এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুর সংখ্যাও । রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 48 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 127 জন । প্রথম 24 ঘণ্টায় 57 জন ও দ্বিতীয় 24 ঘণ্টায় 70 জন সংক্রামিত হয় ৷ গত 48 ঘণ্টায় মৃত্যু হয়েছে 15 জনের । অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল 48 । গতকাল কোরোনা নিয়ে কোনও বুলেটিন প্রকাশ করেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর । যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি অভিযোগ করেন, আক্রান্ত ও মৃত্যুর তথ্য গোপন করছে রাজ্য সরকার ৷ সেকারণেই বুলেটিন প্রকাশ করা হয়নি ।

এরপর আজ রাতে একসঙ্গে 48 ঘণ্টার বুলেটিন প্রকাশ করল স্বাস্থ্য দপ্তর । তাতে জানানো হল, গত 48 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 127 জন মানুষ । গত 48 ঘণ্টায় মৃত্যু হয়েছে 15 জনের । সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 48 । দু'দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 45 জন । রাজ্যে মোট 67 টি কোরোনা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে । এমনকী, বেসরকারি হাসপাতালকেও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার । কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর অগ্রণী ভূমিকা নিচ্ছে বলে জানিয়েছে তারা ।

কলকাতা, 2 মে : রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । নতুন করে মৃত্যু হয়েছে 15 জনের ৷ গত 48 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 127 জন । গত 48 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 15 জনের । সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 48 ‌।

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়ল । এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুর সংখ্যাও । রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 48 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 127 জন । প্রথম 24 ঘণ্টায় 57 জন ও দ্বিতীয় 24 ঘণ্টায় 70 জন সংক্রামিত হয় ৷ গত 48 ঘণ্টায় মৃত্যু হয়েছে 15 জনের । অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল 48 । গতকাল কোরোনা নিয়ে কোনও বুলেটিন প্রকাশ করেনি রাজ্য স্বাস্থ্য দপ্তর । যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি অভিযোগ করেন, আক্রান্ত ও মৃত্যুর তথ্য গোপন করছে রাজ্য সরকার ৷ সেকারণেই বুলেটিন প্রকাশ করা হয়নি ।

এরপর আজ রাতে একসঙ্গে 48 ঘণ্টার বুলেটিন প্রকাশ করল স্বাস্থ্য দপ্তর । তাতে জানানো হল, গত 48 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 127 জন মানুষ । গত 48 ঘণ্টায় মৃত্যু হয়েছে 15 জনের । সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 48 । দু'দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 45 জন । রাজ্যে মোট 67 টি কোরোনা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে । এমনকী, বেসরকারি হাসপাতালকেও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার । কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর অগ্রণী ভূমিকা নিচ্ছে বলে জানিয়েছে তারা ।

Last Updated : May 2, 2020, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.