কলকাতা, 5 এপ্রিল: হাসপাতালে কোরোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঘটায় 65 জনকে পাঠানো হলো কোয়ারান্টাইনে । রবিবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 65 জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । তাঁদের সকলের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ।
NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা সংক্রমণ সন্দেহে এক যুবকের চিকিৎসা চলছিল । 34 বছর বয়সি ওই যুবক কলকাতার বাসিন্দা । সূত্রের খবর, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই শনিবার ওই যুবকের মৃত্যু হয় । পরে রিপোর্ট আসায় দেখা যায় ওই যুবক COVID-19-এ আক্রান্ত ছিলেন । এছাড়াও গত 31 মার্চ রাতে NRS-এ কোরোনায় আরও একজনের মৃত্যু হয় । 62 বছর বয়সি সেই রোগীরও মৃত্যুর পরে জানা গিয়েছিল তিনি COVID-19 পজিটিভ । কোরোনায় পরপর দুটো মৃত্যুর পর NRS হাসপাতালের 65 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।
62 বছর বয়সি রোগীর মৃত্যুর পর কাউকে কোয়ারানটাইনে পাঠানো হয়নি । অথচ শনিবার 34 বছরের কোরোনা আক্রান্তের মৃত্যুর পর 65 জনকে সেন্টারে পাঠানো হল্। কিন্তু কেন ? সূত্রের খবর, 62 বছর বয়সি ওই রোগীকে আইসোলেশনে রাখা হয়েছিল । কিন্তু শনিবারের মৃত ওই যুবকের ক্ষেত্রে আগে থেকে কিছু বোঝা যায়নি । তাই তাঁকে জেনারেল ওয়ার্ডেই রাখা হয়েছিল । এমনকী CCU-তেও স্থানান্তর করা হয় । যে কারণে এই রোগীর সংস্পর্শে আসা মানুষের সংখ্যা ছিল বেশি । যার জেরে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে 65 জনকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।
প্রশ্ন হচ্ছে জেনারেল ওয়ার্ডে অন্য রোগীরাও ছিলেন । তাঁদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? সূত্রের খবর, তাঁদের নাম-ঠিকানা সহ যাবতীয় তথ্য ও স্বাস্থ্য দপ্তরে পাঠানো হচ্ছে । স্বাস্থ্য দপ্তর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে ।