ETV Bharat / state

কলকাতায় উদ্ধার 620 কেজি নিষিদ্ধ শব্দবাজি, গ্রেপ্তার 2 - নুঙ্গি এবং চাম্পাহাটি

আজ দক্ষিণ বন্দর থানা এলাকায় শুধু একটি গাড়ি থেকেই উদ্ধার করা হল 620 কেজি নিষিদ্ধ শব্দবাজি । এই ঘটনায় সুজন চক্রবর্তী এবং বাপন সংঙ্খারি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবি
author img

By

Published : Oct 22, 2019, 10:57 PM IST

কলকাতা, 22 অক্টোবর: কড়া হাতে দমন করা হবে শব্দবাজির ব্যবহার । গতকাল কালীপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে এমন বার্তা দিয়েছে কলকাতা পুলিশ । এর আগে শেষ মিটিংয়ে এবিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । আজ দক্ষিণ বন্দর থানা এলাকায় শুধু একটি গাড়ি থেকেই উদ্ধার করা হল 620 কেজি নিষিদ্ধ শব্দবাজি । এই ঘটনায় সুজন চক্রবর্তী এবং বাপন সংঙ্খারি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কলকাতায় যে বাজি ঢোকে তার বেশিরভাগটাই দক্ষিণ 24 পরগনার নুঙ্গি এবং চাম্পাহাটি থেকে । হুগলির বেগমপুর উত্তর 24 পরগনা নারায়ণপুর থেকেও বাজি কলকাতায় আসে । এই এলাকাগুলিতে শহরে ঢোকার এন্ট্রি পয়েন্টে সাধারণভাবে নাকা তল্লাশি চালায় কলকাতা পুলিশ । কিন্তু তারপরও অতীতে শব্দবাজি আটকাতে পারেনি কলকাতা পুলিশ । তাই এবার স্ট্র্যাটেজি কিছুটা বদলানো হয়েছে । এবার শহরের যে কোনও জায়গায় সন্দেহজনক কোনও গাড়িতেই তল্লাশি চালাবে কলকাতা পুলিশ । ঠিক সেভাবেই আজ দক্ষিণ বন্দর থানা এলাকার বাস্কিউল ব্রিজে থামানো হয় একটি বোলেরো গাড়ি । গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 24 টি কার্টন । যাতে 620 কেজি নিষিদ্ধ বাজি ছিল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুজন চক্রবর্তী এবং বাপন সংঙ্খারি নামে দুজনকে । তারা বজবজ থানা এলাকার বাসিন্দা । পুলিশের অনুমান, ওই দুই ব্যক্তি বাজির ডেলিভারি দিতে এসেছিল ।

বহুদিন ধরেই কলকাতা শহরের শব্দবাজি নিষিদ্ধ । শব্দবাজির ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে 60 ডেসিবেলের লিমিট । কলকাতা পুলিশের তরফে নিষিদ্ধ করা হয়েছে কয়েক ধরেনের বাজি । নিষিদ্ধ বাজির তালিকাও রয়েছে ৷ সেগুলি হল ক্র্যাকারস, ভুই পটকা, আগুনে পটকা বম্ব, ছুঁচো বাজি, উড়ন তুবড়ি, চটপটি, চকলেট বোমা, রকেট বা শব্দ উৎপাদনকারী যে কোনও বাজি ৷ আর্সেনিক সালফেট এবং পটাশিয়াম ক্লোরেট দিয়ে তৈরি বাজিও রয়েছে নিষিদ্ধ তালিকায় ।

কলকাতা, 22 অক্টোবর: কড়া হাতে দমন করা হবে শব্দবাজির ব্যবহার । গতকাল কালীপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে এমন বার্তা দিয়েছে কলকাতা পুলিশ । এর আগে শেষ মিটিংয়ে এবিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । আজ দক্ষিণ বন্দর থানা এলাকায় শুধু একটি গাড়ি থেকেই উদ্ধার করা হল 620 কেজি নিষিদ্ধ শব্দবাজি । এই ঘটনায় সুজন চক্রবর্তী এবং বাপন সংঙ্খারি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কলকাতায় যে বাজি ঢোকে তার বেশিরভাগটাই দক্ষিণ 24 পরগনার নুঙ্গি এবং চাম্পাহাটি থেকে । হুগলির বেগমপুর উত্তর 24 পরগনা নারায়ণপুর থেকেও বাজি কলকাতায় আসে । এই এলাকাগুলিতে শহরে ঢোকার এন্ট্রি পয়েন্টে সাধারণভাবে নাকা তল্লাশি চালায় কলকাতা পুলিশ । কিন্তু তারপরও অতীতে শব্দবাজি আটকাতে পারেনি কলকাতা পুলিশ । তাই এবার স্ট্র্যাটেজি কিছুটা বদলানো হয়েছে । এবার শহরের যে কোনও জায়গায় সন্দেহজনক কোনও গাড়িতেই তল্লাশি চালাবে কলকাতা পুলিশ । ঠিক সেভাবেই আজ দক্ষিণ বন্দর থানা এলাকার বাস্কিউল ব্রিজে থামানো হয় একটি বোলেরো গাড়ি । গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 24 টি কার্টন । যাতে 620 কেজি নিষিদ্ধ বাজি ছিল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুজন চক্রবর্তী এবং বাপন সংঙ্খারি নামে দুজনকে । তারা বজবজ থানা এলাকার বাসিন্দা । পুলিশের অনুমান, ওই দুই ব্যক্তি বাজির ডেলিভারি দিতে এসেছিল ।

বহুদিন ধরেই কলকাতা শহরের শব্দবাজি নিষিদ্ধ । শব্দবাজির ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে 60 ডেসিবেলের লিমিট । কলকাতা পুলিশের তরফে নিষিদ্ধ করা হয়েছে কয়েক ধরেনের বাজি । নিষিদ্ধ বাজির তালিকাও রয়েছে ৷ সেগুলি হল ক্র্যাকারস, ভুই পটকা, আগুনে পটকা বম্ব, ছুঁচো বাজি, উড়ন তুবড়ি, চটপটি, চকলেট বোমা, রকেট বা শব্দ উৎপাদনকারী যে কোনও বাজি ৷ আর্সেনিক সালফেট এবং পটাশিয়াম ক্লোরেট দিয়ে তৈরি বাজিও রয়েছে নিষিদ্ধ তালিকায় ।

Intro:কলকাতা, 22 অক্টোবর: কড়া হাতে দমন করা হবে শব্দবাজি। গতকাল কালী পুজো কমিটির সঙ্গে সমন্বয় বৈঠকে এমন বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। এর আগে শেষ ক্রাইম মিটিংয়ে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ দক্ষিণ বন্দর থানা এলাকায় শুধু একটি গাড়ি থেকেই উদ্ধার করা হলো ৬২০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
Body:কলকাতা যে বাজি ঢোকে তার বেশিরভাগটাই দক্ষিণ 24 পরগনার নুঙ্গি এবং চাম্পাহাটি থেকে। হুগলির বেগমপুর উত্তর 24 পরগনা নারায়নপুর থেকেও বেশ কিছু বাজি কলকাতায় আসে। এইসব এলাকাগুলিতে শহরে ঢোকার এন্ট্রি পয়েন্টে সাধারণভাবে নাকা তল্লাশি চালায় কলকাতা পুলিশ। কিন্তু তারপরেও অতীতে শব্দ বাজি আটকাতে পারেনি কলকাতা পুলিশ। তাই এবার স্ট্রাট্যেজি কিছুটা বদলানো হয়েছে। এবার শহরের যে কোন জায়গায় সন্দেহজনক যেকোন গাড়িতেই তল্লাশি চালাবে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর এমনটাই। তেমনভাবেই আজ দক্ষিণ বন্দর থানা এলাকার বাস্কিউল ব্রিজে থামানো হয় একটি বোলেরো গাড়ি। সন্দেহভাজন সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় চব্বিশটি কার্টুন। যাতে 620 কেজি নিষিদ্ধ বাজি ছিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুজন চক্রবর্তী এবং বাপন সংঙ্খারি। তারা বজবজ থানা এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের ধারণা, ওই দুই ব্যক্তি বাজির ডেলিভারি দিতে এসেছিল।Conclusion:বহুদিন ধরেই কলকাতা শহরের শব্দবাজি নিষিদ্ধ। শব্দবাজির ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে ৬০ ডেসিবেলের লিমিট। কলকাতা পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে বেশকিছু বাজি। সেই নিষিদ্ধ বাজির তালিকাও তৈরি করেছে পুলিশ। সেগুলি হল ক্র্যাকার,ভুই পটকা, আগুনে পটকা বম্ব, ছুঁচো বাজি উড়ন তুবড়ি চটপটি চকলেট বোমা রকেট বা শব্দ উৎপাদনকারী যেকোনো বাজি নিষিদ্ধ। কলকাতা পুলিশ সূত্রে খবর, আর্সেনিক সালফেট এবং পটাশিয়াম ক্লোরেট দিয়ে তৈরি যেকোনো বাজি নিষিদ্ধ।




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.