ETV Bharat / state

Calcutta High Court: আদালতের নির্দেশের পরেও চাকরি মেলেনি, হাইকোর্টের দ্বারস্থ 62 জন চাকরিপ্রার্থী - এনসিটিই

62 candidates Files Case in the Calcutta High Court are demanding jobs: 74 জনের নথি যাচাই চাকরি দেওয়ার নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশের পর 62 জন চাকরি পাওয়ার যোগ্য বলে জানায় পর্ষদ ৷ কিন্তু তাঁরা এখনও চাকরি পাননি বলে অভিযোগ ৷ তাই মঙ্গলবার তাঁরা ফের আদালতের দ্বারস্থ হয়েছেন ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : Aug 8, 2023, 4:54 PM IST

কলকাতা, 8 অগস্ট: আদালতের নির্দেশের পরেও চাকরি দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিকের 62 জন চাকরি প্রার্থী । তাঁদের বক্তব্য, হাইকোর্ট চার মাস আগে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল । কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও এখনও কাউকে চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ । মঙ্গলবার দ্রুত শুনানির আরজি জানানো হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে । চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

এনসিটিই-র নির্দেশিকা অনুযায়ী স্নাতকস্তরে উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেয়নি পর্ষদ । এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন 74 জন চাকরি প্রার্থী । মামলার শুনানিতে গত 10 এপ্রিল তাঁদের নথি যাচাই করে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বসু । তাঁর নির্দেশ ছিল, মামলকারীদের তথ্য যাচাই করে জুন মাসের মধ্যে চাকরি দিতে হবে । এখন মামলকারীদের দাবি, জুন পেরিয়ে জুলাই শেষ হয়ে গেলেও ওই প্রার্থীদের চাকরি দেয়নি পর্ষদ । তাই বিষয়টি আদালতের নজরে নিয়ে আসা হয়েছে ।

উল্লেখ্য, গত 27 জুলাই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তথ্য যাচাই করে মামলাকারী 74 জনের মধ্যে 62 জনকে প্রাথমিকের শিক্ষক পদে চাকরির জন্য বিবেচনা করা হয়েছে । শিক্ষা দফতরের প্রধান সচিবের কাছে শূন্যপদের তালিকাও চাওয়া হয়েছে । তালিকা এলেই তাঁদের শীঘ্রই নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানায় পর্ষদ । কিন্তু আজ অগস্টের 8 তারিখ হয়ে যাওয়ায় চাকরির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চাকরি প্রার্থীরা ৷ এখন দেখার শুনানিতে পর্ষদ আদালতে কী জানায় !

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে

কলকাতা, 8 অগস্ট: আদালতের নির্দেশের পরেও চাকরি দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিকের 62 জন চাকরি প্রার্থী । তাঁদের বক্তব্য, হাইকোর্ট চার মাস আগে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল । কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও এখনও কাউকে চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ । মঙ্গলবার দ্রুত শুনানির আরজি জানানো হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে । চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

এনসিটিই-র নির্দেশিকা অনুযায়ী স্নাতকস্তরে উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেয়নি পর্ষদ । এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন 74 জন চাকরি প্রার্থী । মামলার শুনানিতে গত 10 এপ্রিল তাঁদের নথি যাচাই করে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি বসু । তাঁর নির্দেশ ছিল, মামলকারীদের তথ্য যাচাই করে জুন মাসের মধ্যে চাকরি দিতে হবে । এখন মামলকারীদের দাবি, জুন পেরিয়ে জুলাই শেষ হয়ে গেলেও ওই প্রার্থীদের চাকরি দেয়নি পর্ষদ । তাই বিষয়টি আদালতের নজরে নিয়ে আসা হয়েছে ।

উল্লেখ্য, গত 27 জুলাই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তথ্য যাচাই করে মামলাকারী 74 জনের মধ্যে 62 জনকে প্রাথমিকের শিক্ষক পদে চাকরির জন্য বিবেচনা করা হয়েছে । শিক্ষা দফতরের প্রধান সচিবের কাছে শূন্যপদের তালিকাও চাওয়া হয়েছে । তালিকা এলেই তাঁদের শীঘ্রই নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানায় পর্ষদ । কিন্তু আজ অগস্টের 8 তারিখ হয়ে যাওয়ায় চাকরির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চাকরি প্রার্থীরা ৷ এখন দেখার শুনানিতে পর্ষদ আদালতে কী জানায় !

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.