ETV Bharat / state

Left Front Rally: চাকরিপ্রার্থীদের অবস্থানের 600 দিন, শুক্রে কলকাতায় মিছিল বামফ্রন্টের - রাজ্য বামফ্রন্ট

চাকরিপ্রার্থীদের অবস্থানের (Jobseekers sit-in protest) 600 দিন পূর্তিতে শুক্রবার কলকাতায় মিছিল করতে চলেছে রাজ্য বামফ্রন্ট (Left Front Rally)৷ সেই মিছিলে সমাজের সব স্তরের মানুষকে যোগদানের আহ্বান জানানো হয়েছে ৷

600 days of jobseekers' sit-in protest, Left Front rally in Kolkata on Friday
চাকরিপ্রার্থীদের অবস্থানের 600 দিন, শুক্রে কলকাতায় বড় মিছিল বামফ্রন্টের
author img

By

Published : Nov 3, 2022, 6:56 PM IST

কলকাতা, 3 নভেম্বর: চাকরিপ্রার্থীদের অবস্থানের (Jobseekers sit-in protest) 600 দিন পূর্তিতে শুক্রবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট (Left Front Rally)। সিপিএম সিপিআই-সহ বামফ্রন্টের সমস্ত শরিকদলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন সেই মিছিলে । মূলত অবস্থানরত চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানানো হবে । দীর্ঘ কয়েক বছরের শিক্ষা দফতর এবং বিভিন্ন স্কুলগুলিতে নিয়োগের সব তথ্য শ্বেতপত্র আকারে প্রকাশ করার দাবিও তোলা হবে । এরকম একাধিক দাবিতে শুক্রবার বেলা দুটো থেকে ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে ।

বাম নেতৃত্বের অভিযোগ, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষাঙ্গনের সর্বনাশ শুরু হয়েছে । স্কুলের চাল চুরি থেকে শুরু করে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে । যে কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ এমনকী বিভিন্ন নামীদামি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষরাও দুর্নীতি চক্রে জড়িয়ে পড়েছেন । তাঁদের মধ্যে একাধিক শীর্ষ নেতৃত্ব এখন জেলে । যদি গোটা ঘটনার সঠিক তদন্ত ও পুনর্মূল্যায়ন হয়, সেক্ষেত্রে হাজার হাজার তৃণমূল নেতা এবং শীর্ষ নেতৃত্ব এই দুর্নীতি মামলায় অভিযুক্ত হবেন ।

যাঁরা যোগ্য চাকরিপ্রার্থী, যোগ্যতার ভিত্তিতে এতদিন তাঁদের নিয়োগ হয়ে যাওয়ার কথা থাকলেও তাঁদের নিয়োগ করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে বামফ্রন্ট । তাদের অভিযোগ, হক আদায়ের লড়াইয়ে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের অত্যাচার সহ্য করতে হয়েছে । তাই অযোগ্যদের অপসারণ-সহ যোগ্যদের দ্রুত নিয়োগের দাবিতে বামপন্থী মানুষ ছাড়াও রাজ্যের সমস্ত স্তরের মানুষকে এই মিছিলে এবং জমায়েতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য বামফ্রন্ট ।

আরও পড়ুন: থানা ঘেরাও অভিযানে পুলিশ-বাম ছাত্র সংগঠনের খণ্ডযুদ্ধ

সিপিএম নেতা মহম্মদ সেলিমের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 10-12 বছরে রাজ্যে দুর্নীতির তন্ত্র গঠন করা হয়েছে । স্কুল কলেজ বা শিক্ষাঙ্গনের নিয়োগ দুর্নীতি হয়েছে । পুলিশ, বনবিভাগ-সহ একাধিক সরকারি স্তরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে । এই গোটা দুর্নীতির বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করার জন্যই মিছিলের ডাক বলে তিনি জানিয়েছেন ।

কলকাতা, 3 নভেম্বর: চাকরিপ্রার্থীদের অবস্থানের (Jobseekers sit-in protest) 600 দিন পূর্তিতে শুক্রবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট (Left Front Rally)। সিপিএম সিপিআই-সহ বামফ্রন্টের সমস্ত শরিকদলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন সেই মিছিলে । মূলত অবস্থানরত চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানানো হবে । দীর্ঘ কয়েক বছরের শিক্ষা দফতর এবং বিভিন্ন স্কুলগুলিতে নিয়োগের সব তথ্য শ্বেতপত্র আকারে প্রকাশ করার দাবিও তোলা হবে । এরকম একাধিক দাবিতে শুক্রবার বেলা দুটো থেকে ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে ।

বাম নেতৃত্বের অভিযোগ, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষাঙ্গনের সর্বনাশ শুরু হয়েছে । স্কুলের চাল চুরি থেকে শুরু করে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে । যে কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ এমনকী বিভিন্ন নামীদামি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষরাও দুর্নীতি চক্রে জড়িয়ে পড়েছেন । তাঁদের মধ্যে একাধিক শীর্ষ নেতৃত্ব এখন জেলে । যদি গোটা ঘটনার সঠিক তদন্ত ও পুনর্মূল্যায়ন হয়, সেক্ষেত্রে হাজার হাজার তৃণমূল নেতা এবং শীর্ষ নেতৃত্ব এই দুর্নীতি মামলায় অভিযুক্ত হবেন ।

যাঁরা যোগ্য চাকরিপ্রার্থী, যোগ্যতার ভিত্তিতে এতদিন তাঁদের নিয়োগ হয়ে যাওয়ার কথা থাকলেও তাঁদের নিয়োগ করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে বামফ্রন্ট । তাদের অভিযোগ, হক আদায়ের লড়াইয়ে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের অত্যাচার সহ্য করতে হয়েছে । তাই অযোগ্যদের অপসারণ-সহ যোগ্যদের দ্রুত নিয়োগের দাবিতে বামপন্থী মানুষ ছাড়াও রাজ্যের সমস্ত স্তরের মানুষকে এই মিছিলে এবং জমায়েতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য বামফ্রন্ট ।

আরও পড়ুন: থানা ঘেরাও অভিযানে পুলিশ-বাম ছাত্র সংগঠনের খণ্ডযুদ্ধ

সিপিএম নেতা মহম্মদ সেলিমের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 10-12 বছরে রাজ্যে দুর্নীতির তন্ত্র গঠন করা হয়েছে । স্কুল কলেজ বা শিক্ষাঙ্গনের নিয়োগ দুর্নীতি হয়েছে । পুলিশ, বনবিভাগ-সহ একাধিক সরকারি স্তরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে । এই গোটা দুর্নীতির বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করার জন্যই মিছিলের ডাক বলে তিনি জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.