নিউটাউন, 8 মে: 6 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল নিউটাউনে (New town Arrest)। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷ সে নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকার বাসিন্দা (girl sexually assaulted)।
অভিযোগ, নিউটাউনের চণ্ডীবেড়িয়াতে গত দু-মাস ধরে ভাড়া ছিল একটি পরিবার ৷ যে বাড়িতে তারা ভাড়া থাকত, সেই বাড়ির মালিকের ছেলে 6 তারিখ ভোরে ভাড়াটে পরিবারের ছেলে-মেয়ের ঘরে ঢুকে 6 বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ । সেই সময় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না ৷
আরও পড়ুন: Accused Beaten in Jalpaiguri : জলপাইগুড়িতে নাবালিকাকে শ্লীলতাহানি ! গণধোলাই অভিযুক্ত বৃদ্ধকে
পরে শিশুটির থেকে সব জানতে পেরে নিউটাউন থানায় লিখিত অভিযোগ জানায় নিগৃহীতা শিশুর পরিবার । সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷ শিশুটিকে বিধান নগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।