ETV Bharat / state

আজ রাজ্যে 6 জন পর্যবেক্ষক, কড়া হাতে নির্বাচন পরিচালনার ইঙ্গিত - কড়া হাতে নির্বাচন পরিচালনার ইঙ্গিত কমিশনের

25 নভেম্বর তিন বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন । যার জন্য আজই রাজ্যে আসছেন 6 জন পর্যবেক্ষক । কড়া হাতে নির্বাচন সামলানোর ইঙ্গিত কমিশনের ।

কমিশন
author img

By

Published : Nov 6, 2019, 5:19 AM IST

Updated : Nov 6, 2019, 7:02 AM IST

কলকাতা, 6 নভেম্বর : 25 নভেম্বর রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন । কালিয়াগঞ্জ,করিমপুর ও খড়গপুর সদর । প্রথমবারের জন্য খড়গপুর দখল করতে চায় তৃণমূল । মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি লোকসভা ভোটের নিরিখে রাজ্যের শাসক দল পিছিয়ে রয়েছে কালিয়াগঞ্জে । সেটিও দখল করার জন্তেয মুখিয়ে রয়েছে তারা । আবার নদিয়ার করিমপুর কেন্দ্র নিয়েও চলছে তাল ঠোকাঠুকি । ভোটের পারদ চড়তে শুরু করেছে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা তৃণমূল প্রার্থীদের মন্তব্যে । এই পরিস্থিতিতে কড়া হাতেই নির্বাচন পরিচালনা করতে চায় কমিশন । সূত্রের খবর, দিল্লি থেকে ইতিমধ্যেই এসে গেছে নির্দেশ । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে বলা হয়েছে, কড়া হাতে নির্বাচন পরিচালনা করতে হবে । সেই কারণে আজ 6 জন পর্যবেক্ষক আসছেন রাজ্যে ।

কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের অকাল মৃত্যুর কারণে এই আসনে উপ নির্বাচন । অন্যদিকে, তৃণমূলের মহুয়া মৈত্র এবং BJP-র দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় করিমপুর এবং খড়গপুর আসন দু'টি খালি হয় । তাই এই তিন বিধানসভা আসনে উপ নির্বাচন 25 তারিখ । ইতিমধ্যেই এই তিন কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, BJP এবং বাম-কংগ্রেস জোট । কালিয়াগঞ্জ এমনিতেই কংগ্রেসের দখলে ছিল। খড়গপুর আসনটিও বরাবর কংগ্রেসের দখলে । তবে গত বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে নির্বাচিত হন । এই আসনটি পুনরুদ্ধারের বিষয়ে অনেকটা আশাবাদী বাম-কংগ্রেস জোট । যদিও গত লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে BJP-ও আসনটি পেতে মরিয়া । সব মিলিয়ে তিন কেন্দ্র নিয়েই এবার টানটান উত্তেজনা ।

শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে কমিশনের তরফ থেকে এই তিন কেন্দ্রের জন্য পাঠানো হচ্ছে 6 জন পর্যবেক্ষককে । কালিয়াগঞ্জের পুলিশ পর্যবেক্ষক হিসেবে আজ রাজ্যে আসছেন IPS তথা অসমের ক্যাডার ডাল্টন পি মারাক । করিমপুর এবং খড়্গপুরের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তামিলনাড়ুর ক্যাডার সরোজকুমার ঠাকুর এবং রাজস্থানের দেবক কুমার মাহালা । জেনেরাল পর্যবেক্ষক হিসেবে আসছেন উত্তরপ্রদেশের ক্যাডার রাজেন্দ্রপ্রতাপ সিং, মধ্যপ্রদেশের ক্যাডার অলকা শ্রীবাস্তব এবং গুজরাটের ক্যাডার জি টি পান্ডিয়া । এই তিনজন যথাক্রমে কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন । মূলত এই ছয় অফিসারই পরিচালনা করবেন নির্বাচন । নজর রাখবেন খুঁটিনাটি সব বিষয়ে ।

কলকাতা, 6 নভেম্বর : 25 নভেম্বর রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন । কালিয়াগঞ্জ,করিমপুর ও খড়গপুর সদর । প্রথমবারের জন্য খড়গপুর দখল করতে চায় তৃণমূল । মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি লোকসভা ভোটের নিরিখে রাজ্যের শাসক দল পিছিয়ে রয়েছে কালিয়াগঞ্জে । সেটিও দখল করার জন্তেয মুখিয়ে রয়েছে তারা । আবার নদিয়ার করিমপুর কেন্দ্র নিয়েও চলছে তাল ঠোকাঠুকি । ভোটের পারদ চড়তে শুরু করেছে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা তৃণমূল প্রার্থীদের মন্তব্যে । এই পরিস্থিতিতে কড়া হাতেই নির্বাচন পরিচালনা করতে চায় কমিশন । সূত্রের খবর, দিল্লি থেকে ইতিমধ্যেই এসে গেছে নির্দেশ । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে বলা হয়েছে, কড়া হাতে নির্বাচন পরিচালনা করতে হবে । সেই কারণে আজ 6 জন পর্যবেক্ষক আসছেন রাজ্যে ।

কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের অকাল মৃত্যুর কারণে এই আসনে উপ নির্বাচন । অন্যদিকে, তৃণমূলের মহুয়া মৈত্র এবং BJP-র দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় করিমপুর এবং খড়গপুর আসন দু'টি খালি হয় । তাই এই তিন বিধানসভা আসনে উপ নির্বাচন 25 তারিখ । ইতিমধ্যেই এই তিন কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, BJP এবং বাম-কংগ্রেস জোট । কালিয়াগঞ্জ এমনিতেই কংগ্রেসের দখলে ছিল। খড়গপুর আসনটিও বরাবর কংগ্রেসের দখলে । তবে গত বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে নির্বাচিত হন । এই আসনটি পুনরুদ্ধারের বিষয়ে অনেকটা আশাবাদী বাম-কংগ্রেস জোট । যদিও গত লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে BJP-ও আসনটি পেতে মরিয়া । সব মিলিয়ে তিন কেন্দ্র নিয়েই এবার টানটান উত্তেজনা ।

শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে কমিশনের তরফ থেকে এই তিন কেন্দ্রের জন্য পাঠানো হচ্ছে 6 জন পর্যবেক্ষককে । কালিয়াগঞ্জের পুলিশ পর্যবেক্ষক হিসেবে আজ রাজ্যে আসছেন IPS তথা অসমের ক্যাডার ডাল্টন পি মারাক । করিমপুর এবং খড়্গপুরের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তামিলনাড়ুর ক্যাডার সরোজকুমার ঠাকুর এবং রাজস্থানের দেবক কুমার মাহালা । জেনেরাল পর্যবেক্ষক হিসেবে আসছেন উত্তরপ্রদেশের ক্যাডার রাজেন্দ্রপ্রতাপ সিং, মধ্যপ্রদেশের ক্যাডার অলকা শ্রীবাস্তব এবং গুজরাটের ক্যাডার জি টি পান্ডিয়া । এই তিনজন যথাক্রমে কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন । মূলত এই ছয় অফিসারই পরিচালনা করবেন নির্বাচন । নজর রাখবেন খুঁটিনাটি সব বিষয়ে ।

Intro:কলকাতা, 5 নভেম্বর: প্রথমবারের জন্য খড়গপুর দখল করতে চায় তৃণমূল। মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি লোকসভা ভোটের নিরিখে রাজ্যের শাসক দল পিছিয়ে রয়েছে কালিয়াগঞ্জে। সেটিও দখল করতে চায় তারা। আবার নদিয়ার করিমপুর কেন্দ্র নিয়েও চলছে তাল ঠোকাঠুকি। ভোটের পারদ চড়তে শুরু করেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা তৃণমূল প্রার্থীদের মন্তব্যে। এই পরিস্থিতিতে কড়া হাতেই নির্বাচন পরিচালনা করতে চায় কমিশন। সূত্রের খবর, দিল্লি থেকে ইতিমধ্যেই এসে গেছে নির্দেশ। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে বলা হয়েছে, করা হাতে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই সূত্রে আগামীকালই 6 জন পর্যবেক্ষক আসছেন রাজ্যে। Body:২৫ নভেম্বর রাজ্য়ের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ওই দিন ভোট হবে খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভায়। কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের অকাল মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন। অন্যদিকে, তৃণমূলের মহুয়া মৈত্র এবং বিজেপির দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় করিমপুর এবং খড়গপুর আসন দুটি খালি হয়। সেই সূত্রেই এই তিন বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই এই তিন কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস-বামফ্রন্ট জোট। কালিয়াগঞ্জ এমনিতেই কংগ্রেসের দখলে ছিল। খড়গপুর আসনটিও বরাবর কংগ্রেসের দখলে। তবে গত বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে নির্বাচিত হন। এই আসনটি পুনরুদ্ধার এর বিষয়ে অনেকটা আশাবাদী কংগ্রেস-বামফ্রন্ট জোট। যদিও গত লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে বিজেপি আবার এই আসনটি পেতে মরিয়া। সব মিলিয়ে তিন কেন্দ্রেই এবার টানটান নির্বাচন। Conclusion:শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে কমিশনের তরফ থেকে এই তিন কেন্দ্রের জন্য পাঠানো হচ্ছে 6 পর্যবেক্ষককে। কালিয়াগঞ্জের পুলিশ পর্যবেক্ষক হিসেবে আগামীকাল রাজ্যে আসছেন আইপিএস তথা অসমের ক্যাডার ডাল্টন পি মারাক। করিমপুর এবং খড়্গপুরের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তামিলনাড়ু ক্যাডার সরোজ কুমার ঠাকুর, এবং রাজস্থানের দেবক কুমার মাহালা। জেনেরাল পর্যবেক্ষক হিসেবে আসছেন উত্তরপ্রদেশের ক্যাডার রাজেন্দ্র প্রতাপ সিং, মধ্যপ্রদেশের ক্যাডার অলকা শ্রীবাস্তব এবং গুজরাটের ক্যাডার জিটি পান্ডিয়া। এই তিনজন যথাক্রমে কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। মূলত এই ছয় অফিসারই পরিচালনা করবেন নির্বাচন। নজর রাখবেন খুঁটিনাটি সব বিষয়ে।
Last Updated : Nov 6, 2019, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.