কলকাতা, 6 নভেম্বর : 25 নভেম্বর রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন । কালিয়াগঞ্জ,করিমপুর ও খড়গপুর সদর । প্রথমবারের জন্য খড়গপুর দখল করতে চায় তৃণমূল । মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি লোকসভা ভোটের নিরিখে রাজ্যের শাসক দল পিছিয়ে রয়েছে কালিয়াগঞ্জে । সেটিও দখল করার জন্তেয মুখিয়ে রয়েছে তারা । আবার নদিয়ার করিমপুর কেন্দ্র নিয়েও চলছে তাল ঠোকাঠুকি । ভোটের পারদ চড়তে শুরু করেছে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা তৃণমূল প্রার্থীদের মন্তব্যে । এই পরিস্থিতিতে কড়া হাতেই নির্বাচন পরিচালনা করতে চায় কমিশন । সূত্রের খবর, দিল্লি থেকে ইতিমধ্যেই এসে গেছে নির্দেশ । রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে বলা হয়েছে, কড়া হাতে নির্বাচন পরিচালনা করতে হবে । সেই কারণে আজ 6 জন পর্যবেক্ষক আসছেন রাজ্যে ।
কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের অকাল মৃত্যুর কারণে এই আসনে উপ নির্বাচন । অন্যদিকে, তৃণমূলের মহুয়া মৈত্র এবং BJP-র দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় করিমপুর এবং খড়গপুর আসন দু'টি খালি হয় । তাই এই তিন বিধানসভা আসনে উপ নির্বাচন 25 তারিখ । ইতিমধ্যেই এই তিন কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, BJP এবং বাম-কংগ্রেস জোট । কালিয়াগঞ্জ এমনিতেই কংগ্রেসের দখলে ছিল। খড়গপুর আসনটিও বরাবর কংগ্রেসের দখলে । তবে গত বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে নির্বাচিত হন । এই আসনটি পুনরুদ্ধারের বিষয়ে অনেকটা আশাবাদী বাম-কংগ্রেস জোট । যদিও গত লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে BJP-ও আসনটি পেতে মরিয়া । সব মিলিয়ে তিন কেন্দ্র নিয়েই এবার টানটান উত্তেজনা ।
শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে কমিশনের তরফ থেকে এই তিন কেন্দ্রের জন্য পাঠানো হচ্ছে 6 জন পর্যবেক্ষককে । কালিয়াগঞ্জের পুলিশ পর্যবেক্ষক হিসেবে আজ রাজ্যে আসছেন IPS তথা অসমের ক্যাডার ডাল্টন পি মারাক । করিমপুর এবং খড়্গপুরের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তামিলনাড়ুর ক্যাডার সরোজকুমার ঠাকুর এবং রাজস্থানের দেবক কুমার মাহালা । জেনেরাল পর্যবেক্ষক হিসেবে আসছেন উত্তরপ্রদেশের ক্যাডার রাজেন্দ্রপ্রতাপ সিং, মধ্যপ্রদেশের ক্যাডার অলকা শ্রীবাস্তব এবং গুজরাটের ক্যাডার জি টি পান্ডিয়া । এই তিনজন যথাক্রমে কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুরের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন । মূলত এই ছয় অফিসারই পরিচালনা করবেন নির্বাচন । নজর রাখবেন খুঁটিনাটি সব বিষয়ে ।