ETV Bharat / state

Waste Piled Up in Dhapa: পুজোয় ধাপায় অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল, দূষণের আশংকায় কর্তৃপক্ষ - জঞ্জাল

Kolkata Municipal Corporation: পুজোর কয়েকদিনে অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল পড়েছে ধাপায় ৷ দূষণ ছড়ানোর আশংকা চিন্তা বাড়াচ্ছে কলকাতা পৌরনিগমের ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 7:48 PM IST

কলকাতা, 30 অক্টোবর: উৎসবের দিন কলকাতায় উপচে পড়েছিল ভিড় । ঠাকুর দেখার সঙ্গে চলেছে দেদার খাওয়া-দাওয়া । নানা ধরনের স্টল ছিল মহানগরের পথঘাট জুড়ে । এই উৎসবের মরশুমেই মাত্র 11 দিনে কলকাতা জুড়ে প্রতিদিনের তুলনায় জমা হয়েছে অতিরিক্ত পরিমাণ জঞ্জাল ৷ সেটা নিয়েই এখন কপালে হাত পড়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের ।

জানা গিয়েছে, পুজোর কলকাতায় মহালয়া থেকে দশমী এই 11 দিনে অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল জমা পড়েছে ধাপায় । এমনিই ধাপা পরিপূর্ন হয়ে গিয়েছে জঞ্জালের পাহাড়ে । দূষণ ঠেকাতে পরিবেশ আদালতের নির্দেশে চলছে সেই সমস্ত জঞ্জাল প্রক্রিয়াকরণ । তার উপর এই পুজোর কদিনের বাড়তি আবর্জনা পড়তেই যত সমস্যা । পচনশীল জঞ্জাল প্রক্রিয়াকরণ করা চললেও অপচনশীল জঞ্জাল নিয়ে বিপত্তি দেখা দিয়েছে । এ দিকে ব্যাপক আশংকা বেড়েছে দূষণ ছড়ানোর । পরিমাণ দেখতে গেলে মহালয় থেকে দশমী পর্যন্ত জঞ্জাল হয়েছে 49 হাজার 500 মেট্রিক টন ।

পুজোকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় একাধিক দোকান বসে । ব্যবসাও হয় বিপুল পরিমাণ । ফলে সেই সমস্ত কিছুর আবর্জনা অধিকাংশই অপচনশীল । চলতি বছরের শুরু থেকে কলকাতায় উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ শুরু হয়েছে । সেই গতি বাড়াতে পুজোর মধ্যেই বিভিন্ন আবাসন, বহুতল, বাণিজ্যিক এলাকা বাজারে বড় ডাস্টবিন বসানোর জন্য নতুন 240 লিটারের পাত্রের বরাত দেওয়া হয়েছে । তবে ধাপায় জঞ্জাল প্রক্রিয়াকরণ বর্তমানে পচনশীল বর্জ্য দ্রুত হলেও অপচনশীল বর্জ্য পড়েই থাকছে । সেগুলো আরও দ্রুত পৃথকীকরণ প্রয়োজন, যা হয়ে উঠছে না বলে পৌরনিগম সূত্রে খবর । তার উপর পুজোর বাড়তি জঞ্জাল । এর মধ্যেই নানাভাবে দূষণ ছড়ানোর আশংকা করছেন পরিবেশ কর্মীরাও ।

আরও পড়ুন: বর্জ্য পদার্থ আলাদা করতে আরও ছ’ হাজার নীল-সবুজ বালতির কলকাতা পৌরনিগমের

তাঁদের কথায়, কর্পোরেশন গুরুত্ব বুঝে ব্যবস্থা গ্রহণ করুক । যাতে দূষণ না ছড়ায় । এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "পচনশীল জঞ্জাল আমরা দ্রুত প্রক্রিয়া করে ফেলেছি । সার থেকে গ্যাস তৈরি হচ্ছে । অপচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণ খুব ধীর গতিতে হচ্ছে । কারণ সবটা প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না । পরে থাকছে জঞ্জাল । এই পরিস্থিতিতে পুজোর এই কদিনে এত জঞ্জাল বাড়তি পড়ায়, সমস্যা তৈরি হয়েছে । কারণ এগুলো দীর্ঘ দিন পড়ে থাকলে দূষণ ছড়ানোর আশংকা থাকছে । এর প্রভাব পড়তে পারে আশপাশে এলাকার মানুষজনের মধ্যে ।"

কলকাতা, 30 অক্টোবর: উৎসবের দিন কলকাতায় উপচে পড়েছিল ভিড় । ঠাকুর দেখার সঙ্গে চলেছে দেদার খাওয়া-দাওয়া । নানা ধরনের স্টল ছিল মহানগরের পথঘাট জুড়ে । এই উৎসবের মরশুমেই মাত্র 11 দিনে কলকাতা জুড়ে প্রতিদিনের তুলনায় জমা হয়েছে অতিরিক্ত পরিমাণ জঞ্জাল ৷ সেটা নিয়েই এখন কপালে হাত পড়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের ।

জানা গিয়েছে, পুজোর কলকাতায় মহালয়া থেকে দশমী এই 11 দিনে অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল জমা পড়েছে ধাপায় । এমনিই ধাপা পরিপূর্ন হয়ে গিয়েছে জঞ্জালের পাহাড়ে । দূষণ ঠেকাতে পরিবেশ আদালতের নির্দেশে চলছে সেই সমস্ত জঞ্জাল প্রক্রিয়াকরণ । তার উপর এই পুজোর কদিনের বাড়তি আবর্জনা পড়তেই যত সমস্যা । পচনশীল জঞ্জাল প্রক্রিয়াকরণ করা চললেও অপচনশীল জঞ্জাল নিয়ে বিপত্তি দেখা দিয়েছে । এ দিকে ব্যাপক আশংকা বেড়েছে দূষণ ছড়ানোর । পরিমাণ দেখতে গেলে মহালয় থেকে দশমী পর্যন্ত জঞ্জাল হয়েছে 49 হাজার 500 মেট্রিক টন ।

পুজোকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় একাধিক দোকান বসে । ব্যবসাও হয় বিপুল পরিমাণ । ফলে সেই সমস্ত কিছুর আবর্জনা অধিকাংশই অপচনশীল । চলতি বছরের শুরু থেকে কলকাতায় উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ শুরু হয়েছে । সেই গতি বাড়াতে পুজোর মধ্যেই বিভিন্ন আবাসন, বহুতল, বাণিজ্যিক এলাকা বাজারে বড় ডাস্টবিন বসানোর জন্য নতুন 240 লিটারের পাত্রের বরাত দেওয়া হয়েছে । তবে ধাপায় জঞ্জাল প্রক্রিয়াকরণ বর্তমানে পচনশীল বর্জ্য দ্রুত হলেও অপচনশীল বর্জ্য পড়েই থাকছে । সেগুলো আরও দ্রুত পৃথকীকরণ প্রয়োজন, যা হয়ে উঠছে না বলে পৌরনিগম সূত্রে খবর । তার উপর পুজোর বাড়তি জঞ্জাল । এর মধ্যেই নানাভাবে দূষণ ছড়ানোর আশংকা করছেন পরিবেশ কর্মীরাও ।

আরও পড়ুন: বর্জ্য পদার্থ আলাদা করতে আরও ছ’ হাজার নীল-সবুজ বালতির কলকাতা পৌরনিগমের

তাঁদের কথায়, কর্পোরেশন গুরুত্ব বুঝে ব্যবস্থা গ্রহণ করুক । যাতে দূষণ না ছড়ায় । এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "পচনশীল জঞ্জাল আমরা দ্রুত প্রক্রিয়া করে ফেলেছি । সার থেকে গ্যাস তৈরি হচ্ছে । অপচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণ খুব ধীর গতিতে হচ্ছে । কারণ সবটা প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না । পরে থাকছে জঞ্জাল । এই পরিস্থিতিতে পুজোর এই কদিনে এত জঞ্জাল বাড়তি পড়ায়, সমস্যা তৈরি হয়েছে । কারণ এগুলো দীর্ঘ দিন পড়ে থাকলে দূষণ ছড়ানোর আশংকা থাকছে । এর প্রভাব পড়তে পারে আশপাশে এলাকার মানুষজনের মধ্যে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.