কলকাতা, 24 জুলাই: আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না তাঁদের ৷ এই অভিযোগ এনে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল ছাত্র পরিষদের নিউটাউন ক্যাম্পাস ও পার্ক সার্কাস ক্যাম্পাসের প্রায় 50 জন ছাত্রছাত্রী ৷ শুধু তাই নয়, তাঁরা ছাত্র সংগঠনের নানা পদ থেকে একসঙ্গে ইস্তফাও দিলেন ।
আন্দোলনে বাধাদানের অভিযোগ: তাঁদের অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে বেশ কিছু দাবিদাওয়া রয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ৷ কিন্তু সেই দাবি আদায়ে আন্দোলন করতে গেলে ছাত্রছাত্রীদের বাধা দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক মীর সিদ্দিক । এমনকী আলিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া নানা দুর্নীতিকেও প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।
আস্থা রয়েছে মমতার উপর: মীর সিদ্দিকের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেন ছাত্রছাত্রীরা । যদিও তাঁরা দলের সঙ্গেই আছেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁরা আস্থা রেখেছেন বলেও জানিয়েছেন ।
আরও পড়ুন: আট মাস পর অন্তর্বর্তীকালীন উপাচার্য পেল আলিয়া বিশ্ববিদ্যালয়, শুরু বিতর্ক
সম্প্রতি নিযুক্ত নয়া উপাচার্য: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয় । সংখ্যালঘু পড়ুয়াদের জন্য এই বিশ্ববিদ্যালয় তৈরি হয় তৃণমূলের জমানাতেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দু'টি ক্যাম্পাস তৈরি হয় । তবে দীর্ঘ দিন ধরে নানা অচলাবস্থার অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ে । সম্প্রতি রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস অস্থায়ী উপাচার্য পদে প্রাক্তন আইপিএস এম ওয়াহাবকে নিযুক্ত করেছেন । তা নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে । চলতি মাসের 26 তারিখ নিজের দায়িত্ব বুঝে নেবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া অস্থায়ী উপাচার্য এম ওয়াহাব ।
গণইস্তফায় অস্বস্তি শাসকদলের: আলিয়া বিশ্ববিদ্যালয়ে বেশকিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রছাত্রীদের একাংশ । কিন্তু সেই সমস্যার সমাধানে তৃণমূল ছাত্র পরিষদের কোনও শাখার পক্ষ থেকে কোনও কর্মসূচি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রছাত্রীরা ৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ে এই ভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্রশাখার সদস্যদের গণইস্তফা নিঃসন্দেহে বিড়ম্বনায় ফেলল রাজ্যের শাসকদলকে ৷