ETV Bharat / state

কলকাতা বইমেলা এবার পরিবেশ বান্ধব, বৃদ্ধাশ্রমে বই দেবে গিল্ড

author img

By

Published : Jan 23, 2020, 11:08 AM IST

হাইকোর্টের নির্দেশে সল্টলেকই হয়ে ওঠে বইমেলার স্থায়ী ঠিকানা ৷ বেশ কয়েক বছর ধরে বইমেলা চত্বরকে প্লাস্টিক মুক্ত করার চেষ্টা চলছে ৷ এবার 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলে ঘোষণা করেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ৷

Kolkata book fair
44তম কলকাতা বইমেলা

কলকাতা, 23 জানুয়ারি : শহরের প্রাণকেন্দ্রকে দূষণ মুক্ত রাখতে একসময় ময়দান থেকে কলকাতা বইমেলা সরিয়ে সল্টলেকে নিয়ে যাওয়া হয় ৷ সল্টলেকের সেন্ট্রাল পার্কে পাকাপাকিভাবে সরে যায় বইমেলা ৷ 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে পরিবেশ বান্ধব বলে গতকাল ঘোষণা করেছে বুক সেলার্স গিল্ড ৷ পাশাপাশি, শহরের বেশকিছু বৃদ্ধাশ্রমে বই দেওয়া হবে বলে গিল্ডের পক্ষ থেকে জানা গেছে ৷ গত বছর অনেকেই অভিযোগ করেছিলেন, বইমেলায় যাওয়ার রুটের অটোর ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল ৷ এবার সেই বিষয়েও নজর দেওয়া হচ্ছে বলে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ৷


একসময় কলকাতার ফুসফুস ময়দানকে দূষণমুক্ত রাখতে বইমেলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ শহরের প্রাণকেন্দ্র থেকে এভাবে বইমেলা সরে যাওয়ায় অনেকেই দুঃখপ্রকাশ করেছিলেন ৷ বইমেলা চলাকালীন প্রগতি ময়দানের মতো জায়গায় কীভাবে যাতায়াত করা যায়, তা ভেবেই অনেকে অস্তির হতেন ৷ কিন্তু হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত সল্টলেকই হয়ে ওঠে বইমেলার স্থায়ী ঠিকানা ৷ কয়েক বছর ধরে বইমেলা চত্বরকে প্লাস্টিক মুক্ত করার চেষ্টা চলছে ৷ এবার 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলে ঘোষণা করেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ৷ এর জন্য মেলা চত্বরে সাইকেল স্ট্যান্ডও রাখা হবে ৷ তবে কতটা পরিবেশ বান্ধব রাখা সম্ভব হবে ? গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাসাধ্য চেষ্টা করা হবে ৷ বাকিটা নির্ভর করছে সাধারণ মানুষের উপর ৷ 29 জানুয়ারি বিকেল চারটেয় সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন ৷ এবারের থিম রাশিয়া ৷ গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলায় থাকছে 602টি স্টল এবং 200টি লিটল ম্যাগাজিনের স্টল ৷ দু’টি হল থাকছে ৷ একটি নবনীতা দেবসেন ও অন্যটি গিরীশ কারনাডের নামে ৷ মেলায় প্রবেশের জন্য থাকবে ন’টি গেট৷ সুভাষ মুখোপাধ্যায়ের নামে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ করা হচ্ছে৷ মিডিয়ার জন্য থাকবে প্রয়াত শুভা দত্ত-র নামে মিডিয়া কর্নার ৷ অ্যাম্বুলেন্স পরিষেবাও থাকবে মেলা চত্বরে ৷

44তম কলকাতা বইমেলা
বইমেলা শুরুর আগে সাংবাদিক বৈঠক
পরিবেশ বান্ধব করার পাশাপাশি বইমেলায় যাতায়াতে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়েও এবার নজর দিয়েছে গিল্ড ৷ গত বছর অনেকেই অভিযোগ করেছিলেন, মেলায় যেতে গেলে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে৷ মেলা চলাকালীন 10-15 টাকার ভাড়া পৌঁছেছিল 50 টাকায় ৷ এবার বিধাননগর পুলিশ কমিশনারেট ও স্থানীয় অটো ইউনিয়নগুলির সঙ্গে এই বিষয়ে কথা বলেছে গিল্ড ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলার সময় ইউনিয়নের পক্ষ থেকে হোর্ডিং দিয়ে প্রচার চালানো হবে, যাতে যাত্রীদের থেকে বেশি ভাড়া না নেওয়া হয় ৷

পরিবহন দপ্তরের উদ্যোগে বইমেলার জন্য প্যাকেজ ট্যুর


44তম কলকাতা বইমেলার মানবিক দিকও এবার দেখতে চলেছেন বইপ্রেমীরা ৷ গিল্ডের পক্ষ থেকে শহরের বেশ কয়েকটি বৃদ্ধাশ্রমে বই দেওয়া হবে ৷ যেসব বৃদ্ধাশ্রমে বই যাবে, তাদের পরিকাঠামোগত দিক বিচার করে প্রয়োজনীয় বই পৌঁছে দেবে গিল্ড ৷ বৃদ্ধাশ্রমের সদস্যরা সংসার ছেড়ে একাকী জীবন কাটান ৷ তাদের একাকীত্ব দূর করতেই এই প্রচেষ্টা বলে জানিয়েছে গিল্ড ৷

কলকাতা, 23 জানুয়ারি : শহরের প্রাণকেন্দ্রকে দূষণ মুক্ত রাখতে একসময় ময়দান থেকে কলকাতা বইমেলা সরিয়ে সল্টলেকে নিয়ে যাওয়া হয় ৷ সল্টলেকের সেন্ট্রাল পার্কে পাকাপাকিভাবে সরে যায় বইমেলা ৷ 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে পরিবেশ বান্ধব বলে গতকাল ঘোষণা করেছে বুক সেলার্স গিল্ড ৷ পাশাপাশি, শহরের বেশকিছু বৃদ্ধাশ্রমে বই দেওয়া হবে বলে গিল্ডের পক্ষ থেকে জানা গেছে ৷ গত বছর অনেকেই অভিযোগ করেছিলেন, বইমেলায় যাওয়ার রুটের অটোর ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল ৷ এবার সেই বিষয়েও নজর দেওয়া হচ্ছে বলে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ৷


একসময় কলকাতার ফুসফুস ময়দানকে দূষণমুক্ত রাখতে বইমেলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ শহরের প্রাণকেন্দ্র থেকে এভাবে বইমেলা সরে যাওয়ায় অনেকেই দুঃখপ্রকাশ করেছিলেন ৷ বইমেলা চলাকালীন প্রগতি ময়দানের মতো জায়গায় কীভাবে যাতায়াত করা যায়, তা ভেবেই অনেকে অস্তির হতেন ৷ কিন্তু হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত সল্টলেকই হয়ে ওঠে বইমেলার স্থায়ী ঠিকানা ৷ কয়েক বছর ধরে বইমেলা চত্বরকে প্লাস্টিক মুক্ত করার চেষ্টা চলছে ৷ এবার 44তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলে ঘোষণা করেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ৷ এর জন্য মেলা চত্বরে সাইকেল স্ট্যান্ডও রাখা হবে ৷ তবে কতটা পরিবেশ বান্ধব রাখা সম্ভব হবে ? গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাসাধ্য চেষ্টা করা হবে ৷ বাকিটা নির্ভর করছে সাধারণ মানুষের উপর ৷ 29 জানুয়ারি বিকেল চারটেয় সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন ৷ এবারের থিম রাশিয়া ৷ গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলায় থাকছে 602টি স্টল এবং 200টি লিটল ম্যাগাজিনের স্টল ৷ দু’টি হল থাকছে ৷ একটি নবনীতা দেবসেন ও অন্যটি গিরীশ কারনাডের নামে ৷ মেলায় প্রবেশের জন্য থাকবে ন’টি গেট৷ সুভাষ মুখোপাধ্যায়ের নামে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ করা হচ্ছে৷ মিডিয়ার জন্য থাকবে প্রয়াত শুভা দত্ত-র নামে মিডিয়া কর্নার ৷ অ্যাম্বুলেন্স পরিষেবাও থাকবে মেলা চত্বরে ৷

44তম কলকাতা বইমেলা
বইমেলা শুরুর আগে সাংবাদিক বৈঠক
পরিবেশ বান্ধব করার পাশাপাশি বইমেলায় যাতায়াতে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়েও এবার নজর দিয়েছে গিল্ড ৷ গত বছর অনেকেই অভিযোগ করেছিলেন, মেলায় যেতে গেলে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে৷ মেলা চলাকালীন 10-15 টাকার ভাড়া পৌঁছেছিল 50 টাকায় ৷ এবার বিধাননগর পুলিশ কমিশনারেট ও স্থানীয় অটো ইউনিয়নগুলির সঙ্গে এই বিষয়ে কথা বলেছে গিল্ড ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলার সময় ইউনিয়নের পক্ষ থেকে হোর্ডিং দিয়ে প্রচার চালানো হবে, যাতে যাত্রীদের থেকে বেশি ভাড়া না নেওয়া হয় ৷

পরিবহন দপ্তরের উদ্যোগে বইমেলার জন্য প্যাকেজ ট্যুর


44তম কলকাতা বইমেলার মানবিক দিকও এবার দেখতে চলেছেন বইপ্রেমীরা ৷ গিল্ডের পক্ষ থেকে শহরের বেশ কয়েকটি বৃদ্ধাশ্রমে বই দেওয়া হবে ৷ যেসব বৃদ্ধাশ্রমে বই যাবে, তাদের পরিকাঠামোগত দিক বিচার করে প্রয়োজনীয় বই পৌঁছে দেবে গিল্ড ৷ বৃদ্ধাশ্রমের সদস্যরা সংসার ছেড়ে একাকী জীবন কাটান ৷ তাদের একাকীত্ব দূর করতেই এই প্রচেষ্টা বলে জানিয়েছে গিল্ড ৷

Intro:কলকাতা, 23 জানুয়ারি: ময়দান ছাড়তে হয়েছিল দূষণের কারণে। প্রগতি ময়দান ছাড়িয়ে এখন কলকাতা বইমেলা সল্টলেকে‌। এতদিনে ঘুম ভেঙেছে বুকসেলার্স গিল্ডের! কালা চলছে পরিবেশবান্ধব বইমেলা। কিন্তু আদৌ তা হবে তো! প্রশ্নের উত্তরে খোলাসা করেননি গিল্ড কর্তারা। জানিয়েছেন চেষ্টা চলছে ষোলো আনা।



Body:সে এক দিন ছিল। আট থেকে আশির পদধূলিতে তুফান উত্তর শহর কলকাতায়। তখন ময়দানে বসতো কলকাতা বইমেলা। নস্টালজিয়া বলে, সে বইমেলার মাধুষর্য ছিল আলাদা! বিধি বাম! ময়দান বাঁচাতে হাইকোর্টের নির্দেশে প্রগতি ময়দানে সরাতে হয় কলকাতা বইমেলা। তাতেও হামলে পড়েছিল গ্রন্থকীটের দল। কিন্তু সুখ সয়নি! গতবছর বইমেলা সরে যায় সল্টলেক সেন্ট্রাল পার্কে। তাতে বিরক্ত হয়েছিলেন অনেকেই। কিন্তু গত বছর থেকে ফিরে এসেছে অনেকটাই। বইয়ের টানে।

আগামী 29 জানুয়ারি বিকেল চারটে নাগাদ সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গনে উদ্বোধন হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এবারের বইমেলা থিম রাশিয়া। সে দেশ থেকে আসছেন একজন সম্মানীয় সদস্য। এবারের বইমেলায় থাকবে 602টি স্টল এবং 200টি লিটল ম্যাগাজিন স্টল। মেলায় গেট থাকতে চলছে মোট 9-টি। মেলায় হল হতে চলেছে দুটি। একটি নবনীতা দেবসেন ও অন্যটি গিরিশ কারনাডোর নামে। লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ান হবে সুভাষ মুখোপাধ্যায়ের নামে। মিডিয়ার জন্য থাকবে সদ্য প্রয়াত শুভায়দত্ত্বর নামে মিডিয়া কর্নার।
পাশাপাশি বই পাড়ায় থাকতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা‌। পুলিশের দাবি, এতে সময়ের অপচয় হবে অনেকটাই কম।


Conclusion:বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। সেটিকে মাথায় রেখে এবার নানা প্রকল্প আনছে গিল্ড। এবার আন্তর্জাতিক বইমেলায় সরাসরি যৌথভাবে অংশগ্রহণ করছে কুড়িটি দেশ‌‌। মেলার ওয়েবসাইট এবং অ্যাপে থাকবে বিস্তারিত তথ্য‌।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.