ETV Bharat / state

কোরোনামুক্ত 42 জনকে ছুটি দিল বাঙুর

author img

By

Published : May 3, 2020, 10:14 AM IST

কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন । সুস্থ হয়ে ওঠার পর 42জনকে এম আর বাঙুর হাসপাতাল থেকে গতকাল ছুটি দেওয়া হয়। ছুটির সময় তাঁদেরকে ফুল-করতালি দিয়ে সংবর্ধনা জানানো হয় ।

aa
কোরোনা

কলকাতা, 3 মে: এম আর বাঙুর হাসপাতালে COVID-19-এ আক্রান্তদের পরিষেবা দেওয়া নিয়ে ইতিমধ্যেই বহু বিতর্ক তৈরি হয়েছে । এর মধ্যেই এবার রাজ্যের এই সরকারি হাসপাতাল থেকে গতকাল 42 জন কোরোনামুক্তকে ছুটি দেওয়া হল ।

COVID-19-এ আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনই আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার তালিকাও দীর্ঘ হচ্ছে । গতকাল এই তালিকা এক লাফে অনেকটা দীর্ঘ হয় । কারণ, সুস্থ হয়ে ওঠার পর গতকাল এম আর বাঙুর হাসপাতাল থেকে ছুটি পেলেন 42 জন । এদিকে, এই প্রথম একই দিনে রাজ‍্যের কোনও হাসপাতাল থেকে এত সংখ্যক সুস্থ হয়ে ওঠা COVID-19 আক্রান্তকে ছুটি দেওয়া হল বলে জানা গেছে । এই 42 জনের মধ্যে 17 জন মহিলা এবং বাকি 25 জন পুরুষ । তাঁদের ফুল-করতালি দিয়ে সংবর্ধনা জানানো হয় ।

গতকাল COVID-19 সংক্রান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, 2 মে পর্যন্ত রাজ্যে COVID-19-এ আক্রান্ত 199 জন সুস্থ হয়ে উঠেছেন । আগের 24 ঘণ্টায় রাজ‍্যের COVID-19-এ আক্রান্ত 45 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বুলেটিনে ।

বুলেটিনে আরও জানানো হয়েছে, COVID-19 পরীক্ষার জন্য রাজ‍্যে 16টি পরীক্ষাকেন্দ্র রয়েছে । রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 67 । COVID-19-এ আক্রান্ত হয়ে রাজ‍্যের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 254 জন ভরতি রয়েছেন ।

কলকাতা, 3 মে: এম আর বাঙুর হাসপাতালে COVID-19-এ আক্রান্তদের পরিষেবা দেওয়া নিয়ে ইতিমধ্যেই বহু বিতর্ক তৈরি হয়েছে । এর মধ্যেই এবার রাজ্যের এই সরকারি হাসপাতাল থেকে গতকাল 42 জন কোরোনামুক্তকে ছুটি দেওয়া হল ।

COVID-19-এ আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনই আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার তালিকাও দীর্ঘ হচ্ছে । গতকাল এই তালিকা এক লাফে অনেকটা দীর্ঘ হয় । কারণ, সুস্থ হয়ে ওঠার পর গতকাল এম আর বাঙুর হাসপাতাল থেকে ছুটি পেলেন 42 জন । এদিকে, এই প্রথম একই দিনে রাজ‍্যের কোনও হাসপাতাল থেকে এত সংখ্যক সুস্থ হয়ে ওঠা COVID-19 আক্রান্তকে ছুটি দেওয়া হল বলে জানা গেছে । এই 42 জনের মধ্যে 17 জন মহিলা এবং বাকি 25 জন পুরুষ । তাঁদের ফুল-করতালি দিয়ে সংবর্ধনা জানানো হয় ।

গতকাল COVID-19 সংক্রান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, 2 মে পর্যন্ত রাজ্যে COVID-19-এ আক্রান্ত 199 জন সুস্থ হয়ে উঠেছেন । আগের 24 ঘণ্টায় রাজ‍্যের COVID-19-এ আক্রান্ত 45 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বুলেটিনে ।

বুলেটিনে আরও জানানো হয়েছে, COVID-19 পরীক্ষার জন্য রাজ‍্যে 16টি পরীক্ষাকেন্দ্র রয়েছে । রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 67 । COVID-19-এ আক্রান্ত হয়ে রাজ‍্যের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 254 জন ভরতি রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.