কলকাতা, 23 নভেম্বর : বাংলাদেশ কি পুরো দিন ব্যাটিং করতে পারবে ? কত রানে শেষ হবে তাদের ইনিংস ? ভারত আগে ব্যাটিং করবে নাকি ফিল্ডিং ? এমন নানা বিষয়ে চলছিল বেটিং । কলকাতা শহরের বুকে । গোলাপি টেস্টকে কেন্দ্র করে বেটিং যে চক্র সক্রিয় রয়েছে , গোপন সূত্রে খবর পায় পুলিশ । ক্রিকেট বেটিং চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে ।
লালবাজার সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ জানতে পারে জোড়াবাগান এলাকা থেকে চালানো হচ্ছে ওই বেটিং চক্র । এরপর এই পুলিশ অভিযান চালায় ৬/বি বৃন্দাবন বসাক স্ট্রিটে । সেখান থেকে কম্পিউটারের মাধ্যমে চালানো হচ্ছিল এই চক্র । ব্যবহার করা হচ্ছিল মোবাইল ফোন । ঘটনাস্থান থেকে বেটিং চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয় 22 বছরের কুন্দন সিংকে । তার বাড়িতেই চলছিল এই চক্র । সঙ্গে ছিল রবীন্দ্র সরণির 32 বছরের মুকেশ মালি, বড়তলা থানা এলাকার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের 42 বছরের সঞ্জয় সিং । তাদের জিজ্ঞাসাবাদ করে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সারজিল হোসেনকে । 22 বছরের সারজিল এই চক্রের অন্যতম মাথা ।ধৃতদের কাছে উদ্ধার হয়েছে দুটি কম্পিউটার । চারটি মোবাইল ফোন এবং দু লাখ 5 হাজার টাকা নগদ।
![betting racket](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5151953_wb_p.jpg)
গতকাল থেকে ইডেনে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি বলের টেস্ট ম্যাচ ৷ এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ ভারতে হওয়া প্রথম দিন-রাতের টেস্টের উদ্বোধনে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ গতকাল ইডেনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন ভারত ও বাংলাদেশের প্রাক্তন খেলোয়াড়রা ৷ ভারতের ক্রীড়া জগতের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন ৷