কলকাতা, 25 অক্টোবর: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে প্রায় 40 লক্ষ মানুষকে পরিষেবা দিল রাজ্য সরকার । প্রায় পাঁচ হাজার কোটি টাকার চিকিৎসা পেয়েছেন সাধারণ মানুষ । শেষ দু’বছরে রাজ্য মিটিয়েছে প্রায় 3 হাজার 600 কোটি টাকা । প্রথম তিন বছরের খরচ 1 হাজার 500 কোটি টাকা ।
স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে একাধিক অভিযোগ উঠেছে । বেসরকারি হাসপাতাল এই কার্ড গ্রহণ করেনি বহু সময় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) সেই নিয়ে বহুবার তোপ দেগেছেন । বেসরকারি হাসপাতালগুলি (Private Hospital) টাকা না পাওয়ার যে অভিযোগ প্রায়ই জানায় । তবে স্বাস্থ্যভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা খরচ খাতে ক্লেমের প্রায় 95 শতাংশ টাকাই রাজ্য মিটিয়ে দিয়েছে বেসরকারি হাসপাতালগুলিকে ।
তবে শুধু বেসরকারি হাসপাতাল নয়, সূত্রের খবর সরকারি হাসপাতালেও (Government Hospital) বেশ কিছু টাকা সরকারের থেকে পাওনা রয়েছে হাসপাতালগুলির । এই প্রকল্পে চিকিৎসা বাবদ সরকারি হাসপাতালগুলির প্রাপ্য 250 কোটি টাকা এখনও মেটানো হয়নি । এ প্রসঙ্গে স্বাস্থ্য দফতর জানায়, সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলি চালানোর পরিষেবা ও যাবতীয় খরচ রাজ্য বাজেট থেকে নিয়ম মাফিক মেটানো হচ্ছে । স্বাস্থ্যসাথীর বকেয়া টাকা না পেলে তাদের বিরাট কোনও ক্ষতি নেই । এর সঙ্গে সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার কোনও সম্পর্ক নেই । প্রকল্প যেমন চলছে তেমনই চলবে ।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের