ETV Bharat / state

কলকাতায় বিদেশী নোটসহ উদ্ধার প্রচুর টাকা, সন্দেহ আন্তর্জাতিক যোগের - কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স

দমদম স্টেশন চত্বর থেকে বড় অঙ্কের টাকা উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে ।

money
উদ্ধার হওয়া টাকা
author img

By

Published : Dec 6, 2019, 5:42 AM IST

কলকাতা, ৬ ডিসেম্বর : শহরে ফের বড় অঙ্কের টাকা উদ্ধার । শুধু টাকাই নয় সঙ্গে ডলার । এবার অঙ্কটা 14 লাখ 72 হাজার, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার । পুলিশের সন্দেহ, এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক যোগ । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ কলকাতা পুলিশের টাস্কফোর্সের গোয়েন্দারা হাজির ছিল দমদম স্টেশন চত্বরে । খবর ছিল মোটা অঙ্কের হাওয়ালার টাকা ঢুকবে শহরে । সেইমতো এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ । জলপাইগুড়ির ময়নাগড়ের বাসিন্দা দীপক বিশ্বাস (29)-কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বর্তমানে তার ঠিকানা নাগেরবাজার । পুলিশের সন্দেহ, আজ উত্তরবঙ্গের ট্রেনে সে কলকাতায় ফেরে । ওই টাকা নেপাল কিংবা ভুটান হয়ে কলকাতায় ঢুকেছে । তার কাছে তল্লাশি চালাতে উদ্ধার হয় 14 লাখ 72 হাজার টাকা, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার । ওই টাকা এবং ডলার রাখার কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি সে । সেই সূত্রেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

money
ধৃত দীপক বিশ্বাস

তদন্তকারীদের সন্দেহ, রুট বদলেছে হাওয়ালা চক্রীরা । এবার তারা ধরেছে নেপাল কিংবা ভুটানের পথ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো খবর জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

কলকাতা, ৬ ডিসেম্বর : শহরে ফের বড় অঙ্কের টাকা উদ্ধার । শুধু টাকাই নয় সঙ্গে ডলার । এবার অঙ্কটা 14 লাখ 72 হাজার, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার । পুলিশের সন্দেহ, এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক যোগ । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ কলকাতা পুলিশের টাস্কফোর্সের গোয়েন্দারা হাজির ছিল দমদম স্টেশন চত্বরে । খবর ছিল মোটা অঙ্কের হাওয়ালার টাকা ঢুকবে শহরে । সেইমতো এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ । জলপাইগুড়ির ময়নাগড়ের বাসিন্দা দীপক বিশ্বাস (29)-কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বর্তমানে তার ঠিকানা নাগেরবাজার । পুলিশের সন্দেহ, আজ উত্তরবঙ্গের ট্রেনে সে কলকাতায় ফেরে । ওই টাকা নেপাল কিংবা ভুটান হয়ে কলকাতায় ঢুকেছে । তার কাছে তল্লাশি চালাতে উদ্ধার হয় 14 লাখ 72 হাজার টাকা, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার । ওই টাকা এবং ডলার রাখার কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি সে । সেই সূত্রেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

money
ধৃত দীপক বিশ্বাস

তদন্তকারীদের সন্দেহ, রুট বদলেছে হাওয়ালা চক্রীরা । এবার তারা ধরেছে নেপাল কিংবা ভুটানের পথ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো খবর জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

Intro:কলকাতা, ৬ ডিসেম্বর: শহরে ফের বড় অংকের টাকা উদ্ধার। শুধু টাকাই নয় সঙ্গে ডলার। এবার অংকটা 14 লাখ 72 হাজার, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার। পুলিশের সন্দেহ, এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক যোগ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।



Body:পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে আজ কলকাতা পুলিশের টাস্কফোর্সের গোয়েন্দারা হাজির ছিল দমদম স্টেশন চত্বরে। খবর ছিল মোটা অংকের হাওয়ালার টাকা ঢুকবে শহরে। সেইমতো এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। তার নাম দীপক বিশ্বাস। বয়স 29। বর্তমান ঠিকানা নাগেরবাজার। কিন্তু আদতে সে জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দা। পুলিশের সন্দেহ আজ উত্তরবঙ্গের ট্রেনে সে কলকাতায় ফেরে। ওই টাকা নেপাল কিম্বা ভুটান দিয়ে কলকাতায় ঢুকেছে। তার কাছে তল্লাশি চালাতে উদ্ধার হয় 14 লাখ 72 হাজার টাকা, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার। ওই টাকা এবং ডলার রাখার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি সে। সেই সূত্রেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।



Conclusion:তদন্তকারীদের সন্দেহ, এই টাকা এবং ডলার এসেছে নেপাল কিংবা ভুটান থেকে। অর্থাৎ রুট বদলেছে হাওয়ালা চক্রীরা। এবার তারা ধরেছে নেপাল কিংবা ভুটানের পথ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চাকরির খবর জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.