ETV Bharat / state

HC on TMC সম্পত্তি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ প্রত্যাহারের আবেদন 3 তৃণমূল নেতার - সম্পত্তি সংক্রান্ত মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ প্রত্যাহারের আবেদন 3 তৃণমূল নেতার

শাসকদলের নেতা ও মন্ত্রীদের সম্পত্তি কীভাবে বাড়ছে এই মামলায় ইডিকে যুক্ত হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ এবার সেই মামলায় ইডিকে যুক্ত হওয়ার নির্দেশ প্রত্যাহারের জন্য হাইকোর্টে আবেদন জানালেন তিন তৃণমূল নেতা(HC on TMC)৷

high court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Aug 12, 2022, 4:35 PM IST

কলকাতা, 12 অগস্ট: তৃণমূলের 19 জন নেতার সম্পত্তি সংক্রান্ত মামলায় ইডিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রত্যাহারের জন্য আবেদন জানালেন তিন তৃণমূল নেতা (3 TMC leaders get Petition at high court for withdrawing order of involving ED in property cases)৷ যার মধ্যে রয়েছেন অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম । শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান তাঁরা ৷ 12 সেপ্টেম্বর মূল মামলার সঙ্গে এই আবেদনের শুনানির সম্ভাবনা ।

শাসকদল তথা তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা জানতে চেয়ে বিপ্লব কুমার চৌধুরী ও অনিন্দ্য সুন্দর দাস নামে দু'জন ব্যক্তি 2017 সালে হাইকোর্টে মামলা দায়ের করেন । মামলায় যুক্ত করা হয় শাসকদলের 19 জন তাবড় তাবড় নেতা-মন্ত্রীর নাম । সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইডিকে পার্টি হিসাবে যুক্ত করার নির্দেশ দিয়েছে ।

তারপরই শাসকদল তৃণমূলের তরফে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানানো হয় ওই মামলায় একাধিক বাম ও অন্যান্য দলের নেতা-মন্ত্রীদের আয়ের হিসাবও চাওয়া হয়েছে । সেখানে সংবাদমাধ্যম শুধুমাত্র শাসকদলের নেতা-নেত্রীদের নাম উল্লেখ করে ফলাও করে প্রচার করছে । 19 জনের নামের মধ্যে নাম ছিলেন এই তিন নেতাও । এদিন এই তিন নেতা অর্থাৎ ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায় ইডিকে এই মামলায় যুক্ত করার নির্দেশ প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন ।

কলকাতা, 12 অগস্ট: তৃণমূলের 19 জন নেতার সম্পত্তি সংক্রান্ত মামলায় ইডিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রত্যাহারের জন্য আবেদন জানালেন তিন তৃণমূল নেতা (3 TMC leaders get Petition at high court for withdrawing order of involving ED in property cases)৷ যার মধ্যে রয়েছেন অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম । শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান তাঁরা ৷ 12 সেপ্টেম্বর মূল মামলার সঙ্গে এই আবেদনের শুনানির সম্ভাবনা ।

শাসকদল তথা তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা জানতে চেয়ে বিপ্লব কুমার চৌধুরী ও অনিন্দ্য সুন্দর দাস নামে দু'জন ব্যক্তি 2017 সালে হাইকোর্টে মামলা দায়ের করেন । মামলায় যুক্ত করা হয় শাসকদলের 19 জন তাবড় তাবড় নেতা-মন্ত্রীর নাম । সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইডিকে পার্টি হিসাবে যুক্ত করার নির্দেশ দিয়েছে ।

তারপরই শাসকদল তৃণমূলের তরফে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানানো হয় ওই মামলায় একাধিক বাম ও অন্যান্য দলের নেতা-মন্ত্রীদের আয়ের হিসাবও চাওয়া হয়েছে । সেখানে সংবাদমাধ্যম শুধুমাত্র শাসকদলের নেতা-নেত্রীদের নাম উল্লেখ করে ফলাও করে প্রচার করছে । 19 জনের নামের মধ্যে নাম ছিলেন এই তিন নেতাও । এদিন এই তিন নেতা অর্থাৎ ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায় ইডিকে এই মামলায় যুক্ত করার নির্দেশ প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন ।

আরও পড়ুন : শাসক দলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে বাড়ছে, মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

For All Latest Updates

TAGGED:

HC on TMC
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.