ETV Bharat / state

ফ্লিপকার্টের নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেপ্তার 3 - online

দীর্ঘদিন ধরেই ফ্লিপকার্টের নামে প্রতারণা করা হচ্ছিল ৷ অভিযোগ পেয়ে গতকাল কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 20, 2019, 5:09 PM IST

কলকাতা, 20 জুলাই : ফ্লিপকার্টের লোগো এবং নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল৷ এর শিকার হয়েছিলেন অনেকেই । ওই সংস্থার ভাবমূর্তিও নষ্ট হচ্ছিল ৷ তাদের তরফেই দায়ের করা হয় অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল গ্রেপ্তার করা হয় তিনজনকে ।

গত বছর ডিসেম্বর মাসের ঘটনা । তখন থেকেই ওই বিপণি সংস্থার নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল । একাধিক ব্যক্তিকে ফোন এবং ইমেইল করে বলা হয়, ওই সংস্থার তরফে লাকি ড্র-এর আয়োজন করা হয়েছে । নামি অনলাইন বিপণি সংস্থার লোগো দেখে বিষয়টি বিশ্বাস করেন অনেকেই । তাঁদের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ডিপোজ়িট করার জন্য বলা হয় । সেই সূত্রে অনেকেই প্রতারিত হন ।

এদিকে বিষয়টি নজরে আসে ফ্লিপকার্টের । 6 মার্চ ওই সংস্থার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে । তদন্তকারীরা জানতে পারে, বাইরের কেউ নয় কলকাতা থেকেই চালানো হচ্ছিল এই প্রতারণা চক্র । CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের আগে থেকে চিহ্নিত করেছিল পুলিশ ।

ওই দুই অভিযুক্তকে GPO এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । নাম গুলারাজ আহমেদ, বিশাল শর্মা । তাদের জেরা করে মহম্মদ সাদিকের খোঁজ পায় পুলিশ । তাকে বাইপাস ধাবা থেকে গ্রেপ্তার করা হয় । পরে বাগুইহাটি প্রফুল্ল কাননে একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় । সেখান থেকে বেশকিছু নথি, ডাটাবেস, CPU সিজ় করা হয় ।

কলকাতা, 20 জুলাই : ফ্লিপকার্টের লোগো এবং নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল৷ এর শিকার হয়েছিলেন অনেকেই । ওই সংস্থার ভাবমূর্তিও নষ্ট হচ্ছিল ৷ তাদের তরফেই দায়ের করা হয় অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল গ্রেপ্তার করা হয় তিনজনকে ।

গত বছর ডিসেম্বর মাসের ঘটনা । তখন থেকেই ওই বিপণি সংস্থার নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল । একাধিক ব্যক্তিকে ফোন এবং ইমেইল করে বলা হয়, ওই সংস্থার তরফে লাকি ড্র-এর আয়োজন করা হয়েছে । নামি অনলাইন বিপণি সংস্থার লোগো দেখে বিষয়টি বিশ্বাস করেন অনেকেই । তাঁদের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ডিপোজ়িট করার জন্য বলা হয় । সেই সূত্রে অনেকেই প্রতারিত হন ।

এদিকে বিষয়টি নজরে আসে ফ্লিপকার্টের । 6 মার্চ ওই সংস্থার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে । তদন্তকারীরা জানতে পারে, বাইরের কেউ নয় কলকাতা থেকেই চালানো হচ্ছিল এই প্রতারণা চক্র । CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের আগে থেকে চিহ্নিত করেছিল পুলিশ ।

ওই দুই অভিযুক্তকে GPO এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । নাম গুলারাজ আহমেদ, বিশাল শর্মা । তাদের জেরা করে মহম্মদ সাদিকের খোঁজ পায় পুলিশ । তাকে বাইপাস ধাবা থেকে গ্রেপ্তার করা হয় । পরে বাগুইহাটি প্রফুল্ল কাননে একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় । সেখান থেকে বেশকিছু নথি, ডাটাবেস, CPU সিজ় করা হয় ।

Intro:কলকাতা, ২০ জুলাই: অনলাইন বিপনী সংস্থা ফ্লিপকার্টের লোগো এবং নাম ব্যবহার করে অনলাইন প্রতারণা। তার শিকার হয়েছিলেন অনেকেই। ক্ষতি হয়েছিল বিপনী সংস্থার নামের। সেই সূত্রে ওই বিপনীর তরফে দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের সূত্র ধরে, গ্রেপ্তার করা হলো তিন জনকে। তাদের আজ আদালতে পেশ করা হয়েছে।Body:ঘটনা গত বছর ডিসেম্বর মাসের। তখন থেকেই ফ্লিপকার্টের নাম ব্যবহার করে প্রচারণায় নামে প্রতারকরা। ফোনে এবং ইমেইলে বিভিন্ন ব্যক্তিকে বলা হয়, ফ্লিপকার্ট এর তরফে লাকি ড্র এর আয়োজন করা হয়েছে। নামি অনলাইন বিপনী সংস্থার লোগো সহ অন্য সবকিছু দেখে বিষয়টি বিশ্বাস করেন অনেকেই। প্রতারক দল তাদের বিভিন্ন একাউন্টে টাকা ডিপোজিট করার জন্য বলে। সেই সূত্রে অনেকেই প্রতারিত হন। এদিকে বিষয়টি নজরে আসে ফ্লিপকার্টের। 6 মার্চ ফ্লিপকার্টের তরফে অ্যান্ড্রু ডমিনি অ্যান্টনি পল হেয়ার স্ট্রিট থানায় দায়ের করেন অভিযোগ। ঘটনায় হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শুরু করে তদন্ত। দীর্ঘ তদন্তের পর পুলিশ জানতে পারে ভাইদের কেউ নয় কলকাতা থেকেই চালানো হয়েছিল এই প্রতারণা চক্র। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করেছিল আগেই।
Conclusion:গতকাল সন্ধ্যায় সোর্স মারফত খবর পায় পুলিশ দুই অভিযুক্তকে দেখা গেছে জিপিও এলাকায়। সেখানেই গ্রেপ্তার করা হয় গুলারাজ আহমেদ, বিশাল শর্মাকে। তাদের জেরা করে মহম্মদ সাদিকের খোঁজ পায় পুলিশ। তাকে বেশি রাতে বাইপাস খাবার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে বাগুইহাটি প্রফুল্ল কাননে একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখানে প্রতারণার বেশকিছু ডকুমেন্ট, ডাটাবেস, CPU সিজ করা হয়। আজ তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে।




For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.