কলকাতা, 2 ডিসেম্বর: কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন , রাজ্যে উন্নয়নের কাজ অনেকটাই হয়ে গেছে । কিছু আর বাকি নেই । অথচ তাঁরই ঘোষণা করা "দুয়ারে সরকার" প্রকল্পে প্রথম দিনেই জমা পড়ল তিন লাখের বেশি আবেদন । সরকার ঘোষিত এই কর্মসূচিতে মানুষের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । তবে সমালোচকরা বলছেন, সব কাজ শেষ হয়ে গেলে দুয়ারে সরকার প্রকল্পের প্রথম দিনেই এত আবেদন জমা পড়ল কেন ? ইতিমধ্যেই বামেরা এই প্রকল্পকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ করেছে ।
গতকাল থেকে শুরু হয়েছে "দুয়ারে সরকার" প্রকল্প । ইতিমধ্যে এই নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করেছেন । তাঁর আহ্বান, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুযোগ পেতে সবাই প্রশাসনিক ক্যাম্পে যান । মোট চার দফায় ক্যাম্প বসবে । কোন কোন সময় সেই ক্যাম্প বসবে তাও টুইটে উল্লেখ করে দিয়েছেন তিনি। রাজ্য সরকারের প্রায় সবকটি প্রকল্পের সুবিধা এই প্রকল্পে মিলবে বলে জানানো হয়েছে। এইসব প্রকল্প নিয়ে কোনও অভিযোগ কিংবা সুবিধা পাওয়ার বিষয় থাকলে, ক্যাম্পে আবেদন করা যাবে । এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে । এর জন্য রাজ্যের ব্লকগুলিতে প্রায় 20 হাজার ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে রাজ্যের । গতকাল সকাল 10 টা থেকে কাজ শুরু হয় । ক্যাম্প চলে বিকেল 4টে পর্যন্ত । নবান্ন সূত্রে খবর , গতকাল সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত 3 লাখের বেশি আবেদন জমা পড়েছে এই কর্মসূচিতে ।
30 নভেম্বর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "দুয়ারে সরকার" কর্মসূচিতে কড়া নজরদারি চালাবে নবান্ন । অভিযোগ অনুযায়ী সব জায়গায় মানুষের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখা হবে । " আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পকে তুরুপের তাস হিসেবে দেখছে তৃণমূল । একদিকে সরকারের তরফে প্রথম দিনেই সাফল্যের প্রচার চলছে । অন্যদিকে, তাতে নেতিবাচক দিক খুঁজে পাচ্ছে বিরোধীরা । প্রকল্প আরও বিস্তার পেলে সরকারের সমালোচনা বিরোধীদের ইশু হয় কি না এখন সেটাই দেখার ।
"দুয়ারে সরকার" প্রকল্পে প্রথম দিনেই জমা পড়ল 3 লাখ আবেদন - 3 lakh applications submitted door to door project
বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সকলের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকার ৷ ব্লকে ব্লকে ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন তিনি । এই ক্যাম্পে মানুষ তাঁদের অভাব অভিযোগ অসুবিধার কথা জানাতে পারবেন । গতকাল এই প্রকল্পের সূচনার দিনেই প্রায় তিন লাখ আবেদন জমা পড়েছে । যদিও এই বিষয় নিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি ।
!["দুয়ারে সরকার" প্রকল্পে প্রথম দিনেই জমা পড়ল 3 লাখ আবেদন Kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9732977-thumbnail-3x2-kol.jpg?imwidth=3840)
কলকাতা, 2 ডিসেম্বর: কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন , রাজ্যে উন্নয়নের কাজ অনেকটাই হয়ে গেছে । কিছু আর বাকি নেই । অথচ তাঁরই ঘোষণা করা "দুয়ারে সরকার" প্রকল্পে প্রথম দিনেই জমা পড়ল তিন লাখের বেশি আবেদন । সরকার ঘোষিত এই কর্মসূচিতে মানুষের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । তবে সমালোচকরা বলছেন, সব কাজ শেষ হয়ে গেলে দুয়ারে সরকার প্রকল্পের প্রথম দিনেই এত আবেদন জমা পড়ল কেন ? ইতিমধ্যেই বামেরা এই প্রকল্পকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ করেছে ।
গতকাল থেকে শুরু হয়েছে "দুয়ারে সরকার" প্রকল্প । ইতিমধ্যে এই নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করেছেন । তাঁর আহ্বান, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুযোগ পেতে সবাই প্রশাসনিক ক্যাম্পে যান । মোট চার দফায় ক্যাম্প বসবে । কোন কোন সময় সেই ক্যাম্প বসবে তাও টুইটে উল্লেখ করে দিয়েছেন তিনি। রাজ্য সরকারের প্রায় সবকটি প্রকল্পের সুবিধা এই প্রকল্পে মিলবে বলে জানানো হয়েছে। এইসব প্রকল্প নিয়ে কোনও অভিযোগ কিংবা সুবিধা পাওয়ার বিষয় থাকলে, ক্যাম্পে আবেদন করা যাবে । এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে । এর জন্য রাজ্যের ব্লকগুলিতে প্রায় 20 হাজার ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে রাজ্যের । গতকাল সকাল 10 টা থেকে কাজ শুরু হয় । ক্যাম্প চলে বিকেল 4টে পর্যন্ত । নবান্ন সূত্রে খবর , গতকাল সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত 3 লাখের বেশি আবেদন জমা পড়েছে এই কর্মসূচিতে ।
30 নভেম্বর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "দুয়ারে সরকার" কর্মসূচিতে কড়া নজরদারি চালাবে নবান্ন । অভিযোগ অনুযায়ী সব জায়গায় মানুষের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে কি না সেই বিষয়ে নজর রাখা হবে । " আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পকে তুরুপের তাস হিসেবে দেখছে তৃণমূল । একদিকে সরকারের তরফে প্রথম দিনেই সাফল্যের প্রচার চলছে । অন্যদিকে, তাতে নেতিবাচক দিক খুঁজে পাচ্ছে বিরোধীরা । প্রকল্প আরও বিস্তার পেলে সরকারের সমালোচনা বিরোধীদের ইশু হয় কি না এখন সেটাই দেখার ।