ETV Bharat / state

3 Congress MLA in HC: জরুরি হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ ঝাড়খণ্ডের 3 বিধায়ক - জরুরি হস্তক্ষেপ চেয়ে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক হাইকোর্টে গেলেন

গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক এবার জরুরি হস্তক্ষেপ চেয়ে আদালতের আছে আবেদন জানালেন(Jharkhand 3 Congress MLA in HC)৷

Calcutta High Court
আদালতের দ্বারস্থ ঝাড়খণ্ডের 3 বিধায়ক
author img

By

Published : Aug 3, 2022, 4:24 PM IST

Updated : Aug 3, 2022, 6:34 PM IST

কলকাতা, 3 অগস্ট: আদালতের দ্বারস্থ ঝাড়খণ্ডের ধৃত তিন কংগ্রেস বিধায়ক । রাজ্যের সিআইডি তদন্তে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন জানান তাঁরা(3 Jharkhand MLAs approach high court seeking urgent intervention)। জরুরি মামলার অনুমতি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের । ঝাড়খণ্ডের তিন বিধায়ককে গ্রেফতার মামলার শুনানি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর বেঞ্চে ।

বিধায়কদের তরফে আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, হাওড়ার পাঁচলা থানা ঝাড়খণ্ডের তিন বিধায়ককে 48 লক্ষ টাকা-সহ গ্রেফতার করা হয়েছে । কিন্তু আয়কর বা কালো টাকা আইনে তাঁদের গ্রেফতার করা হয়নি । এর পিছনে মন্ত্রী বিধায়কদের কেনার কোনও চক্রান্ত থাকতে পারে ।

এই ঘটনায় বিচারপতি জানতে চান আপনারা কী চাইছেন ?

এই বিষয়ে ধৃত বিধায়কদের আইনজীবী লুথরা জানান, তদন্তভার সিবিআই অথবা অন্য কোনও স্বাধীন কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হোক । পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী, আশঙ্কা থাকছে ৷ এই ঘটনাকে রাজ্য সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে । রাজ্য সরকার বৃহস্পতিবার তাঁদের বক্তব্য জানাবে এই মামলায় ।

শনিবার হাওড়া সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের ওই তিন বিধায়ক ৷ শনিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে ৷ ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল ৷ পুলিশ জানিয়েছে, বিধায়কদের গাড়ি থেকে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ এই টাকা কোথা থেকে পেলেন তার সন্তোষজনক ব্যাখ্যা কেউই দিতে পারেননি ৷


জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই তিন বিধায়ক শুক্রবার গুয়াহাটি গিয়েছিলেন ৷ পরেরদিনই কলকাতায় ফিরে আসেন ৷ একরাতের জন্য কেন তারা অসম গিয়েছিলেন, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় ৷ কংগ্রেস প্রথম থেকেই দাবি তুলেছে, ঝাড়খণ্ডে জেজেএম-কংগ্রেসের জোট সরকার ফেলতে তৎপর হয়ে উঠেছে বিজেপি ৷ তারপর বিধায়কদের গুয়াহাটিতে যাওয়ার খবরে সেই দাবি আরও জোরালো হয়ে উঠেছে ৷ যদিও পুলিশের কাছে ওই তিন বিধায়ক প্রথমে জানান, তাঁদের গন্তব্য ছিল মন্দারমণি ৷ ফেরার সময় কলকাতার বড়বাজার থেকে শাড়ি কেনার কথা ছিল ৷ আগামী 9 অগস্ট আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডে নিজের নিজের এলাকায় সেই শাড়ি বিতরণ করার কথা ছিল ৷ শাড়ি কিনতেই তাঁরা কলকাতায় আসেন ।

আরও পড়ুন : হাওড়ায় গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

কলকাতা, 3 অগস্ট: আদালতের দ্বারস্থ ঝাড়খণ্ডের ধৃত তিন কংগ্রেস বিধায়ক । রাজ্যের সিআইডি তদন্তে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন জানান তাঁরা(3 Jharkhand MLAs approach high court seeking urgent intervention)। জরুরি মামলার অনুমতি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের । ঝাড়খণ্ডের তিন বিধায়ককে গ্রেফতার মামলার শুনানি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর বেঞ্চে ।

বিধায়কদের তরফে আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, হাওড়ার পাঁচলা থানা ঝাড়খণ্ডের তিন বিধায়ককে 48 লক্ষ টাকা-সহ গ্রেফতার করা হয়েছে । কিন্তু আয়কর বা কালো টাকা আইনে তাঁদের গ্রেফতার করা হয়নি । এর পিছনে মন্ত্রী বিধায়কদের কেনার কোনও চক্রান্ত থাকতে পারে ।

এই ঘটনায় বিচারপতি জানতে চান আপনারা কী চাইছেন ?

এই বিষয়ে ধৃত বিধায়কদের আইনজীবী লুথরা জানান, তদন্তভার সিবিআই অথবা অন্য কোনও স্বাধীন কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হোক । পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী, আশঙ্কা থাকছে ৷ এই ঘটনাকে রাজ্য সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে । রাজ্য সরকার বৃহস্পতিবার তাঁদের বক্তব্য জানাবে এই মামলায় ।

শনিবার হাওড়া সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের ওই তিন বিধায়ক ৷ শনিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে ৷ ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল ৷ পুলিশ জানিয়েছে, বিধায়কদের গাড়ি থেকে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ এই টাকা কোথা থেকে পেলেন তার সন্তোষজনক ব্যাখ্যা কেউই দিতে পারেননি ৷


জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই তিন বিধায়ক শুক্রবার গুয়াহাটি গিয়েছিলেন ৷ পরেরদিনই কলকাতায় ফিরে আসেন ৷ একরাতের জন্য কেন তারা অসম গিয়েছিলেন, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় ৷ কংগ্রেস প্রথম থেকেই দাবি তুলেছে, ঝাড়খণ্ডে জেজেএম-কংগ্রেসের জোট সরকার ফেলতে তৎপর হয়ে উঠেছে বিজেপি ৷ তারপর বিধায়কদের গুয়াহাটিতে যাওয়ার খবরে সেই দাবি আরও জোরালো হয়ে উঠেছে ৷ যদিও পুলিশের কাছে ওই তিন বিধায়ক প্রথমে জানান, তাঁদের গন্তব্য ছিল মন্দারমণি ৷ ফেরার সময় কলকাতার বড়বাজার থেকে শাড়ি কেনার কথা ছিল ৷ আগামী 9 অগস্ট আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়খণ্ডে নিজের নিজের এলাকায় সেই শাড়ি বিতরণ করার কথা ছিল ৷ শাড়ি কিনতেই তাঁরা কলকাতায় আসেন ।

আরও পড়ুন : হাওড়ায় গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

Last Updated : Aug 3, 2022, 6:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.