ETV Bharat / state

Presidency Correctional Home: প্রেসিডেন্সি সংশোধনাগারে যোগার মাধ্যমে বুদ্ধের জীবনী, তুলে ধরবেন 23 জন বন্দি - yoga

প্রেসিডেন্সি সংশোধনাগারে অন্যকরম যোগা দিবস উদযাপন ৷ যোগব্যায়ামের মাধ্যমে বুদ্ধের জীবনী তুলে ধরবেন বন্দিরা ৷

Presidency Correctional Home
প্রেসিডেন্সি সংশোধনাগার
author img

By

Published : Jun 20, 2023, 10:51 PM IST

কলকাতা, 20 জুন: আগামিকাল অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস । আর এই আন্তর্জাতিক যোগ দিবসকে নিয়ে প্রায় সপ্তাহখানেক ধরে চরম উন্মাদনা প্রেসিডেন্সি সংশোধনাগারের অন্তরে । কারণ এবারের আন্তর্জাতিক যোগা দিবসটা একটু অন্যরকমভাবে কাটাতে চলেছেন সেখানকার বন্দিরা ৷ ওই দিন মঞ্চে যোগব্যায়ামের মাধ্যমে গৌতম বুদ্ধের সমগ্র জীবনী তুলে ধরা হবে ৷ আর তা মঞ্চে ফুটিয়ে তুলবেন প্রেসিডেন্সি সংশোধনাগারেরই 23 জন বন্দি । গোটা নাটকের ভাষ্য পাঠ করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ।

এই বিষয়ে প্রেসিডেন্সি সংশোধনাগার সুপার ইটিভি ভারতকে জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে যাতে দেশবাসীকে তাক লাগিয়ে দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থাপনা । প্রতিবছরই যোগা দিবসে হাজার হাজার মানুয অংশ নেন । কিন্তু যোগ ব্যায়ামের মাধ্যমে একটি পুরো নাটক মঞ্চস্থ করা যেতে পারে, এমন উদাহরণ আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউই দেখাতে পারেননি ৷ যা প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা আগামিকাল দেখাতে চলেছেন । এর জন্য প্রায় সপ্তাহখানেক ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারে চলেছে জোরকদমে রিহার্সাল বা প্রস্তুতি পর্ব ।

সংশোধনাগার সূত্রের খবর, এই নাটকে অংশগ্রহণ করবেন এমন 23 জন বন্দি যারা অতীতে একটা সময় অন্ধকারময় পথে হেঁটেছিলেন ৷ কিংবা কেউ হাঁটতে বাধ্য হয়েছিলেন । কিন্তু এখানে প্রত্যেকেই সংশোধনের জন্য রয়েছেন ৷ তাই জন্যই জায়গাটিকে বলা হয় সংশোধনাগার । বুধবার বিকেল পাঁচটায় দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে গৌতম বুদ্ধের জীবনী 23 জন বন্দির যোগব্যয়ামের মাধ্যমে নাটকের আকারে তুলে ধরা হবে ৷ সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের এডিজি (কারা) সঞ্জয় সিং। পাশাপাশি উপস্থিত থাকছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট মানুষ ।

আরও পড়ুন: 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, রাষ্ট্রসংঘের সদর দফতরে 'ক্লাস' নেবেন মোদি

প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, "এর আগে কোথাও যোগব্যায়ামের মাধ্যমে বন্দিরা একটি মহাপুরুষের জীবনী মঞ্চস্থ করেছেন বলে আমার জানা নেই । এই প্রথম প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা তা করতে চলেছে ৷"

কলকাতা, 20 জুন: আগামিকাল অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস । আর এই আন্তর্জাতিক যোগ দিবসকে নিয়ে প্রায় সপ্তাহখানেক ধরে চরম উন্মাদনা প্রেসিডেন্সি সংশোধনাগারের অন্তরে । কারণ এবারের আন্তর্জাতিক যোগা দিবসটা একটু অন্যরকমভাবে কাটাতে চলেছেন সেখানকার বন্দিরা ৷ ওই দিন মঞ্চে যোগব্যায়ামের মাধ্যমে গৌতম বুদ্ধের সমগ্র জীবনী তুলে ধরা হবে ৷ আর তা মঞ্চে ফুটিয়ে তুলবেন প্রেসিডেন্সি সংশোধনাগারেরই 23 জন বন্দি । গোটা নাটকের ভাষ্য পাঠ করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ।

এই বিষয়ে প্রেসিডেন্সি সংশোধনাগার সুপার ইটিভি ভারতকে জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে যাতে দেশবাসীকে তাক লাগিয়ে দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থাপনা । প্রতিবছরই যোগা দিবসে হাজার হাজার মানুয অংশ নেন । কিন্তু যোগ ব্যায়ামের মাধ্যমে একটি পুরো নাটক মঞ্চস্থ করা যেতে পারে, এমন উদাহরণ আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউই দেখাতে পারেননি ৷ যা প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা আগামিকাল দেখাতে চলেছেন । এর জন্য প্রায় সপ্তাহখানেক ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারে চলেছে জোরকদমে রিহার্সাল বা প্রস্তুতি পর্ব ।

সংশোধনাগার সূত্রের খবর, এই নাটকে অংশগ্রহণ করবেন এমন 23 জন বন্দি যারা অতীতে একটা সময় অন্ধকারময় পথে হেঁটেছিলেন ৷ কিংবা কেউ হাঁটতে বাধ্য হয়েছিলেন । কিন্তু এখানে প্রত্যেকেই সংশোধনের জন্য রয়েছেন ৷ তাই জন্যই জায়গাটিকে বলা হয় সংশোধনাগার । বুধবার বিকেল পাঁচটায় দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে গৌতম বুদ্ধের জীবনী 23 জন বন্দির যোগব্যয়ামের মাধ্যমে নাটকের আকারে তুলে ধরা হবে ৷ সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের এডিজি (কারা) সঞ্জয় সিং। পাশাপাশি উপস্থিত থাকছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট মানুষ ।

আরও পড়ুন: 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, রাষ্ট্রসংঘের সদর দফতরে 'ক্লাস' নেবেন মোদি

প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, "এর আগে কোথাও যোগব্যায়ামের মাধ্যমে বন্দিরা একটি মহাপুরুষের জীবনী মঞ্চস্থ করেছেন বলে আমার জানা নেই । এই প্রথম প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা তা করতে চলেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.