ETV Bharat / state

রাজ‍্যে COVID-19-এ আক্রান্ত 22, মৃত 2: স্বাস্থ্য দপ্তর - কোরোনা ভাইরাস খবর

সোমবার রাত পর্যন্ত এ রাজ্যে নভেল কোরোনা ভাইরাস ডিজিজ (COVID-19)-এ আক্রান্তের সংখ্যা় 22। তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে ।

COVID-19
COVID-19
author img

By

Published : Mar 30, 2020, 10:12 PM IST

কলকাতা, 30 মার্চ: রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী সোমবার রাত পর্যন্ত এ রাজ্যে নভেল কোরোনা ভাইরাস ডিজিজ (COVID-19)-এ আক্রান্তের সংখ্যা় 22 । তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে । এছাড়া 32টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে ।

রবিবার পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী এ রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা ছিল 20 । গতকাল, স্বাস্থ্য দপ্তরের ঘোষণার পরে এ রাজ্যে আরও দুই আক্রান্তের খোঁজ পাওয়া যায় । তাঁদের একজনের সল্টলেকে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । 59 বছর বয়সি ওই ব্যক্তি হুগলির শেওড়াফুলির বাসিন্দা । অন্যজনের উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । তাঁর বয়স 77 বছর । এই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে । পাশাপাশি গতকাল স্বাস্থ্য দপ্তরের ঘোষণার পরে এ রাজ্যে আরও এক COVID-19 আক্রান্তের মৃত্যু হয়েছে । 44 বছর বয়সি সেই মহিলার চিকিৎসা চলছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 ।

সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন হাসপাতালে COVID-19-এর সংক্রমণ সন্দেহে 210 জন ভরতি রয়েছে । এখনও পর্যন্ত 519 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে 465টি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । শেষ পাওয়া খবর পর্যন্ত, 32টি নমুনার রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে । রাজ্যজুড়ে 101টি হাসপাতালে 1,327টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

কলকাতা, 30 মার্চ: রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী সোমবার রাত পর্যন্ত এ রাজ্যে নভেল কোরোনা ভাইরাস ডিজিজ (COVID-19)-এ আক্রান্তের সংখ্যা় 22 । তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে । এছাড়া 32টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে ।

রবিবার পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী এ রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা ছিল 20 । গতকাল, স্বাস্থ্য দপ্তরের ঘোষণার পরে এ রাজ্যে আরও দুই আক্রান্তের খোঁজ পাওয়া যায় । তাঁদের একজনের সল্টলেকে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । 59 বছর বয়সি ওই ব্যক্তি হুগলির শেওড়াফুলির বাসিন্দা । অন্যজনের উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । তাঁর বয়স 77 বছর । এই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে । পাশাপাশি গতকাল স্বাস্থ্য দপ্তরের ঘোষণার পরে এ রাজ্যে আরও এক COVID-19 আক্রান্তের মৃত্যু হয়েছে । 44 বছর বয়সি সেই মহিলার চিকিৎসা চলছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 ।

সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন হাসপাতালে COVID-19-এর সংক্রমণ সন্দেহে 210 জন ভরতি রয়েছে । এখনও পর্যন্ত 519 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে 465টি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । শেষ পাওয়া খবর পর্যন্ত, 32টি নমুনার রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে । রাজ্যজুড়ে 101টি হাসপাতালে 1,327টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.