ETV Bharat / state

রাজ্যে ফের এল দু'লাখের বেশি কোভিশিল্ড

পুনে থেকে কলকাতায় এসে পৌঁছাল 2 লাখ 12 হাজার 460টি কোভিশিল্ড ভ্যাকসিন ৷ বাগবাজার সেন্ট্রাল স্টোরে সংরক্ষণ করা হচ্ছে ৷

রাজ্যে ফের এল দু'লাখের বেশি কোভিশিল্ড
রাজ্যে ফের এল দু'লাখের বেশি কোভিশিল্ড
author img

By

Published : May 19, 2021, 11:31 AM IST

কলকাতা, 19 মে : রাজ্যে এল আরও 2 লাখের বেশি কোভিশিল্ড ৷ আজ সকালে কলকাতা বিমান বন্দরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে এল 2 লাখ 12 হাজার 460টি কোভিশিল্ড ভ্যাকসিন ৷ আজ সকাল সাড়ে 9 টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে করে পুনে থেকে ভ্যাকসিন আসে ৷ চলতি মাসের 10 তারিখে 7 লাখের বেশি কোভিশিল্ড ভ্যাকসিন এসেছিল ৷

পুনে থেকে আসা এই কোভিশিল্ড বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানেই সংরক্ষণ করে রাখা হবে ৷ রাজ্যজুড়ে করোনা মোকাবিলায় ভ্যাকসিনের হাহাকার শুরু হয়েছে ৷ তারই মধ্যে রাজ্যে কোভিশিল্ড আসায় কিছুটা স্বস্তি মিলেছে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের বরাত অনুযায়ী এই ভ্যাকসিনের কনসাইনমেন্ট এসেছে রাজ্যে ৷ এই বরাত যদিও প্রয়োজনের তুলনায় অনেক কম, তাহলেও এই নতুন কনসাইনমেন্ট আসায় টিকাকরণের কাজে কিছুটা হলেও গতি আসবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : 7 লাখ 45 হাজার কোভিশিল্ড ভ্যাকসিন এল রাজ্যে

রাজ্যে ভ্যাকসিনের বিপুল পরিমাণ ঘাটতি রয়েছে ৷ তারই মধ্যে 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ অন্য দিকে বয়স্কদের দ্বিতীয় ডোজ়ের ভ্যাকসিন বাকি রয়েছে ৷ এমতাবস্থায় রাজ্যে প্রতি সপ্তাহে কম করে দুই বার ভ্যাকসিন আসছে ভিন রাজ্য থেকে ৷ রাজ্যে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মোট 19 হাজার 428 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 19 হাজার 50 জন ৷ এক দিনে মৃত্যু হয়েছে 145 জনের ৷

কলকাতা, 19 মে : রাজ্যে এল আরও 2 লাখের বেশি কোভিশিল্ড ৷ আজ সকালে কলকাতা বিমান বন্দরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে এল 2 লাখ 12 হাজার 460টি কোভিশিল্ড ভ্যাকসিন ৷ আজ সকাল সাড়ে 9 টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে করে পুনে থেকে ভ্যাকসিন আসে ৷ চলতি মাসের 10 তারিখে 7 লাখের বেশি কোভিশিল্ড ভ্যাকসিন এসেছিল ৷

পুনে থেকে আসা এই কোভিশিল্ড বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানেই সংরক্ষণ করে রাখা হবে ৷ রাজ্যজুড়ে করোনা মোকাবিলায় ভ্যাকসিনের হাহাকার শুরু হয়েছে ৷ তারই মধ্যে রাজ্যে কোভিশিল্ড আসায় কিছুটা স্বস্তি মিলেছে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের বরাত অনুযায়ী এই ভ্যাকসিনের কনসাইনমেন্ট এসেছে রাজ্যে ৷ এই বরাত যদিও প্রয়োজনের তুলনায় অনেক কম, তাহলেও এই নতুন কনসাইনমেন্ট আসায় টিকাকরণের কাজে কিছুটা হলেও গতি আসবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : 7 লাখ 45 হাজার কোভিশিল্ড ভ্যাকসিন এল রাজ্যে

রাজ্যে ভ্যাকসিনের বিপুল পরিমাণ ঘাটতি রয়েছে ৷ তারই মধ্যে 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ অন্য দিকে বয়স্কদের দ্বিতীয় ডোজ়ের ভ্যাকসিন বাকি রয়েছে ৷ এমতাবস্থায় রাজ্যে প্রতি সপ্তাহে কম করে দুই বার ভ্যাকসিন আসছে ভিন রাজ্য থেকে ৷ রাজ্যে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মোট 19 হাজার 428 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 19 হাজার 50 জন ৷ এক দিনে মৃত্যু হয়েছে 145 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.