কলকাতা, 31 মার্চ: চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে ৷ করোনা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত শিক্ষা সংসদের ৷ আগামী 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ চলতি বছরে 6727টি পরীক্ষা কেন্দ্র থাকছে । 2020 সালের তুলনায় তিন গুণ বেড়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা (HS Examination Will Held On Home Center)।
হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় সংসদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা । শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে নিয়োগ করা হয়েছে স্পেশাল সুপারভাইজার বা কাউন্সিল নমিনি । প্রতিটি পরীক্ষা হলে 2 জন ইনভিজিলেটর থাকবেন ৷ একজন হবেন মোবাইল ইনভিজিলেটর এবং দ্বিতীয়জন অন্যান্য কাজ করবেন ।
আরও পড়ুন : Ram Mohan Roy : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে রামমোহনের জন্মস্থান ভুল, ইংরেজিতে নামের বানানও দুরকম
আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিদ্যাসাগর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যদি কোনও স্কুলের বিরুদ্ধে গণটোকাটুকি বা এই ধরনের অভিযোগের খবর আসে, সেই ক্ষেত্রে স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে । এই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে স্কুলের রেজিস্ট্রেশন বাতিল হওয়া । তাই এই বিষয় সতর্ক হতে বলা হয়েছে স্কুলগুলিতে । আরও জানানো হয়েছে, যে পুলিশ ও বিশেষ অবজারভারের উপস্থিতিতেই হেড মাস্টার প্রশ্নপত্র খুলবেন । স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে রাখা হয়েছে সিসিটিভি নজরদারি ।