ETV Bharat / state

কলকাতায় বেটিং চক্র, গ্রেপ্তার 2 - kp

IPL-এর পর বিশ্বকাপেও সক্রিয় বেটিং চক্র । গতকাল কলকাতা থেকে বেটিং চক্র চালানোর জন্য গ্রেপ্তার করা হয় 2 জনকে ।

1
author img

By

Published : Jun 28, 2019, 1:12 PM IST

কলকাতা, 28 জুন : IPL-এর পর ক্রিকেট বিশ্বকাপ । ফের শহরে সক্রিয় ক্রিকেট বেটিং চক্র । গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । ধৃতরা হল মহম্মদ ইনাম ওরফে গুড্ডু ও রাজকুমার সাউ ।

কে টস জিতবে ? কে করবে প্রথমে ব্যাট ? কোন বোলার ক'টা উইকেট নেবে থেকে শুরু করে কোন ব্যটসম্যান কটা ছয় মারবে, সব নিয়েই চলছে বেটিং । এই চক্রে উড়ছিল লাখ লাখ টাকা । কলকাতা পুলিশের কাছে খবর ছিল অনেকদিন আগেই । সেই অনুযায়ী গতকাল শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দেয় গোয়েন্দারা ।

লালবাজার সূত্রে খবর, গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বেনিয়াপুকুর এলাকার 14 তাঁতিবাগান লেনে হানা দেয় গোয়েন্দাদের একটি দল । সেখানে হাতেনাতে পাকরাও করা হয় 30 বছরের মহম্মদ ইনাম ওরফে গুড্ডুকে । গুড্ডু মোবাইল ফোন ব্যবহার করে চালাচ্ছিল বেটিং । তার কাছ থেকে উদ্ধার হয় দুটি মোবাইল ।

1
উদ্ধার হওয়া সরঞ্জাম

গুড্ডুকে জেরা করে চৌভাগা রোড থেকে রাজকুমার সাউয়ের সন্ধান পায় পুলিশ । রাজকুমার এই চক্রের অন্যতম মাথা বলে দাবি গোয়েন্দাদের । সে তিলজলা থানা এলাকার 1 তপসিয়া ফার্স্ট লেন থেকে চালাচ্ছিল অপারেশন । রীতিমতো গুছিয়ে চালাচ্ছিল বেটিং চক্র । তার কাছে উদ্ধার হয় 46 হাজার টাকা । উদ্ধার হয় বেটিং চালানোর কম্পিউটার । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

কলকাতা, 28 জুন : IPL-এর পর ক্রিকেট বিশ্বকাপ । ফের শহরে সক্রিয় ক্রিকেট বেটিং চক্র । গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । ধৃতরা হল মহম্মদ ইনাম ওরফে গুড্ডু ও রাজকুমার সাউ ।

কে টস জিতবে ? কে করবে প্রথমে ব্যাট ? কোন বোলার ক'টা উইকেট নেবে থেকে শুরু করে কোন ব্যটসম্যান কটা ছয় মারবে, সব নিয়েই চলছে বেটিং । এই চক্রে উড়ছিল লাখ লাখ টাকা । কলকাতা পুলিশের কাছে খবর ছিল অনেকদিন আগেই । সেই অনুযায়ী গতকাল শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দেয় গোয়েন্দারা ।

লালবাজার সূত্রে খবর, গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বেনিয়াপুকুর এলাকার 14 তাঁতিবাগান লেনে হানা দেয় গোয়েন্দাদের একটি দল । সেখানে হাতেনাতে পাকরাও করা হয় 30 বছরের মহম্মদ ইনাম ওরফে গুড্ডুকে । গুড্ডু মোবাইল ফোন ব্যবহার করে চালাচ্ছিল বেটিং । তার কাছ থেকে উদ্ধার হয় দুটি মোবাইল ।

1
উদ্ধার হওয়া সরঞ্জাম

গুড্ডুকে জেরা করে চৌভাগা রোড থেকে রাজকুমার সাউয়ের সন্ধান পায় পুলিশ । রাজকুমার এই চক্রের অন্যতম মাথা বলে দাবি গোয়েন্দাদের । সে তিলজলা থানা এলাকার 1 তপসিয়া ফার্স্ট লেন থেকে চালাচ্ছিল অপারেশন । রীতিমতো গুছিয়ে চালাচ্ছিল বেটিং চক্র । তার কাছে উদ্ধার হয় 46 হাজার টাকা । উদ্ধার হয় বেটিং চালানোর কম্পিউটার । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

Intro:কলকাতা, ২৮ মে: IPL এর পর ক্রিকেট বিশ্বকাপ। ফের শহরে সক্রিয় ক্রিকেট বেটিং চক্র। কে টস জিতবে? কে করবে প্রথমে ব্যাট? কোন বোলার কটা উইকেট নেবে থেকে শুরু করে কোন ব্যটসম্যান মারবে কটা ছয়, সব নিয়েই চলছে বেটিং। উড়ছে লাখ লাখ টাকা। খবর পায় কলকাতা পুলিশের গোয়েন্দারা। অবশেষে গতরাতে ভারত- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দেয় গোয়েন্দারা। আর তাতেই পর্দা ফাঁস হয় বেটিং চক্রের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। উদ্ধার করা হয়েছে বেটিং চালানোর কম্পিউটার। Body:লালবাজার সূত্রে খবর, গত সন্ধ্যে ৭ টা নাগাদ বেনিয়াপুকুর এলাকার ১৪, তাঁতিবাগান লেনে হানা দেয় গোয়েন্দাদের একটি দল। সেখানে হাতে নাতে পাকরাও করা হয় ৩০ বছরের মহম্মদ ইনাম ওরফে গুড্ডুকে। গুড্ডু মোবাইল ফোন ব্যবহার করে চালাচ্ছিল বেটিং। তার কাছে উদ্ধার হয় দুটি মোবাইল। Conclusion:গুড্ডুকে জেরা করে চৌভাগা রোডের রাজকুমার সাউয়ের সন্ধান পায় পুলিশ। রাজকুমার এই চক্রের অন্যতম মাথা বলে দাবি গোয়েন্দাদের। সে তিলজলা থানা এলাকার ১, তপসিয়া ফার্স্ট লেন থেকে চালাচ্ছিল অপারেশন। রীতিমত গুছিয়ে চালাচ্ছিল বেটিং চক্র। তার কাছে উদ্ধার হয় ৪৬ হাজার টাকা। উদ্ধার হয় বেটিং চালানোর কম্পিউটার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.