ETV Bharat / state

কলকাতায় কোরোনায় আক্রান্ত আরও 2 চিকিৎসক - kolkata

কলকাতায় ক্রমাগত বেড়েই চলেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোরোনা আক্রান্তের সংখ্যা । আরও 2 জন চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 22, 2020, 3:21 PM IST

কলকাতা, 22 এপ্রিল : চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মীদের মধ্যে COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে । কলকাতায় আরও দুই চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।

গতকাল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক ও 4 জন নার্স COVID-19-এ আক্রান্ত হয়েছেন । আবার গতকালই গার্ডেনরিচে অবস্থিত সরকারি একটি হাসপাতালের 3 নার্স COVID-19-এ আক্রান্ত হয়েছেন । গতকাল এবং আগের দুই দিন, এই তিনদিন মিলিয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মোট 8 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন । কলকাতা, হাওড়াসহ রাজ‍্যের অন্য স্থান মিলিয়েও বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী COVID-19-এ আক্রান্ত হয়েছেন । চিকিৎসক-নার্সদের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনে । উদ্বিগ্ন নার্সদের সংগঠনও । এই সব সংগঠনের তরফে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন অনুযায়ী যথাযথ সুরক্ষা প্রদানের দাবি জানানো হচ্ছে ।

এই পরিস্থিতির মধ্যেই কলকাতায় আরও 2 চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই 2 জনের মধ্যে এক চিকিৎসক শিয়ালদহে অবস্থিত B R সিং হাসপাতালের। অন্য এক চিকিৎসক R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের । শেষ খবর পাওয়া পর্যন্ত, শিয়ালদহের রেলওয়ের হাসপাতালের ওই চিকিৎসকের সংস্পর্শে কতজন এসেছেন, এই চিকিৎসকের কাছ থেকে সংক্রমণ আর কাদের মধ‍্যে ছড়িয়ে পড়তে পারে, সেই সব বিষয়ে খোঁজখবর শুরু করে কতজনকে কোয়ারানটাইনে পাঠানো হবে, তার তালিকা তৈরি করা হচ্ছে । গাইডলাইন অনুযায়ী সেখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে । দুই দিন আগে মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের এক চিকিৎসকও COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এই জন্য সেখানকার বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।

কলকাতা, 22 এপ্রিল : চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মীদের মধ্যে COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে । কলকাতায় আরও দুই চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।

গতকাল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক ও 4 জন নার্স COVID-19-এ আক্রান্ত হয়েছেন । আবার গতকালই গার্ডেনরিচে অবস্থিত সরকারি একটি হাসপাতালের 3 নার্স COVID-19-এ আক্রান্ত হয়েছেন । গতকাল এবং আগের দুই দিন, এই তিনদিন মিলিয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মোট 8 জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন । কলকাতা, হাওড়াসহ রাজ‍্যের অন্য স্থান মিলিয়েও বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী COVID-19-এ আক্রান্ত হয়েছেন । চিকিৎসক-নার্সদের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনে । উদ্বিগ্ন নার্সদের সংগঠনও । এই সব সংগঠনের তরফে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন অনুযায়ী যথাযথ সুরক্ষা প্রদানের দাবি জানানো হচ্ছে ।

এই পরিস্থিতির মধ্যেই কলকাতায় আরও 2 চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই 2 জনের মধ্যে এক চিকিৎসক শিয়ালদহে অবস্থিত B R সিং হাসপাতালের। অন্য এক চিকিৎসক R G কর মেডিকেল কলেজ ও হাসপাতালের । শেষ খবর পাওয়া পর্যন্ত, শিয়ালদহের রেলওয়ের হাসপাতালের ওই চিকিৎসকের সংস্পর্শে কতজন এসেছেন, এই চিকিৎসকের কাছ থেকে সংক্রমণ আর কাদের মধ‍্যে ছড়িয়ে পড়তে পারে, সেই সব বিষয়ে খোঁজখবর শুরু করে কতজনকে কোয়ারানটাইনে পাঠানো হবে, তার তালিকা তৈরি করা হচ্ছে । গাইডলাইন অনুযায়ী সেখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে । দুই দিন আগে মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের এক চিকিৎসকও COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এই জন্য সেখানকার বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.