ETV Bharat / state

কলকাতা পুলিশ রিমান্ডে জামতারার 2 প্রতারক - কলকাতা পুলিশ রিমান্ডে জামতারার 2 প্রতারক

জামতারার দুই প্রতারক কলকাতা পুলিশের জালে । 29 জুলাই পর্যন্ত পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে বিচারক ।

2 fraudsters of Jamtara in Kolkata police remand
2 fraudsters of Jamtara in Kolkata police remand
author img

By

Published : Jul 24, 2020, 1:12 AM IST

কলকাতা, 23 জুলাই : জামতারায় রেড করে কলকাতা পুলিশের জালে দুই প্রতারক । গ্রেপ্তার করা হয় সঞ্জীব কুমার সিং এবং বিদেশ রক্ষিতকে। তাদের আজ ঝাড়খন্ড আদালতে তোলা হয় । বিচারক 29 জুলাই পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে ।

প্রতারণা যেন কুটির শিল্প । পড়শি রাজ্য ঝাড়খণ্ডের জামতারা হয়ে উঠেছে গোটা ভারতের মাথা ব্যথার কারণ । গোয়েন্দারা জানাচ্ছেন, সেখানে রীতিমতো কর্পোরেট কায়দায় খোলা হয়েছে অফিস । সেখানে তৈরি হয়েছে নানা ভাষার ডেস্ক । ভারতের বিভিন্ন প্রদেশের যুবক-যুবতিদের রীতিমতো চাকরি দেওয়া হয়েছে সেখানে । তাদের কাজ বিভিন্ন আঞ্চলিক ভাষায় টার্গেটের সঙ্গে কথা বলা ।

জামতারায় বেশ কয়েকটি গ্রামে চলছে সেই কাজ । প্রতারণার জন্য তারা নতুন নতুন সব ফন্দি-ফিকির বের করেছে । কিছুদিন আগে অ্যাপের মাধ্যমে ক্যাব বুকিং অ্যাপের মাধ্যমে, রেস্টুরেন্টে টেবিল বুকিংয়ের নামে, ব্যাঙ্কের নাম করে ফোন করে ATM কার্ডের তথ্য নেওয়ার মত সব প্রতারণা । এমন একটি ঘটনায় ঝাড়খন্ড থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

কলকাতা, 23 জুলাই : জামতারায় রেড করে কলকাতা পুলিশের জালে দুই প্রতারক । গ্রেপ্তার করা হয় সঞ্জীব কুমার সিং এবং বিদেশ রক্ষিতকে। তাদের আজ ঝাড়খন্ড আদালতে তোলা হয় । বিচারক 29 জুলাই পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে ।

প্রতারণা যেন কুটির শিল্প । পড়শি রাজ্য ঝাড়খণ্ডের জামতারা হয়ে উঠেছে গোটা ভারতের মাথা ব্যথার কারণ । গোয়েন্দারা জানাচ্ছেন, সেখানে রীতিমতো কর্পোরেট কায়দায় খোলা হয়েছে অফিস । সেখানে তৈরি হয়েছে নানা ভাষার ডেস্ক । ভারতের বিভিন্ন প্রদেশের যুবক-যুবতিদের রীতিমতো চাকরি দেওয়া হয়েছে সেখানে । তাদের কাজ বিভিন্ন আঞ্চলিক ভাষায় টার্গেটের সঙ্গে কথা বলা ।

জামতারায় বেশ কয়েকটি গ্রামে চলছে সেই কাজ । প্রতারণার জন্য তারা নতুন নতুন সব ফন্দি-ফিকির বের করেছে । কিছুদিন আগে অ্যাপের মাধ্যমে ক্যাব বুকিং অ্যাপের মাধ্যমে, রেস্টুরেন্টে টেবিল বুকিংয়ের নামে, ব্যাঙ্কের নাম করে ফোন করে ATM কার্ডের তথ্য নেওয়ার মত সব প্রতারণা । এমন একটি ঘটনায় ঝাড়খন্ড থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.