ETV Bharat / state

ফোন করলেই পৌঁছে যায় পুরিয়া, পার্কস্ট্রিটে গ্রেপ্তার 2 ড্রাগ পেডলার - seikh raja

পার্কস্ট্রিট থেকে বমাল গ্রেপ্তার দুই ড্রাগ পেডলার শেখ লতিফুদ্দিন ও শেখ রাজা । দু'লাখ টাকারও বেশি মূল্যের মাদক উদ্ধার হয়েছে । এর পিছনে কোনও আন্তর্জাতিক মাদক চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ড্রাগ পেডলার
author img

By

Published : Jun 19, 2019, 5:15 PM IST

কলকাতা, 19 জুন : এক ফোনে এক পুরিয়া! পার্টি বুঝে ঠিক হত দাম। 200, 500 থেকে হাজার টাকা কখনও তা চলে যেত দশ হাজারেও । পার্কস্ট্রিট চত্বরের নাইট ক্লাবগুলোতে আসা পার্টি হপারদের অনেকেই জানে সেই ফোন নম্বর। ডিজের বাজানো উদ্যাম মিউজ়িকে নাচের তালের মাঝে যেত ফোন। তারপরই হাজির হয়ে যেত ব্রাউন সুগারের পুরিয়া । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করল 2 ড্রাগ পেডলারকে । পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে দু'লাখ টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার ।

রাতের কলকাতার নাইট ক্লাবগুলোতে মাদকের রমরমা কারবার চলছে । এমন অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই । নাইট ক্লাবগুলোর সংলগ্ন অঞ্চল থেকে এর আগে LSD-র মত মাদক উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে ইয়ারবা । আবার দু-একটি ক্ষেত্রে কোকেনের মত মূল্যবান মাদকও উদ্ধার হয়েছে কলকাতার নাইট ক্লাবের আশপাশে।

পুলিশি কড়াকড়ি সত্ত্বেও বন্ধ হয়নি মাদক চক্রের কার্যকলাপ । লালবাজারে খবর আসছিল ফোনের মাধ্যমে চলছে মাদক চক্র । সেইমতো গতরাতে ওত পাতে পুলিশ। পুলিশের ফাঁদে ধরা দেয় দুই কুখ্যাত মাদক চক্রী। তাদের নাম শেখ লতিফুদ্দিন এবং শেখ রাজা । পুলিশ সূত্রে খবর এর আগে বেশ কিছু মাদক পাচারকারীকে জেরা করে এদের নাম পাওয়া গেছিল ।

কলকাতা, 19 জুন : এক ফোনে এক পুরিয়া! পার্টি বুঝে ঠিক হত দাম। 200, 500 থেকে হাজার টাকা কখনও তা চলে যেত দশ হাজারেও । পার্কস্ট্রিট চত্বরের নাইট ক্লাবগুলোতে আসা পার্টি হপারদের অনেকেই জানে সেই ফোন নম্বর। ডিজের বাজানো উদ্যাম মিউজ়িকে নাচের তালের মাঝে যেত ফোন। তারপরই হাজির হয়ে যেত ব্রাউন সুগারের পুরিয়া । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করল 2 ড্রাগ পেডলারকে । পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে দু'লাখ টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার ।

রাতের কলকাতার নাইট ক্লাবগুলোতে মাদকের রমরমা কারবার চলছে । এমন অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই । নাইট ক্লাবগুলোর সংলগ্ন অঞ্চল থেকে এর আগে LSD-র মত মাদক উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে ইয়ারবা । আবার দু-একটি ক্ষেত্রে কোকেনের মত মূল্যবান মাদকও উদ্ধার হয়েছে কলকাতার নাইট ক্লাবের আশপাশে।

পুলিশি কড়াকড়ি সত্ত্বেও বন্ধ হয়নি মাদক চক্রের কার্যকলাপ । লালবাজারে খবর আসছিল ফোনের মাধ্যমে চলছে মাদক চক্র । সেইমতো গতরাতে ওত পাতে পুলিশ। পুলিশের ফাঁদে ধরা দেয় দুই কুখ্যাত মাদক চক্রী। তাদের নাম শেখ লতিফুদ্দিন এবং শেখ রাজা । পুলিশ সূত্রে খবর এর আগে বেশ কিছু মাদক পাচারকারীকে জেরা করে এদের নাম পাওয়া গেছিল ।

Intro:কলকাতা, ১৯ জুন: এক ফোনে এক পুরিয়া! পার্টি বুঝে ঠিক হত দাম। 200, 500 থেকে হাজার টাকা পুরিয়া। পার্ক স্ট্রিট চত্বরের নাইট ক্লাবগুলোতে আসা পার্টি হপারদের অনেকেই জানতো সেই ফোন নাম্বার। ডিজের বাজানো উদ্যান মিউজিকে নাচের তালের মাঝে যেতো ফোন। অমনি হাজির হয়ে যেত ব্রাউন সুগারের পুরিয়া। গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করল দুই ড্রাগ পেডলারকে। পুলিশ সূত্রে খবর উদ্ধার হয়েছে দু লাখ টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার।
Body:রাতের কলকাতার নাইট ক্লাবগুলোতে ড্রাগের রমরমা কারবার। এমন অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। নাইট ক্লাব গুলোর আশপাশ থেকে এর আগে LSDর মত পার্টি ড্রাগ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ইয়াবা। আবার দু-একটি ক্ষেত্রে কোকেনের মত অত্যন্ত মূল্যবান ড্রাগও উদ্ধার হয়েছে কলকাতার নাইট ক্লাবের আশেপাশে। আগে পুলিশি ধরপাকড় হয়েছে যথেষ্টই। তারপরেও বন্ধ হয়নি এসব। খবর পাচ্ছিল লালবাজার। খবর আসছিল ফোনের মাধ্যমে চলছে ড্রাগ চক্র। সেইমতো গতরাতে ওৎপাতে পুলিশ। পুলিশের পাতা সেই ফাঁদে ধরা দেয় দুই কুখ্যাত ড্রাগ পেডলার। তাদের নাম শেখ লতিফুদ্দিন এবং শেখ রাজা। পুলিশ সূত্রে খবর এর আগে বেশ কিছু ড্রাগ পেডলারকে জেরা করে এদের নাম পাওয়া গিয়েছিল।Conclusion:গত রাতে পুলিশ বমাল গ্রেপ্তার করে এই দুই ড্রাগ পেডলারকে। লতিফুদ্দিন কাছে উদ্ধার হয় 255 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার দর দু'লাখ টাকারও বেশি। আর রাজার কাছে উদ্ধার হয়েছে কুড়িগ্রাম ব্রাউন সুগার। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.