কলকাতা, 19 জুন : এক ফোনে এক পুরিয়া! পার্টি বুঝে ঠিক হত দাম। 200, 500 থেকে হাজার টাকা কখনও তা চলে যেত দশ হাজারেও । পার্কস্ট্রিট চত্বরের নাইট ক্লাবগুলোতে আসা পার্টি হপারদের অনেকেই জানে সেই ফোন নম্বর। ডিজের বাজানো উদ্যাম মিউজ়িকে নাচের তালের মাঝে যেত ফোন। তারপরই হাজির হয়ে যেত ব্রাউন সুগারের পুরিয়া । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করল 2 ড্রাগ পেডলারকে । পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে দু'লাখ টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার ।
রাতের কলকাতার নাইট ক্লাবগুলোতে মাদকের রমরমা কারবার চলছে । এমন অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই । নাইট ক্লাবগুলোর সংলগ্ন অঞ্চল থেকে এর আগে LSD-র মত মাদক উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে ইয়ারবা । আবার দু-একটি ক্ষেত্রে কোকেনের মত মূল্যবান মাদকও উদ্ধার হয়েছে কলকাতার নাইট ক্লাবের আশপাশে।
পুলিশি কড়াকড়ি সত্ত্বেও বন্ধ হয়নি মাদক চক্রের কার্যকলাপ । লালবাজারে খবর আসছিল ফোনের মাধ্যমে চলছে মাদক চক্র । সেইমতো গতরাতে ওত পাতে পুলিশ। পুলিশের ফাঁদে ধরা দেয় দুই কুখ্যাত মাদক চক্রী। তাদের নাম শেখ লতিফুদ্দিন এবং শেখ রাজা । পুলিশ সূত্রে খবর এর আগে বেশ কিছু মাদক পাচারকারীকে জেরা করে এদের নাম পাওয়া গেছিল ।